UAE vs BAN T20 Series: টাইগারদের মুখে চুনকালি দিল আমিরশাহী, বাংলাদেশ হারতেই 'নাকেকান্না' লিটনের

UAE vs Bangladesh 3rd T20 Match Highlights: আরব আমিরশাহীর বিরুদ্ধে বাংলাদেশ ক্রিকেট দল ২-১ ব্যাবধানে টি-২০ সিরিজ হেরে গেল। টাইগারদের এই পারফরম্য়ান্স নিয়ে সমালোচনার ঝড় উঠতে শুরু করেছে।

UAE vs Bangladesh 3rd T20 Match Highlights: আরব আমিরশাহীর বিরুদ্ধে বাংলাদেশ ক্রিকেট দল ২-১ ব্যাবধানে টি-২০ সিরিজ হেরে গেল। টাইগারদের এই পারফরম্য়ান্স নিয়ে সমালোচনার ঝড় উঠতে শুরু করেছে।

author-image
IE Bangla Sports Desk
New Update
Litton Kumer Das Bangladesh

বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক লিটন কুমার দাস

Bangladesh cricket Team: সংযুক্ত আরব আমিরশাহীতে গিয়ে মুখ পুড়িয়ে এল বাংলাদেশ ক্রিকেট দল। দুই দলের মধ্যে তিন ম্য়াচের টি-২০ সিরিজ আয়োজন করা হয়। এই সিরিজে বাংলাদেশ ২-১ ব্যবধানে পরাস্ত হয়েছে। তার থেকেও বড় কথা, দুর্বল আরব আমিরশাহীর বিরুদ্ধে তারা সিরিজে তৃতীয় টি-২০ ম্য়াচে ৭ উইকেটে পরাস্ত হয়েছে। । আর সেইসঙ্গে মিইয়ে গেল বাঘেদের গর্জনও।

Advertisment

কী বললেন লিটন?

এই সিরিজে বাংলাদেশ ক্রিকেট দলকে নেতৃত্ব দিয়েছেন লিটন কুমার দাস (Litton Das)। ম্য়াাচের শেষে তিনি বললেন, 'আমরা জয়ের চিন্তাভাবনা নিয়েই খেলতে এসেছিলাম। কিন্তু, এটাও সত্যি যে এমন জঘন্য় পারফরম্য়ান্স করব, সেটা স্বপ্নেও কল্পনা করতে পারিনি। তবে এটা জীবনেরই একটা অংশ। ক্রিকেট খেলায় বিপক্ষ দলের পারফরম্য়ান্সও অনেকসময় ভাল হয়। আর সেটাকে সম্মান জানানো উচিত।' সঙ্গে তিনি আরও যোগ করেছেন, 'আমাদের ব্যাটিং ডিপার্টমেন্টে বেশ কয়েকটি ভুলভ্রান্তি হয়েছে। এই উইকেটে আমরা যেমন পারফরম্য়ান্স করতে চেয়েছিলাম, সেটা করতে পারিনি। এই উইকেটে শিশির একটা বড় ফ্যাক্টর হয়ে উঠেছিল। সেটাকে আমরা কাজে লাগাতে ব্যর্থ হয়েছি।' 

Bangladesh Cricket: শান্তর বদলে লিটনেই ভরসা BCB-র, ইন্ডিয়া সিরিজের আগে নয়া ক্যাপ্টেন বাংলাদেশের

Advertisment

যদিও এই পরাজয়ের মধ্যে কিছুটা আশার আলো তিনি দেখতে পেয়েছেন। লিটন বললেন, 'বাংলাাদেশ ক্রিকেট দলের হয়ে পারভেজ ইমন, তানজিদ তামিম, হৃদয় এবং জাকের যথেষ্ট ভাল ব্যাট করেছে। মিডল ওভারে দলের কয়েকজন ক্রিকেটার যথেষ্ট ভাল বলও করেছেন। তবে হ্যাঁ, আমাজের আরও শিখতে হবে। আর সেই শিক্ষা ম্য়াচ চলাকালীন প্রয়োগ করতে হবে।'

Bangladesh Cricket Team: টাইগারদের ভরসা এবার প্রাক্তন KKR তারকা, বাংলাদেশের নতুন বোলিং কোচ কে?

প্রসঙ্গত, এই ম্য়াচে টস হেরে বাংলাদেশ প্রথমে ব্যাট করতে নামে। ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে তারা ১৬২ রান তুলেছিল। দলের হয়ে সর্বাধিক রান করেন জাকের আলি (৪১)। এছাড়া ৪০ রান করেন ওপেনার তানজিদ হাসান। UAE বোলারদের মধ্যে তিনটে উইকেট শিকার করেন হায়দার আলি। এছাড়া দুটো করে উইকেট তুলে নেন মতিউল্লাহ খান এবং সাগির খান। একটি করে উইকেট পেয়েছেন আকিফ রাজা এবং ধ্রুব পরাশর।

Rishabh Pant-Litton Das: মাঠেই পন্থের সঙ্গে লেগে গেল লিটনের, তুমুল ঝামেলায় উত্তপ্ত চেন্নাইয়ের চিপক, দেখুন গরম ভিডিও

এরপর শুরু হয় আরব আমিরশাহীর ব্যাটিং। দুর্দান্ত একটি হাফসেঞ্চুরি হাঁকান আলিশান শরাফু। ৪৭ বলে ৬৮ রান করে তিনি অপরাজিত থাকেন। অন্যদিকে ৪১ রানে অপরাজিত থাকেন আসিফ খান। বাংলাদেশের হয়ে একটি করে উইকেট শিকার করেছেন শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব এবং রিশাদ হোসেন।

UAE vs BAN: মরুদেশে লজ্জায় মুখ ঢাকল শান্ত-লিটনদের, টাইগারদের বিড়াল বানিয়ে ছাড়ল আমিরশাহী

ম্যাচের শেষে সংযুক্ত আরব আমিরশাহী দলেরও প্রশংসা করলেন লিটন দাস। তিনি বললেন, 'আজ ওরা যথেষ্ট ভাল খেলেছে। ম্য়াচের প্রথমার্ধে বেশ নজরকাড়া পারফরম্য়ান্স করেছে। খুব ভাল বল করেছে। আর সেকারণেই আমরা স্কোরবোর্ডে যথেষ্ট রান তুলতে পারিনি। এরপর ব্যাট করার সময় শিশিরের সামান্য সুবিধা ওরা গ্রহণ করতে পেরেছে। এই জয়ের যাবতীয় কৃতিত্ব ওদের। বিশেষ করে মিডল ওভারে যারা ব্যাট করেছে। খুব বেশি আতঙ্কিত হয়নি। এই জয়ের ওরাই যোগ্যতম দাবিদার।'

Litton Das Bangladesh Cricket Team