Indian Football Team: প্রথম ম্য়াচেই খালিদ ম্য়াজিক, অবশেষে জয়ের সরণীতে ভারতীয় ফুটবল দল

Indian Football Team Win: অবশেষে জয়ের স্বাদ পেল ভারতীয় ফুটবল দল। ২০২৫ কাফা নেশনস কাপের প্রথম ম্য়াচে ভারত খেলতে নেমেছিল। তাজিকিস্তানের বিরুদ্ধে এই ম্য়াচে নীল বাঘেদের দল ২-১ গোলে জয়লাভ করেছে।

Indian Football Team Win: অবশেষে জয়ের স্বাদ পেল ভারতীয় ফুটবল দল। ২০২৫ কাফা নেশনস কাপের প্রথম ম্য়াচে ভারত খেলতে নেমেছিল। তাজিকিস্তানের বিরুদ্ধে এই ম্য়াচে নীল বাঘেদের দল ২-১ গোলে জয়লাভ করেছে।

author-image
IE Bangla Sports Desk
New Update
Indian Football Team (2)

তাজিকিস্তানকে ২-১ গোলে হারাল ভারতীয় ফুটবল দল

Indian Football Team: অবশেষে জয়ের স্বাদ পেল ভারতীয় ফুটবল দল। আর সেইসঙ্গে লেটার মার্কস পেয়ে উত্তীর্ণ হলেন টিম ইন্ডিয়ার হেড কোচ খালিদ জামিল। ২০২৫ কাফা নেশনস কাপের প্রথম ম্য়াচে ভারত খেলতে নেমেছিল। তাজিকিস্তানের বিরুদ্ধে এই ম্য়াচে নীল বাঘেদের দল ২-১ গোলে জয়লাভ করেছে। আগামী ১ সেপ্টেম্বর ইরানের বিরুদ্ধে খেলতে হবে ভারতকে। তবে তার আগে এই জয় যে টিম ইন্ডিয়ার আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দেবে, সেটা আর আলাদা করে বলার দরকার পড়ে না।

Advertisment

Indian Football Team: সত্য়িই নির্বাসিত হতে পারে ভারতীয় ফুটবল? জানুন আসল সত্যিটা

প্রথম গোল করলেন আনোয়ার আলি

এই ম্য়াচের প্রথমার্ধ থেকেই ভারতীয় ফুটবল দল আক্রমণের ঝাঁঝ বাড়াতে শুরু করে। খেলা শুরুর মাত্র ৫ মিনিটের মধ্যেই টিম ইন্ডিয়াকে লিড এনে দেন আনোয়ার আলি। লম্বা থ্রো করেছিলেন ভারতীয় ডিফেন্ডার মহম্মদ উভেইস। আর সেই সুযোগটাই কাজে লাগালেন আনোয়ার। নিখুঁত একটি হেড দিলেন তিনি। তাজিকিস্তান বলটা বিপদমুক্ত করতে চাইলেও শেষ পর্যন্ত আর আটকাতে পারেনি।

ব্যবধান বাড়ালেন সন্দেশ ঝিংগান

Advertisment

তাজিকিস্তান প্রথম গোলের ধাক্কা সামলাতে না সামলাতেই ২-০ গোলের লিড নেয় টিম ইন্ডিয়া। ১৩ মিনিটে ফের উল্লসিত হয়ে ওঠেন ভারতীয় সমর্থকরা। এবার ডানদিকের কর্নার থেকে বলটা বাড়িয়েছিলেন আনোয়ার। সেই বলে হেড দেন রাহুল ভেকে। তাজিকিস্তানের গোলকিপার মুহরিদ্দিন হাসানোভ সেই আক্রমণটা আটকে দিয়েছিলেন। প্রতিহত হয়ে আসা বলে ফের শট নেন সন্দেশ ঝিংগান। এবার আর তাঁর কাছে আটকানোর কোনও সুযোগ ছিল না। ভারতের ঝুলিতে দ্বিতীয় গোলটি জমা হয়।

Indian Football Coach: বার্সেলোনার প্রাক্তন ম্যানেজারও ফেল! ভারতের কোচ হচ্ছেন এক আই লিগ চ্যাম্পিয়ন?

একটা গোল শোধ করলেন সামিয়েভ

ম্য়াচের ২৩ মিনিটে তাজিকিস্তানের হয়ে ব্যবধান কমালেন তাজিক ফুটবলার শাহরোম সামিয়েভ। প্রথমে সুরেশ সিং ওয়াংঝামকে পরাস্ত করেন পাশানবে। এরপর তিনি বলটা বোবোয়েভের দিকে পাঠান। বোবোয়েভ বলটা বক্সের মধ্যে সামিয়েভকে কার্যত সাজিয়ে দিয়েছিলেন। তিনি বক্সের ভিতর সন্দেশ ঝিংগানকে পরাস্ত করেন। অবশেষে নিলেন শট। সেই শট গুরপ্রীত সিং সান্ধু আটকাতে পারেননি। ২৬ মিনিটে ফের আনোয়ার আলির কাছে ব্যবধান বাড়ানোর সুযোগ এসেছিল। কিন্তু, শেষবেলায় হাসানোভ বলটা ঠেলে বাইরে পাঠিয়ে দেন। যাইহোক, ম্য়াচের প্রথমার্ধে ভারত ২-১ ব্যবধানে এগিয়ে থেকে মাঠ ছাড়ে।

দ্বিতীয়ার্ধেও ভারতীয় ফুটবল দলের আক্রমণে সেই চেনা ঝাঁঝটা দেখতে পাওয়া যাচ্ছিল। ৫৫ মিনিটে টিম ইন্ডিয়ার কোচ খালিদ জামিল একসঙ্গে তিনটে পরিবর্তন করেন। মাঠ থেকে তুলে নেন সুরেশ সিং, জিকসন সিং এবং লালিয়ানজুয়ালা ছাংতেকে। বদলে খেলতে নামেন দানিশ ফারুখ, নিখিল প্রভু এবং নাওরেম মহেশ।

Indian Football FIFA Ranking: বাড়ল অপমানের জ্বালা, ফিফা ব়্যাঙ্কিংয়ে আরও অধঃপতন ভারতের

৭০ মিনিটে সোইরভের সঙ্গে বাজে ট্যাকলে জড়িয়ে পড়েন বিক্রম প্রতাপ সিং। সেকারণে রেফারি ভারতের বিপক্ষে পেনাল্টির নির্দেশ দেন। সোইরভ স্পট কিক করতে আসেন। কিন্তু, গুরপ্রীত (Gurpreet Singh Sandhu) অসাধারণ দক্ষতায় সেই শট বাঁচিয়ে দেন। এরপর খালিদ জামিল ভারতীয় ফুটবলারদের নির্দেশ দেন, তারা যেন ম্যাচের বাকি সময়টুকু নিজেদের মাথা ঠান্ডা রাখে।

Indian Football Team: মোহনবাগানকে করেছেন 'ভারতসেরা', এবার টিম ইন্ডিয়ার দায়িত্বে 'চাণক্য' হাবাস? জল্পনা তুঙ্গে

ম্যাচের ৭৬ মিনিটে ভারতীয় ফুটবলাররা পেনাল্টির আবেদন করলেও, রেফারি স্পষ্টতই তা নাকচ করে দেন। ৮৩ মিনিটে মারাত্মক চোট পান ইরফান ইয়াড়ওয়াড়। ভারতীয় ফুটবল দলের মেডিক্যাল টিম দৌড়ে আসেন মাঠে। ইরফানকে স্ট্রেচারে শুইয়ে মাঠ থেকে বের করে নিয়ে যাওয়া হয়।

যাইহোক, ততক্ষণে ম্য়াচের ভাগ্য নির্ধারিত হওয়ার তা হয়ে গিয়েছে। এই প্রসঙ্গে আপনাদের একটা ছোট পরিসংখ্যান দিয়ে রাখি। ২০০৮ সাল থেকে তাজিকিস্তানের বিরুদ্ধে ভারতীয় ফুটবল দলের জয় অধরা ছিল। ওই বছর এএফসি চ্যালেঞ্জ কাপে জয় পেয়েছিল টিম ইন্ডিয়া। সেই ম্য়াচে সুনীল ছেত্রী হ্য়াটট্রিক করেছিলেন। এই ম্য়াচের আগে ভারত মোটের উপর তাজিক ফুটবল দলের বিরুদ্ধে ৬ ম্য়াচের মধ্যে তিনটেয় হেরে গিয়েছিল। আর জিতেছিল মাত্র একটায়। অবশেষে সেই ইতিহাসের আরও একবার পুনরাবৃত্তি দেখতে পাওয়া গেল।

Gurpreet Singh Sandhu Anwar Ali indian football team