/indian-express-bangla/media/media_files/2025/10/12/ind-w-vs-aus-w-1-2025-10-12-18-58-55.jpg)
দুর্দান্ত ছন্দে প্রতীকা রাওয়াল
IND W vs AUS W: রবিবার (১২ অক্টোবর) ভারত (Indian Women Cricket Team) এবং অস্ট্রেলিয়ার মধ্যে হাইভোল্টেজ ম্য়াচ আয়োজন করা হয়েছে। চলতি মহিলা বিশ্বকাপের গ্রুপ পর্বে এটা ১৩ নম্বর ম্য়াচ। খেলা হচ্ছে বিশাখাপত্তনম স্টেডিয়ামে। এই ম্য়াচে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের অধিনায়ক অ্যালিসা হিলি টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন। টিম ইন্ডিয়ার হয়ে ওপেন করতে নেমে দুর্দান্ত ব্যাটিং পারফরম্য়ান্স করলেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) এবং প্রতীকা রাওয়াল।
IND W vs AUS W News: স্মৃতি মান্ধানাকে নিয়ে 'বাম্পার' খবর, শুনলে গর্বিত হবেন আপনিও!
প্রথম উইকেটে টিম ইন্ডিয়া ১৫৫ রানের জুটি বাঁধে। কিন্তু, টিম ইন্ডিয়ার এই ২ ব্যাটার প্যাভিলিয়নে ফেরার পর বাকিরা সেভাবে নজর কাড়তে পারলেন না। বলা ভাল, আরও একবার টিম ইন্ডিয়ার মিডল অর্ডার চূড়ান্তভাবে ব্যর্থ হল। আর সেকারণেই ৪৮.৫ ওভারের মধ্যে ভারতীয় মহিলা ক্রিকেট দল ৩৩০ রানে অলআউট হয়ে যায়। টিম ইন্ডিয়ার হয়ে স্মৃতি মান্ধানা ৮০ এবং প্রতীকা রাওয়াল ৭৫ রান করলেন। অন্যদিকে, অস্ট্রেলিয়ার হয়ে একাই ৫ উইকেট শিকার করলেন অ্যানাবেল সাদারল্যান্ড। এছাড়া ৩ উইকেট শিকার করেছেন সোফি মলিনাক্স।
IND W vs AUS W: মহিলা বিশ্বকাপে মহাযুদ্ধ, জানেন ভারত-অস্ট্রেলিয়ার ওয়ানডে রেকর্ড?
ভাঙল ৫২ বছরের রেকর্ড
২০২৫ মহিলা ওয়ানডে বিশ্বকাপে টিম ইন্ডিয়া চতুর্থ ম্য়াচ খেলতে নেমেছে। প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। এই ম্য়াচে টিম ইন্ডিয়া শুরুটা বেশ ভাল করেছিল। মান্ধানা এবং প্রতীকা প্রথম উইকেটে ১৫৫ রানের পার্টনারশিপ গড়ে তোলেন। আর সেইসঙ্গে ভেঙে দেন ৫২ বছরের পুরনো একটি রেকর্ড। বিশ্বকাপ টুর্নামেন্টে টিম ইন্ডিয়ার এই দুই ব্যাটার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম উইকেটে সর্বাধিক রানের পার্টনারশিপ গড়ে তুললেন। ইতিপূর্বে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সর্বাধিক ওপেনিং জুটি হিসেবে রেকর্ড গড়েছিলেন ইংল্যান্ডের ওয়েকবেল এবং থমাস। প্রথম মহিলা বিশ্বকাপে তাঁরা ১০৬ রানের পার্টনারশিপ গড়ে তোলেন। এবার মান্ধানা এবং রাওয়াল ৫২ বছরের পুরনো সেই রেকর্ড ভেঙে দিলেন।
IND W vs SA W Match Highlights: লড়েও জয় অধরা ভারতের, পয়েন্ট টেবিলে কোথায় দাঁড়িয়ে হরমনপ্রীতরা?
ইতিহাস বদলাতে পারবে ভারত?
মহিলা ওয়ানডে ক্রিকেটে ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে এখনও পর্যন্ত মোট ৫০ ম্য়াচের আয়োজন করা হয়েছে। এরমধ্যে অস্ট্রেলিয়া ৪০ ম্য়াচে জয়লাভ করেছে। আর টিম ইন্ডিয়া জিতেছে মাত্র ১০ ম্য়াচে। মহিলাদের ওয়ানডে ক্রিকেটে অস্ট্রেলিয়ার দাপট চোখে পড়ার মতো। রবিবার এই পরিসংখ্যান ভারত বদলাতে পারে কি না, সেটাই আপাতত দেখার।