/indian-express-bangla/media/media_files/2025/09/10/rip-2025-09-10-11-14-14.jpg)
ছবিটি প্রতীকী
Bajrang Punia: শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ভারতের তারকা কুস্তিগীর (Wrestling) বজরং পুনিয়ার বাবা বলবান পুনিয়া। জানা গিয়েছে, অনেকদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। হাসপাতালে তাঁর চিকিৎসা চলছিল। অবশেষে গত ১১ সেপ্টেম্বর সন্ধ্যা ৬:১৫ মিনিটে প্রয়াত হন তিনি। এই ঘটনার সত্যতা বজরং নিজেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন।
Asian Wrestling Championship 2025: এশিয়ান কুস্তি চ্যাম্পিয়নশিপে মনীষার সোনা, ব্রোঞ্জ অ্যান্টিমের
বজরং পুনিয়াই জানিয়েছেন গোটা ঘটনাটি
বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় একটি বিবৃতি দিয়ে বজরং পুনিয়া জানিয়েছেন, আজ সন্ধ্যা সওয়া ছ'টা নাগাদ উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। আমাদের এই সাফল্যের পিছনে ওঁর যথেষ্ট অবদান রয়েছে। যথেষ্ট পরিশ্রম করে আমাদের এই জায়গায় নিয়ে এসেছেন। গোটা পরিবারের কাছে উনি মেরুদণ্ড ছিলেন। ওঁকে ছাড়া কীভাবে বাকি জীবন কাটাব, সেটাই বুঝতে পারছি না।
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, বজরংয়ের বাবা বলবানও একজন কুস্তিগীর ছিলেন। তিনি নিজে বজরং পুনিয়াকে কুস্তির প্রাথমিক মারপ্য়াঁচ শিখিয়েছিলেন। বজরংয়ের পরিবার হরিয়ানার ঝাঝর জেলায় বসবাস করত। কিন্তু, গত কয়েকবছর ধরে তারা সোনিপতের মডেল টাউনে চলে এসেছিল। শুক্রবার অর্থাৎ ১২ অগাস্ট ঝাঝর জেলার খুডন গ্রামেই বলবান পুনিয়ার শেষকৃত্য সম্পন্ন করা হবে।
একাধিক বিতর্কে জড়িয়েছেন বজরং
২০২৩ সালে বৃজভূষণ শরন সিংয়ের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তুলেছিলেন ভিনেশ ফোগত, সাক্ষী মালিক এবং বজরং পুনিয়া। এমনকী, দিল্লির যন্তর-মন্তরের সামনে তাঁরা ধর্নাতেও বসেছিলেন। দাবি ছিল, বৃজভূষণ শরন সিংকে অবিলম্বে গ্রেফতার করা হোক। এই ঘটনায় সুপ্রিম কোর্টের হস্তক্ষেপের পর দিল্লি পুলিশ FIR-ও দাখিল করে। বেশ কয়েকদিন ধরে তাঁরা ধর্নায় বসেছিলেন। আপাতত আদালতে এই মামলাটি চলছে।
দেশের সম্মান বাড়িয়েছেন বজরং
২০২০ টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ পদক জয় করেন বজরং পুনিয়া। এছাড়া ভারতের এই তারকা অ্যাথলিট ২০১৮ সালে আয়োজিত কমনওয়েলথ গেমস এবং এশিয়ান গেমসে সোনার পদক জয় করেন। এর পাশাপাশি বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে তিনি একাধিক পদক জয় করেছেন। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে তাঁকে দেশের সর্বোচ্চ ক্রীড়া সম্মান মেজর ধ্যানচাঁদ পুরস্কার এবং পদ্ম শ্রী সম্মানও দেওয়া হয়েছে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us