Bangladesh Win: মিইয়ে গেল লঙ্কার ঝাঁঝ, 'নাগিন ডার্বি'-তে গর্জে উঠল বাংলার বাঘেরা

Bangladesh vs Sri Lanka: ক্রিকেট ময়দানে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যে সম্পর্কটা যে একেবারে আদায়-কাঁচকলায়, সেটা আর বলার দরকার পড়ে না। এশিয়া কাপের সুপার ফোর রাউন্ডে সেই হাড্ডাহাড্ডি লড়াইটা দেখতে পাওয়া গেল।

Bangladesh vs Sri Lanka: ক্রিকেট ময়দানে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যে সম্পর্কটা যে একেবারে আদায়-কাঁচকলায়, সেটা আর বলার দরকার পড়ে না। এশিয়া কাপের সুপার ফোর রাউন্ডে সেই হাড্ডাহাড্ডি লড়াইটা দেখতে পাওয়া গেল।

author-image
IE Bangla Sports Desk
New Update
Taskin Ahmed

উইকেট শিকারের পর তাসকিন আহমেদের হুঙ্কার

Bangladesh Cricket Team: ২০২৫ এশিয়া কাপের (Asia Cup 2025) সুপার ফোর রাউন্ডে দুর্দান্ত পারফরম্য়ান্স করল বাংলাদেশ ক্রিকেট দল। শনিবার (২০ সেপ্টেম্বর) তারা শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নেমেছিল। এই ম্য়াচে টাইগারবাহিনী ৪ উইকেটে জয়লাভ করে। বাংলাদেশকে পরবর্তী ম্য়াচ আগামী বুধবার (২৪ সেপ্টেম্বর) ভারতের বিরুদ্ধে খেলতে হবে।

Advertisment

Bangladesh vs Afghanistan Asia Cup 2025 Highlights: আগুন বোলিং মুস্তাফিজের, আফগানিস্তানকে ৮ রানে হারাল বাংলাদেশ

প্রত্যাশাা অনুসারে, শ্রীলঙ্কা এবং বাংলাদেশের বিরুদ্ধে এই ম্য়াচে যথেষ্ট হাড্ডাহাড্ডি লড়াই দেখতে পাওয়া গেল। প্রথমে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬৮ রান করে। লঙ্কা ব্রিগেডের হয়ে একমাত্র দাসুন শনাকা হাফসেঞ্চুরি করেছেন। জবাবে বাংলাদেশ ক্রিকেট দল ১৯.৫ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৯ রান করে। জয় দিয়েই সুপার ফোর পর্বের সূচনা করল বাংলাদেশ ক্রিকেট দল।

Advertisment

Bangladesh Cricket Controversy: স্টাম্পে লাগল বল, জ্বলল আলোও! তবুও কেন আউট হলেন না বাংলাদেশি ব্যাটার?

শ্রীলঙ্কার হয়ে দুর্ধর্ষ ব্যাটিং করলেন দাসুন শনাকা

টস হারের পর শ্রীলঙ্কা ক্রিকেট দল প্রথমে ব্যাট করার সুযোগ পায়। প্রথম উইকেটে পাথুম নিশঙ্কা এবং কুশল মেন্ডিসের মধ্যে ৪৪ রানের পার্টনারশিপ গড়ে ওঠে। মোদ্দা কথা, শুরুটা তারা বেশ ভালই করেছিল। কিন্তু, প্রথম উইকেট পড়তে না পড়তেই শ্রীলঙ্কার টপ অর্ডার কার্যত তাসের ঘরের মতো ভেঙে পড়ে। পাথুম নিশঙ্কা (২২ রান), কুশল মেন্ডিস (৩৪ রান), কুশল পেরেরা (১৬ রান) এবং চরিথ আশালঙ্কা (২১) শুরুটা ভাল করলেও, বড় রান করতে পারেননি।

Bangladesh Cricket News: গর্জনই সার, ঝুলি থেকে বেরলো কাগুজে বাঘ, লজ্জার হার বাংলাদেশের

লঙ্কা ব্যাটারদের মধ্যে একমাত্র হাফসেঞ্চুরি করলেন দাসুন শনাকা। মাত্র ৩৭ বলে তিনি ৬৪ রান করে অপরাজিত থাকেন। এই ইনিংসে তিনি ৩ চার এবং ৬ ছক্কা হাঁকিয়েছেন। বাংলাদেশের হয়ে মুস্তাফিজুর রহমান যথেষ্ট ভাল বোলিং করলেন। তিনি ৪ ওভারে মাত্র ২০ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন।

বাংলাদেশের হয়ে হাফসেঞ্চুরি করলেন সইফ হাসান এবং তৌহিদ হৃদয়

১৬৯ রান তাড়া করতে নেমে বাংলাদেশ ক্রিকেট দলের শুরুটা অবশ্য ভাল হয়নি। প্রথম ওভারের পঞ্চম বলেই তারা ধাক্কা খায়। তানজিদ হাসান তামিম ২ বল খেললেও কোনও রান করতে পারেননি। এরপর সইফ হাসান এবং লিটন দাস দ্বিতীয় উইকেটে ৫৯ রানের পার্টনারশিপ গড়ে তোলেন। লিটন দাস এই ম্য়াচে ১৬ বলে ২৩ রান করে আউট হয়ে যায়।

Asia Cup 2025 Bangladesh vs Hong Kong Highlights: টি-২০ ক্রিকেটে প্রথমবার এমন কৃতিত্ব বাংলাদেশের, অবশেষে নিল চরম প্রতিশোধ

এরপর ১১৪ রানের মাথায় তৃতীয় ধাক্কা খায় বাংলাদেশ ক্রিকেট দল। ৪৫ বলে ৬১ রান করে আউট হয়ে গেলেন সইফ হাসান। বাকি কাজটা সারলেন তৌহিদ হৃদয়। তিনি ৩৭ বলে ৫৮ রান করলেন। শেষপর্যন্ত শামিম হোসেন ১২ বলে ১৪ রান করে অপরাজিত থাকেন। শ্রীলঙ্কার হয়ে ওয়ানিন্দু হাসারঙ্গা ৪ ওভারে ২২ রান দিয়ে ২ উইকেট শিকার করেন।

Bangladesh Cricket Team Asia Cup 2025