Bangladesh Cricket News: লজ্জার হার বাংলাদেশের, মাঠের মধ্যেই হাউহাউ করে কান্না!

Bangladesh vs South Africa: ২০২৫ মহিলা বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দলের সমস্যা ক্রমশ বেড়েই চলেছে। টুর্নামেন্টের ১৪ নম্বর ম্য়াচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তারা ৩ উইকেটে হেরে যায়।

Bangladesh vs South Africa: ২০২৫ মহিলা বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দলের সমস্যা ক্রমশ বেড়েই চলেছে। টুর্নামেন্টের ১৪ নম্বর ম্য়াচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তারা ৩ উইকেটে হেরে যায়।

author-image
IE Bangla Sports Desk
New Update
Bangladesh Women Cricket Team

মাঠেই কাঁদছেন বাংলাদেশের মহিলা ক্রিকেটাররা

Women’s ODI World Cup 2025: ২০২৫ মহিলা বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দলের সমস্যা ক্রমশ বেড়েই চলেছে। টুর্নামেন্টের ১৪ নম্বর ম্য়াচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলতে নেমেছিল বাংলাদেশ। এই ম্যাচে বাংলার বাঘিনীরা একেবারে জয়ের দোরগোড়ায় পৌঁছে গিয়েছিল। কিন্তু, দক্ষিণ আফ্রিকা শেষপর্যন্ত রান তাড়া করতে সফল হয়। আর এই পরাজয়ের পর বাংলাদেশের অবস্থা আরও বেহাল হয়ে যায়। আর সেইসঙ্গে তারা পয়েন্ট তালিকায় ৬ নম্বরে নেমে এসেছে। এই হারের পর বাংলাদেশি ক্রিকেটাররা চূড়ান্ত হতাশায় ভেঙে পড়েন। মাঠের মধ্যেই তাঁরা হাউহাউ করে কাঁদতে শুরু করে। সেই ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে শুরু করেছে।

Advertisment

IND W vs PAK W: মহিলাদের বিশ্বকাপে কোথায় দাঁড়িয়ে পাকিস্তান? কাছাকাছি নেই ভারত

মাঠের মধ্যেই হাউহাউ করে কান্না বাংলাদেশি ক্রিকেটারদের

এই ম্য়াচে বাংলাদেশ ক্রিকেট দল প্রথমে ব্যাট করতে নেমে ২৩২ রান করেছিল। এই রান তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকার সামনে জয়ের রাস্তাটা একেবারে সহজ ছিল না। একেবারে শেষ ওভার পর্যন্ত লড়াই চলে। শেষ ওভারে দক্ষিণ আফ্রিকার সামনে জয়ের জন্য ৮ রান দরকার ছিল। মাত্র ৩ বলেই তারা এই রানটা তুলে নেয়।

Advertisment

IND W vs AUS W Highlights: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩ উইকেটে হার, ভারতের সামনে কঠিন সেমিফাইনালের রাস্তা

একটা সময় বাংলাদেশ মহিলা ক্রিকেট দল এই ম্য়াচে চালকের আসনে ছিল। কিন্তু, শেষপর্যন্ত তাদের পরাজয় স্বীকার করতে হয়। ম্যাচের পর একটি ভিডিও ক্লিপ প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা যাচ্ছে, বাংলাদেশি ক্রিকেটাররা মাঠের মধ্যেই হাউহাউ করে কাঁদছেন। চলতি মহিলা ক্রিকেট বিশ্বকাপে টিকে থাকার জন্য এই ম্য়াচটা বাংলাদেশকে যে কোনও মূল্যে জিততেই হত। কিন্তু, ভাগ্যের লড়াইয়ে শেষপর্যন্ত তারা হেরে যায়।

IND W vs AUS W Live Updates: স্মৃতি-প্রতীকার ব্যাটে 'বধ' ক্যাঙারু, জয়ের অপেক্ষায় টিম ইন্ডিয়া

আগামী ম্যাচে কবে-কোন দলের বিরুদ্ধে খেলবে বাংলাদেশ?

চলতি টুর্নামেন্টে বাংলাদেশ মহিলা ক্রিকেট দল এখনও পর্যন্ত ৪ ম্য়াচ খেলেছে। আর তিনটে ম্যাচ তাদের বাকি রয়েছে। যদি এই টুর্নামেন্টে টিকে থাকতে হয়, তাহলে বাকি প্রত্যেকটা ম্য়াচই তাদের জিততে হবে। নীচে বাংলাদেশের ম্য়াচের সূচি দেওয়া হল: 

  • বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া (১৬ অক্টোবর, ২০২৫)
  • বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা (২০ অক্টোবর, ২০২৫)
  • বাংলাদেশ বনাম ভারত (২৬ অক্টোবর, ২০২৫)
Women’s ODI World Cup 2025