Bengal vs Meghalaya Football Highlights: একাই '১০০' সুলঞ্জনা! দুরন্ত হ্যাটট্রিকে গর্বে ভরালেন বাংলাকে

Bengal vs Meghalaya Football Highlights: মহিলাদের সিনিয়র ফুটবল ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে বাংলা এবং মেঘালয় খেলতে নেমেছিল। এই ম্য়াচে বাংলা ৭-০ গোলে জয়লাভ করেছে।

Bengal vs Meghalaya Football Highlights: মহিলাদের সিনিয়র ফুটবল ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে বাংলা এবং মেঘালয় খেলতে নেমেছিল। এই ম্য়াচে বাংলা ৭-০ গোলে জয়লাভ করেছে।

author-image
IE Bangla Sports Desk
New Update
Sulanjana Raul

হ্যাটট্রিকের পর সুলঞ্জনা রাউল

Bengal Women’s Football Team: শুরু হল মহিলাদের সিনিয়র ফুটবল ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ। শনিবার (৬ সেপ্টেম্বর) কৃষ্ণনগরের দ্বিজেন্দ্রলাল রায় স্টেডিয়ামে মেঘালয়ের বিরুদ্ধে খেলতে নেমেছিল বাংলা। এই ম্য়াচে বাংলার ফুটবল দল দুর্দান্ত পারফরম্য়ান্স করেছে। ৭-০ গোলে কার্যত উড়িয়ে দিয়েছে মেঘালয়কে। বাংলার হয়ে হ্যাটট্রিক করেছেন সুলঞ্জনা রাউল (Sulanjana Raul)। দেবীপক্ষ শুরু হওয়ার আগে এই টুর্নামেন্টের শুরুটা যে বাংলা একেবারে বিধ্বংসী মেজাজে করল, তা বলা যেতেই পারে। এই উদ্বোধনী ম্য়াচে সুলঞ্জনা ছাড়াও একটি করে গোল করেছেন মমতা, মৌসুমী, সুস্মিতা এবং রিম্পা। 

Advertisment

এবার খেলার কথায় আসা যাক। এই ম্য়াচে শুরু থেকেই বাংলা ফুটবল দলের দাপট ছিল চোখে পড়ার মতো। তৃতীয় মিনিটে দলকে লিড এনে দেন সুলঞ্জনা। ১০ মিনিটে তিনিই বাংলাকে ২-০ ব্যবধানে এগিয়ে দিয়েছিলেন। আধঘণ্টা সময় কাটতে না কাটতেই তৃতীয় গোলটি আসে সুস্মিতা লেপচার পা থেকে। দুরপাল্লার শটে তিনি অসাধারণ একটি গোল উপহার দিলেন। ৩৬ মিনিটে কর্নার কিক পেয়েছিল বাংলা। সেই সুযোগকে কাজে লাগালেন মৌসুমি মুর্মু। মেঘালয় বক্সের মধ্যে দুই দলের ফুটবলারদের তালগোল পাকিয়ে যায়। সেই সুযোগেই পায়ের ছোট্ট টোকায় বাংলার হয়ে চতুর্থ গোলটি করেন মৌসুমি। প্রথমার্ধের সংযুক্তি সময়ে আরও একটি গোল করলেন রিম্পা হালদার। 

Indian Football Team: প্রথম ম্য়াচেই খালিদ ম্য়াজিক, অবশেষে জয়ের সরণীতে ভারতীয় ফুটবল দল

Advertisment

অর্থাৎ, প্রথম ৪৫ মিনিটের মধ্যেই বাংলা ৫-০ গোলে এগিয়ে গিয়েছিল। এই জায়গা থেকে মেঘালয়ের কামব্যাক করার আর কোনও রাস্তাই কার্যত খোলা ছিল না। এই অসম পরিস্থিতিতেই শুরু হয় দ্বিতীয়ার্ধের খেলা। আশা করা হয়েছিল, ম্যাচের দ্বিতীয়ার্ধে মেঘালয় হয়ত কিছুটা হলেও লড়াইয়ে ফিরতে পারবে। কিন্তু, সে গুড়ে বালি! খেলা শুরু হতে না হতেই হ্যাটট্রিক করে ফেললেন সুলঞ্জনা রাউল। ৫৪ মিনিটে বাংলার ঝুলিতে আসে ষষ্ঠ গোলটি। ৬০ মিনিটে বাংলার হয়ে সপ্তম গোলটি করেন মমতা হাঁসদা। বাকি ৩০ মিনিট আর ব্যবধান বাড়ায়নি বাংলা।

Footballer Passed Away: মর্মান্তিক! নতুন ক্লাবে যোগ দিয়েই সব শেষ, মায়ের চোখের সামনে মারা গেলেন তারকা ফুটবলার

হ্যাটট্রিকের পর কী বললেন সুলঞ্জনা?

হ্যাটট্রিক করার পর স্বাভাবিকভাবেই খুব খুশি সুলঞ্জনা রাউল। বিয়ন্ড স্পোর্টসকে দেওয়া একটি ইন্টারভিউয়ে তিনি জানিয়েছেন, 'প্রথম ম্য়াচেই হ্যাটট্রিক করতে পেরে খুব ভাল লাগছে। এখনও দুটো ম্য়াচ বাকি রয়েছে। সেগুলো তুলনামূলকভাবে অনেকটাই কঠিন। পরের রাউন্ডে যোগ্যতা অর্জন করার জন্য আমাদের প্রত্যেকটা ম্য়াচই জিততে হবে। সেকারণেই বাকি ম্যাচগুলোতেও ভাল পারফরম্য়ান্স করতে চাইব। আর বেশি গোল করতে চাইব।'

Indian Football Team: সত্য়িই নির্বাসিত হতে পারে ভারতীয় ফুটবল? জানুন আসল সত্যিটা

সঙ্গে তিনি আরও যোগ করেছেন, 'আগামী ম্য়াচে রেলওয়ের বিরুদ্ধে আমাদের খেলতে হবে। সকলেই জানেন যে রেলওয়ে কতটা কঠিন দল। ওদের দলে অনেক অভিজ্ঞ এবং সিনিয়র ফুটবলার রয়েছেন। তাঁদের মধ্যে অনেকে আবার ভারতীয় ফুটবল দলের হয়েও খেলেছে। ফলে ওদের হারিয়ে কোয়ালিফাই করতে পারলে আমরা বেশি খুশি হব।'

Sulanjana Raul Bengal Women’s Football Team