Footballer Passed Away: মর্মান্তিক! নতুন ক্লাবে যোগ দিয়েই সব শেষ, মায়ের চোখের সামনে মারা গেলেন তারকা ফুটবলার

Italian footballer Dies: ভাগ্যের কী নির্মম পরিহাস! জীবনের প্রথম ক্লাবে যোগ দিতে না দিতেই মারা গেলেন এক তরুণ ফুটবলার। তাও আবার মায়ের চোখের একেবারে সামনেই! জানা গিয়েছে, ওই ফুটবলারের নাম লুকা আলুইসি। বয়স মাত্র ৩০ বছর।

Italian footballer Dies: ভাগ্যের কী নির্মম পরিহাস! জীবনের প্রথম ক্লাবে যোগ দিতে না দিতেই মারা গেলেন এক তরুণ ফুটবলার। তাও আবার মায়ের চোখের একেবারে সামনেই! জানা গিয়েছে, ওই ফুটবলারের নাম লুকা আলুইসি। বয়স মাত্র ৩০ বছর।

author-image
IE Bangla Sports Desk
New Update
Footballer Death (1)

মারা গেলেন ইতালির তরুণ ফুটবলার লুকা আলুইসি, ছবিটি প্রতীকী

Footballer Death: ভাগ্যের কী নির্মম পরিহাস! জীবনের প্রথম ক্লাবে যোগ দিতে না দিতেই মারা গেলেন এক তরুণ ফুটবলার। তাও আবার মায়ের চোখের একেবারে সামনেই! জানা গিয়েছে, ওই ফুটবলারের নাম লুকা আলুইসি। বয়স মাত্র ৩০ বছর। ইটালির নন-লিগ ক্লাব এএসডি কাস্তেল'আজারায় যোগ দিয়েছিলেন তিনি। এই খবর প্রকাশ্যে আসতে না আসতেই গোটা ফুটবল বিশ্বে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

Advertisment

Footballer Death: খাবারের লাইনে দাঁড়ানোই কাল, গুলিতে ঝাঁঝরা তারকা ফুটবলার

দ্য সান পত্রিকায় প্রকাশিত একটি প্রতিবেদন অনুসারে, গত ২০ অগাস্ট এএসডি কাস্তেল'আজারা ক্লাবের হয়ে প্রথম অনুশীলন সেশনে যোগ দেওয়ার কথা ছিল লুকার। সম্প্রতি এই ক্লাবে সই করেছিলেন তিনি। কিন্তু, আচমকা ১৯ তারিখ তিনি শারীরিক অসুস্থতা অনুভব করেন। বাড়িতেই অজ্ঞান হয়ে যান। সেইসময় লুকার মা বাড়িতেই ছিলেন। তিনি তৎক্ষনাৎ অ্যাম্বুলেন্স ডাকেন এবং ছেলেকে নিয়ে সোজা হাসপাতালে যান। কিন্তু, চিকিৎসকরা তাঁকে শেষপর্যন্ত আর বাঁচাতে পারেননি।

Advertisment

ক্লাবের পক্ষ থেকে জারি করা হল শোকবার্তা

এই মর্মে এএসডি কাস্তেল'আজারা ক্লাবের পক্ষ থেকে একটি শোক বিবৃতি জারি করা হয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে, 'লুকা আলুইসির মৃত্যু সংবাদ শুনে আমরা স্তম্ভিত। আমরা সকলেই আপাতত গভীর শোকস্তব্ধ।' সঙ্গে আরও যোগ করা হয়েছে, '৩০ বছর বয়সি এই তরুণ ফুটবলার আমাদের ক্লাবে খেলার জন্য একেবারে প্রস্তুত ছিল। যথেষ্ট উৎসাহের সঙ্গে এই নয়া স্পোর্টস অ্যাডভেঞ্চার করতে ও ছিল একেবারে প্রস্তুত। লুকার পরিবারকে এই কঠিন সময়ে গভীর সমবেদনা জানানো হচ্ছে। ওর প্রিয়জনের প্রতি আমাদের শোকবার্তা রইল।'

Footballer Death: আচমকা হার্ট অ্যাটাকেই শেষ সবকিছু, না ফেরার দেশে কিংবদন্তী ফুটবলার

শেষকালে লেখা হয়েছে, 'লুকা, আপাতত বিদায়! তবে প্রত্যেকটা ট্রেনিং সেশনে, প্রত্যেকটা ম্য়াচে, প্রত্যেকবার গোল করার পর তোমার কথা খুব মনে পড়বে।'

Footballer Death News: মাত্র ২৮-য়েই থামল পথচলা, মৃত ফুটবলারের জন্য 'মানবিক সিদ্ধান্ত' নিল ক্লাব কর্তৃপক্ষ

মার্তা দলের প্রেসিডেন্ড মাসিমো নাতালি যোগ করেছেন, 'এটা অত্যন্ত হৃদয়বিদারক একটি খবর। একেবারে ছোটবেলা থেকে ও আমাদের সঙ্গে খেলছে। প্রত্যেকটা ম্য়াচে ওর প্যাশন এবং ডেডিকেশন ছিল দেখার মতো।' সঙ্গে তিনি আরও বললেন, 'ও যথেষ্ট সৎ ছিল। স্থানীয় কাজকর্মের সঙ্গেও জড়িত ছিল। ওর স্মৃতি চিরকাল আমাদের মধ্যে ধ্রুবতারার মতো উজ্জ্বল হয়ে থাকবে।'

Footballer Death: মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন তারকা ফুটবলার, আজও বুকফাটা আর্তনাদ শোনা যায় ভারতীয় সমর্থকদের

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, আলুইসির বাবা মার্কো একজন পুলিশকর্মী। স্থানীয় মেয়র এই ব্যাপারে বলেছেন, 'ওর বাবা-মায়ের দুঃখ লাঘব করার মতো ভাষা আমার কাছে নেই। মার্কোকে আমরা নীরব আলিঙ্গন করতে চাই। আশা করি, ঈশ্বর এই কঠিন সময়ে ওর পরিবারকে শক্ত হতে সাহায্য করবেন।'

Footballer Death