IND W vs PAK W: মহিলাদের বিশ্বকাপে কোথায় দাঁড়িয়ে পাকিস্তান? কাছাকাছি নেই ভারত

IND W vs AUS W: দক্ষিণ আফ্রিকার পর এবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও লড়াকু হার স্বীকার করল ভারতীয় মহিলা ক্রিকেট দল। রবিবার (১২ অক্টোবর) বিশাখাপত্তনমে এই ম্য়াচের আয়োজন করা হয়। সেখানেই টিম ইন্ডিয়া ৩ উইকেটে পরাস্ত হয়েছে।

IND W vs AUS W: দক্ষিণ আফ্রিকার পর এবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও লড়াকু হার স্বীকার করল ভারতীয় মহিলা ক্রিকেট দল। রবিবার (১২ অক্টোবর) বিশাখাপত্তনমে এই ম্য়াচের আয়োজন করা হয়। সেখানেই টিম ইন্ডিয়া ৩ উইকেটে পরাস্ত হয়েছে।

author-image
IE Bangla Sports Desk
New Update
Pakistan Women Cricket Team

পাকিস্তান মহিলা ক্রিকেট দল

IND W vs AUS W: ২০২৫ আইসিসি ওয়ানডে মহিলা বিশ্বকাপে (Women’s ODI World Cup 2025) এখনও পর্যন্ত ১৩ ম্য়াচ খেলা হয়েছে। ইতিমধ্যে এই টুর্নামেন্টের পয়েন্টস টেবিলও রীতিমতো রোমাঞ্চকর হয়ে উঠেছে। রবিবার (১২ অক্টোবর) বিশাখাপত্তনমে ভারত (Indian Women Cricket Team) এবং অস্ট্রেলিয়া একে-অপরের বিরুদ্ধে খেলতে নেমেছিল।

Advertisment

IND W vs AUS W Highlights: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩ উইকেটে হার, ভারতের সামনে কঠিন সেমিফাইনালের রাস্তা

এই ম্য়াচে অস্ট্রেলিয়া টস জিতে টিম ইন্ডিয়াকে প্রথমে ব্যাট করার জন্য আমন্ত্রণ জানায়। এই সুযোগটা হাতিয়ে টিম ইন্ডিয়াও ৩৩০ রান তুলে ফেলে। জবাবে অবশ্য অস্ট্রেলিয়া ১ ওভার বাকি থাকতেই ৭ উইকেট হারিয়ে এই ম্য়াচে জয়লাভ করে। এমন একটি হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরও টিম ইন্ডিয়া শেষপর্যন্ত হেরে গেল। আর সেই প্রভাবটাই এবার পড়েছে পয়েন্টস টেবিলের উপরে।

Advertisment

IND W vs AUS W Live Updates: স্মৃতি-প্রতীকার ব্যাটে 'বধ' ক্যাঙারু, জয়ের অপেক্ষায় টিম ইন্ডিয়া

শীর্ষে রাজত্ব করছে অস্ট্রেলিয়া

অ্যালিসা হিলির অধিনায়কত্বে অস্ট্রেলিয়া মহিলা ক্রিকেট দল এই টুর্নামেন্টে এখনও পর্যন্ত ৪ ম্য়াচ খেলেছে। এরমধ্যে ৩ ম্য়াচে তারা জয়লাভ করেছে। আর একটি ম্য়াচ বৃষ্টির কারণে ভেস্তে গিয়েছে। আর সেকারণেই অজিরা আপাতত ৭ পয়েন্ট সংগ্রহ করে তালিকার শীর্ষস্থানে রাজত্ব করছে। ইংল্যান্ড মহিলা ক্রিকেট দল ৩ ম্যাচ খেলে প্রত্যেকটায় জয়লাভ করেছে। তাদের ঝুলিতে রয়েছে ৬ পয়েন্ট। সেকারণে তারা রয়েছে দ্বিতীয় স্থানে।

IND W vs AUS W News: স্মৃতি মান্ধানাকে নিয়ে 'বাম্পার' খবর, শুনলে গর্বিত হবেন আপনিও!

দক্ষিণ আফ্রিকার পর এবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও তীরে এসে তরী ডুবল টিম ইন্ডিয়ার। আর তাই ভারতীয় মহিলা ক্রিকেট দল আপাতত পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে দাঁড়িয়ে রয়েছে। টিম ইন্ডিয়া এখনও পর্যন্ত এই টুর্নামেন্টে ৪ ম্য়াচ খেলেছে। এরমধ্যে হরমনপ্রীত কৌরের দল ২ ম্য়াচ জিতেছে। বাকি ২ ম্য়াচে তারা হেরে গিয়েছে। ভারতের কাছে আপাতত ৪ পয়েন্ট রয়েছে। 

সকলের নীচে রয়েছে পাকিস্তান

দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল এখনও পর্যন্ত ৩ ম্য়াচ খেলেছে। এরমধ্যে ২ ম্য়াচে তারা জয়লাভ করেছে। আর একটা ম্য়াচ তারা হেরে গিয়েছে। দক্ষিণ আফ্রিকার কাছেও রয়েছে ৪ পয়েন্ট। কিন্তু, নেট রানরেট মাইনাস থাকার কারণে তারা চতুর্থ স্থানে দাঁড়িয়ে রয়েছে।

IND W vs AUS W: মহিলা বিশ্বকাপে মহাযুদ্ধ, জানেন ভারত-অস্ট্রেলিয়ার ওয়ানডে রেকর্ড?

এদিকে পাকিস্তান ক্রিকেট দল পরপর তিনটে ম্য়াচই হেরে গিয়েছে। সেকারণে তারা এই তালিকায় সকলের নীচে রয়েছে। এছাড়া ৭ নম্বরে দাঁড়িয়ে রয়েছে শ্রীলঙ্কা। ষষ্ঠ স্থানে রয়েছে বাংলাদেশ এবং নিউজিল্যান্ড মহিলা ক্রিকেট দল পাঁচ নম্বরে দাঁড়িয়ে রয়েছে।

IND W vs AUS W Indian Women Cricket Team Women’s ODI World Cup 2025