Indian Football Team: সত্য়িই নির্বাসিত হতে পারে ভারতীয় ফুটবল? জানুন আসল সত্যিটা

Indian Football: গত এক বছরে ভারতীয় ফুটবল যে অনেকটাই অন্ধকারে ডুবে গিয়েছে, সেটা আর আলাদা করে বলার দরকার নেই। এই পরিস্থিতিতে যদি নির্বাসনের খাঁড়া ভারতীয় ফুটবলের উপর নেমে আসে, তাহলে পরিস্থিতি আরও সংকটজনক হয়ে যাবে।

Indian Football: গত এক বছরে ভারতীয় ফুটবল যে অনেকটাই অন্ধকারে ডুবে গিয়েছে, সেটা আর আলাদা করে বলার দরকার নেই। এই পরিস্থিতিতে যদি নির্বাসনের খাঁড়া ভারতীয় ফুটবলের উপর নেমে আসে, তাহলে পরিস্থিতি আরও সংকটজনক হয়ে যাবে।

author-image
IE Bangla Sports Desk
New Update
Kalyan Chaubey

সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে

Indian Football: বেশ বড়সড় বিপাকে পড়েছে ভারতীয় ফুটবল ফেডারেশন (AIFF)। বিগত কয়েকমাস ধরে ভারতীয় ফুটবলে যে অচলাবস্থা চলছে, সেকথা কারোরই অজানা নয়। এবার এই অচলাবস্থা কাটাতে হস্তক্ষেপ করল আন্তর্জাতিক ফুটবল অ্যাসোসিয়েশন (FIFA) এবং এশিয়ান ফুটবল কনফেডারেশন (AFC)।  এবার ভারতীয় ফুটবল ফেডারেশনের হাতে সরাসরি চিঠি ধরাল ফিফা। সেখানে স্পষ্ট উল্লেখ করা হয়েছে, ফিফার সংবিধান মেনে আগামী ৩০ অক্টোবরের মধ্যে যাবতীয় প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। যদি নির্দিষ্ট সময়ের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন না হয়, সেক্ষেত্রে হয়ত সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে নির্বাসনের মুখে পড়তে হবে।

Advertisment

Indian Football Coach: বার্সেলোনার প্রাক্তন ম্যানেজারও ফেল! ভারতের কোচ হচ্ছেন এক আই লিগ চ্যাম্পিয়ন?

ফিফার পক্ষ থেকে ভারতীয় ফুটবল ফেডারেশনকে যে চিঠি পাঠানো হয়েছে, সেটাকে 'পত্রবোমা' বললেও খুব একটা অত্যুক্তি করা হবে না। কারণ এই চিঠির ছত্রে ছত্রে AIFF-কে কার্যত ভর্ৎসনা করেছেন ফিফা কর্তারা। এই চিঠিতে স্পষ্ট উল্লেখ করা হয়েছে, এআইএফএফ এখনও পর্যন্ত সংশোধিত সংবিধান তৈরি করতে পারেনি। এই ব্যর্থতার কারণে ফিফা যথেষ্ট উদ্বিগ্ন। এখন কী করণীয়? প্রথমত, ভারতের মহামান্য সুপ্রিম কোর্টের আদেশ অনুসারে সংশোধিত সংবিধান তৈরি করতে হবে। দ্বিতীয়ত, ফিফা ও এএফসি'র নিয়ম মেনে ভারতীয় ফুটবল ফেডারেশনকে সংশোধিত সংবিধান তৈরি করতে হবে। পাশাপাশি,  AIFF-এর আগামী সাধারণ সভায় এই সংবিধানকে অনুমোদিত করতে হবে।

Advertisment

Indian Football FIFA Ranking: বাড়ল অপমানের জ্বালা, ফিফা ব়্যাঙ্কিংয়ে আরও অধঃপতন ভারতের

সমস্যায় পড়তে পারেন কল্যাণ চৌবে

ফুটবল বিশেষজ্ঞদের একাংশের ধারণা, এই নির্বাচন হলে সমস্যায় পড়তে পারেন সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে। গত তিন বছর ধরে তিনি এই পদে রয়েছেন। এই পরিস্থিতিতে নির্বাচন হলে তিনি চার বছরের মেয়াদ পূর্ণ করতে পারবেন না। যদি সংবিধান তৈরি বা নির্বাচন একবছর পিছিয়ে যায়, তাহলে তিনি ভোটে লড়াই করতে পারবেন। অনেকেই মনে করেন, নির্বাচন নিয়ে এই টালবাহানার পিছনে কল্যাণ চৌবেরও পরোক্ষ মদত রয়েছে। যদিও এই ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কেউ কোনও মন্তব্য করেননি।

Indian Football Team: মোহনবাগানকে করেছেন 'ভারতসেরা', এবার টিম ইন্ডিয়ার দায়িত্বে 'চাণক্য' হাবাস? জল্পনা তুঙ্গে

যাইহোক, গত এক বছরে ভারতীয় ফুটবল যে অনেকটাই অন্ধকারে ডুবে গিয়েছে, সেটা আর আলাদা করে বলার দরকার নেই। এই পরিস্থিতিতে যদি নির্বাসনের খাঁড়া ভারতীয় ফুটবলের উপর নেমে আসে, তাহলে পরিস্থিতি আরও সংকটজনক হয়ে যাবে। আপাতত, ভারতীয় ফুটবল ফেডারেশন কীভাবে এই পরিস্থিতির মোকাবিলা করে, সেটাই দেখার।

AFC FIFA AIFF Indian Football