BCCI Central Contract 2025: রোহিত-বিরাটের চুক্তি নিয়ে বড় ঘোষণা BCCI-এর, অবাক গোটা দেশ

BCCI GRADES: ২০২৪-২৫ মরশুমের কেন্দ্রীয় চুক্তি তালিকায় ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। সম্প্রতি শ্রেয়স আইয়ার যে ধামাকাদার পারফরম্য়ান্স করেছেন, সেই পুরস্কারই তিনি শেষপর্যন্ত পেয়েছেন।

BCCI GRADES: ২০২৪-২৫ মরশুমের কেন্দ্রীয় চুক্তি তালিকায় ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। সম্প্রতি শ্রেয়স আইয়ার যে ধামাকাদার পারফরম্য়ান্স করেছেন, সেই পুরস্কারই তিনি শেষপর্যন্ত পেয়েছেন।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
Rohit Sharma and Virat Kohli

রোহিত শর্মা এবং বিরাট কোহলি

BCCI ANNOUNCEMENT: অবশেষে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (BCCI) নতুন কেন্দ্রীয় চুক্তি ঘোষণা করেছে। এই চুক্তি অনুসারে বিরাট কোহলি (Virat Kohli), রোহিত শর্মা (Rohit Sharma), জসপ্রীত বুমরাহ এবং রবীন্দ্র জাদেজাকে এ প্লাস ক্যাটেগরিতে রাখা হয়েছে। বিরাট, রোহিত এবং জাদেজা ইতিমধ্যে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেছেন। 

Advertisment

কিন্তু, তা সত্ত্বেও এই তিন ক্রিকেটারকে কেন এ প্লাস ক্যাটেগরিতে রাখা হল, তা নিয়ে ইতিমধ্যে সমর্থকদের মনে প্রশ্ন উঠতে শুরু করেছে। অন্যদিকে শুভমান গিল, মহম্মদ সিরাজ, হার্দিক পান্ডিয়া, মহম্মদ সামি এবং ঋষভ পন্থকে এ ক্যাটেগরিতে রাখা হয়েছে।

BCCI Rohit-Kohli: 'ওঁরা কিংবদন্তি!' রোহিত কোহলি কেন এ প্লাস গ্রেডে, চুক্তি নিয়ে সাফাই বিসিসিআইয়ের

আবার টি-২০ ক্রিকেট দলের অধিনায়ক সূর্যকুমার যাদবকে গ্রেড বি'তে রাখা হয়েছে। তবে সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) এবং ঈশান কিষানকে (Ishan Kishan) আবারও কেন্দ্রীয় চুক্তিতে ফিরিয়ে আনা হয়েছে। শ্রেয়সকে গ্রেড বি'তে রাখা হয়েছে। আর ঈশান কিষানকে গ্রেড সি'তে।

Advertisment

BCCI Rewards Team India : চ্যাম্পিয়ন্স ট্রফি জিততেই 'লক্ষ্মীর ভাণ্ডার', রোহিতদের কোটি-কোটি টাকায় ভরিয়ে দিল বিসিসিআই

শ্রেয়স এবং ঈশানের প্রত্যাবর্তন

২০২৪-২৫ মরশুমের কেন্দ্রীয় চুক্তি তালিকায় ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। সম্প্রতি শ্রেয়স আইয়ার যে ধামাকাদার পারফরম্য়ান্স করেছেন, সেই পুরস্কারই তিনি শেষপর্যন্ত পেয়েছেন। অন্যদিকে, গ্রেড সি'তে ফের কামব্যাক করেছেন ঈশান কিষান। এটা অবশ্যই একটা ভাল খবর। গত মরশুমে শ্রেয়স এবং ঈশান দুজনেই ঘরোয়া ক্রিকেট খেলেননি। আর সেকারণেই তাঁদের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দেওয়া হয়েছিল। গ্রেড এ'তে রয়েছেন মহম্মদ সিরাজ, কেএল রাহুল, শুভমান গিল, হার্দিক পান্ডিয়া, মহম্মদ সামি এবং ঋষভ পন্থ। অন্যদিকে, সূর্যকুমার যাদব, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, যশস্বী জয়সওয়াল এবং শ্রেয়স আইয়ারকে গ্রেড বি'তে রাখা হয়েছে।

India 2025-26 Home Cricket Season: গুয়াহাটিতে প্রথম টেস্ট খেলবে ভারত, চমকের সূচি প্রকাশ করে কী জানাল বিসিসিআই?

ভাগ্যের চাকা ঘুরল তরুণ ক্রিকেটারদের

সম্প্রতি টিম ইন্ডিয়ার হয়ে তরুণ ক্রিকেটাররা দুর্দান্ত পারফরম্য়ান্স করছে। বিসিসিআই সেই পুরস্কারই তাঁদের হাতে তুলে দিলেন। অভিষেক শর্মা, বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা, আকাশদীপ সিং এবং নীতীশ কুমার রেড্ডিকে প্রথমবার কেন্দ্রীয় চুক্তিতে জায়গা দেওয়া হয়েছে। যদিও প্রত্যেককেই গ্রেড সি'তে রাখা হয়েছে। এছাড়া এই তালিকায় নাম রয়েছে প্রসিদ্ধ কৃষ্ণা, রবি বিষ্ণোই, রিঙ্কু সিং, রুতুরাজ গায়কোয়াড়, মুকেশ কুমার, শিবম দুবে, রজত পতিদার, ঈশান কিষান এবং সরফরাজ খান।

BCCI On Match Fixing: IPL-এর মাঝেই বড় সিদ্ধান্ত, ম্যাচ গড়াপেটা রুখতে অ্যাকশন মোডে বিসিসিআই

BCCI কেন্দ্রীয় চুক্তির সম্পূর্ণ তালিকা -

  • গ্রেড এ+ : বিরাট কোহলি, রোহিত শর্মা, জসপ্রীত বুমরাহ এবং রবীন্দ্র জাদেজা।
  • গ্রেড এ : মহম্মদ সিরাজ, কেএল রাহুল, শুভমান গিল, হার্দিক পান্ডিয়া, মহম্মদ সামি এবং ঋষভ পন্থ।
  • গ্রেড বি : সূর্যকুমার যাদব, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, যশস্বী জয়সওয়াল এবং শ্রেয়স আইয়ার।
  • গ্রেড সি : রিঙ্কু সিং, তিলক বর্মা, রুতুরাজ গায়কোয়াড়, শিবম দুবে, রবি বিষ্ণোই, ওয়াশিংটন সুন্দর, মুকেশ কুমার, সঞ্জু স্যামসন, আর্শদীপ সিং, প্রসিদ্ধ কৃষ্ণা, রজত পতিদার, ধ্রুব জুরেল, সরফরাজ খান, নীতীশ কুমার রেড্ডি, ঈশান কিষান, অভিষেক শর্মা, আকাশ দীপ, বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা।
Shreyas Iyer Ishan Kishan Rohit Sharma BCCI Virat Kohli