IND W vs AUS W Highlights: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩ উইকেটে হার, ভারতের সামনে কঠিন সেমিফাইনালের রাস্তা

IND W vs AUS W Highlights: রবিবার (১২ অক্টোবর) চলতি মহিলা ক্রিকেট বিশ্বকাপে ভারতীয় ক্রিকেট দল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে নেমেছিল। এই ম্য়াচে ভারত ৩ উইকেটে হেরে যায়।

IND W vs AUS W Highlights: রবিবার (১২ অক্টোবর) চলতি মহিলা ক্রিকেট বিশ্বকাপে ভারতীয় ক্রিকেট দল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে নেমেছিল। এই ম্য়াচে ভারত ৩ উইকেটে হেরে যায়।

author-image
IE Bangla Sports Desk
New Update
Indian Women Cricket Team (6)

লড়াই করেও শেষপর্যন্ত হার স্বীকার করল ভারতীয় মহিলা ক্রিকেট দল

IND W vs AUS W: রবিবার (১২ অক্টোবর) চলতি মহিলা ক্রিকেট বিশ্বকাপে (Women’s ODI World Cup 2025) ভারতীয় ক্রিকেট দল (Indian Women Cricket Team) অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে নেমেছিল। এই ম্য়াচে টিম ইন্ডিয়া প্রথমে ব্যাট করতে নেমে দুর্দান্ত পারফরম্য়ান্স করে। দলের দুই ওপেনার স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) এবং প্রতীকা রাওয়াল সকলের নজর কেড়েছেন। দুজনের ব্যাট থেকেই বেরিয়ে এসেছে ঝকঝকে হাফসেঞ্চুরি। এর পাশাপাশি এক ক্যালেন্ডার বর্ষে প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে ১,০০০ রানের চৌকাঠ স্পর্শ করেন স্মৃতি। কিন্তু, রান তাড়া করতে নেমে অস্ট্রেলিয়া শেষ পর্যন্ত ৩ উইকেটে এই ম্য়াচটা নিজেদের পকেটে পুরে নিল। পাশাপাশি এই পরাজয়ের কারণে টিম ইন্ডিয়ার সামনে সেমিফাইনালের রাস্তা অনেকটাই কঠিন হয়ে গেল।

Advertisment

IND W vs AUS W Live Updates: স্মৃতি-প্রতীকার ব্যাটে 'বধ' ক্যাঙারু, জয়ের অপেক্ষায় টিম ইন্ডিয়া

ভারত করেছিল ৩৩০ রান

এই ম্য়াচে ভারতীয় ক্রিকেট দল প্রথমে ব্যাট করতে নেমে ৪৮.৫ ওভারে ৩৩০ রান করে। দলের ওপেনার স্মৃতি মান্ধানা ৬৬ বলে ৯ চার এবং ৬ ছক্কার দৌলতে ৮০ রানের একটি স্মরণীয় ইনিংস উপহার দেন। এর পাশাপাশি প্রতীকা রাওয়াল ৯৬ বলে ৭৫ রান করেছেন। দুজনের মধ্যে গড়ে ওঠে শতরানের পার্টনারশিপ। এরপর ভারতের আর কোনও ব্যাটার অবশ্য সেই অর্থে নজর কাড়তে পারলেন না। হারলিন দেওল ৪২ বলে ৩৮ রান এবং জেমিমা রডরিগস ২১ বলে ৩৩ রান করে আউট হয়ে যান।

Advertisment

IND W vs AUS W News: স্মৃতি মান্ধানাকে নিয়ে 'বাম্পার' খবর, শুনলে গর্বিত হবেন আপনিও!

অস্ট্রেলিয়ার হয়ে অ্যানাবেল সাদারল্যান্ড দুর্দান্ত বল করেছেন। ৯.৫ ওভারে তিনি ৪০ রান দিয়ে ৫ উইকেট শিকার করেছেন। এছাড়া সোফি মোলিনাক্সও ৩ উইকেট শিকার করেছেন।

IND W vs AUS W: মহিলা বিশ্বকাপে মহাযুদ্ধ, জানেন ভারত-অস্ট্রেলিয়ার ওয়ানডে রেকর্ড?

নজরকাড়া ব্যাটিং অস্ট্রেলিয়ার

এই টার্গেট তাড়া করতে নেমেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দলও শুরুটা বেশ ভালই করেছিল। দলের ওপেনার অ্যালিসা হিলি দুর্দান্ত শতরান করেন। ১০৭ বলে তাঁর ব্যাট থেকে ১৪২ রানের একটা ঝকঝকে ইনিংস বেরিয়ে আসে। তিনি ২১ চার এবং ৩ ছক্কা হাঁকিয়েছেন।

IND W vs SA W Match Highlights: লড়েও জয় অধরা ভারতের, পয়েন্ট টেবিলে কোথায় দাঁড়িয়ে হরমনপ্রীতরা?

অন্যদিকে ফিবি লিচফিল্ড ৪০ রানের গুরুত্বপূর্ণ সঙ্গত দেন। এছাড়া বেথ মুনি খুব একটা নজর কাড়তে পারলেন না। তিনি ৮ বলে মাত্র ৪ রান করলেন। অন্যদিকে, অ্যানাবেল সাদারল্যান্ডও রানের খাতা খুলতে না পেরে প্যাভিলিয়নে ফিরে যান। শেষপর্যন্ত অস্ট্রেলিয়া ৪৯ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩৩১ রান করে এবং শেষপর্যন্ত জয়ের হাসি তাদের মুখেই দেখতে পাওয়া যায়।

Smriti Mandhana Indian Women Cricket Team Women’s ODI World Cup 2025 IND W vs AUS W