Big Boss 19: বিগ বসে আসছেন এই WWE সুপারস্টার! প্রতি সপ্তাহে কত টাকা পাবে জানেন?

Bigg Boss 19: আসন্ন বিগ বস অনুষ্ঠান নিয়ে ইতিমধ্যে উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। আগামী ২৪ অগাস্ট থেকে এই অনুষ্ঠানের নয়া মরশুম শুরু হতে চলেছে।

Bigg Boss 19: আসন্ন বিগ বস অনুষ্ঠান নিয়ে ইতিমধ্যে উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। আগামী ২৪ অগাস্ট থেকে এই অনুষ্ঠানের নয়া মরশুম শুরু হতে চলেছে।

author-image
Koushik Biswas
New Update
Big Boss

বিগ বসের সঞ্চালক সলমান খান

Salman Khan: আসন্ন বিগ বস (Bigg Boss) অনুষ্ঠান নিয়ে ইতিমধ্যে উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। আগামী ২৪ অগাস্ট থেকে এই অনুষ্ঠানের নয়া মরশুম শুরু হবে। তবে এই সিজন শুরু হওয়ার আগেই প্রফেশনাল রেসলিং প্রেমীদের জন্য একটি সুখবর রয়েছে। শোনা যাচ্ছে, এবারের বিগ বস অনুষ্ঠানে নাকি 'দ্য আন্ডারটেকার'  অংশগ্রহণ করতে পারেন। তবে গোটা বিষয়টা আপাতত প্রাথমিক আলোচনার পর্যায়ে রয়েছে। এখনও পর্যন্ত ব্যাপারটা চূড়ান্ত হয়নি। তবে আন্ডারটেকার (The Undertaker) যদি বিগ বস ১৯-য়ে অংশগ্রহণ করেন, তাহলে তাঁকে যথেষ্ট টাকা দেওয়া হবে। বিগ বস ইতিহাসে সর্বাধিক উপার্জনকারী প্রতিযোগী হিসেবে নাম লেখাতে পারেন।

Advertisment

Car Accident News: ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে WWE-র প্রাক্তন মালিক, চোখের নিমেষে শেষ সবকিছু!

বিগ বস ১৯-য়ে দেখা যাবে WWE সুপারস্টার আন্ডারটেকার?

টাইমস অফ ইন্ডিয়ার একটি প্রতিবেদন অনুসারে, আন্ডারটেকার এবং তাঁর টিম ইতিমধ্যে Big Boss ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা করছে। আগামী ২৪ অগাস্ট থেকে এই অনুষ্ঠান শুরু হলেও, আগামী নভেম্বর মাস নাগাদ আন্ডারটেকার এই অনুষ্ঠানয় যোগ দেবেন বলে শোনা যাচ্ছে। ওয়াইল্ড কার্ড এন্ট্রি হিসেবে তিনি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন বলে জানা গিয়েছে। বিগ বসের ঘরে তিনি ৭ থেকে ১০ দিন পর্যন্ত থাকতে পারেন। বিগ বসের ইতিহাসে সবথেকে জনপ্রিয় প্রতিযোগী হিসেবে তিনি নাম লেখাতে পারেন।

Advertisment

Hulk Hogan Death: হঠাৎ হার্ট অ্যাটাকে সব শেষ, কাঁদিয়ে চলে গেলেন কিংবদন্তি WWE তারকা

কত টাকা নিতে পারেন আন্ডারটেকার?

দ্য আন্ডারটেকার যদি Big Boss-য়ে আসেন, তাহলে WWE দুনিয়ার প্রথম রেসলার হিসেবে অবশ্য এই কৃতিত্ব কায়েম করবেন না। ইতিপূর্বে, ভারতীয় কিংবদন্তী 'দ্য গ্রেট খলি' এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছিলেন। প্রসঙ্গত, বিগ বসের চতুর্থ সিজনে গ্রেট খলি এসেছিলেন। সূত্রের খবর, তাঁকে প্রতি সপ্তাহে নাকি ৫০ লাখ টাকা করে দেওয়া হয়েছিল। এই শো'য়ের ইতিহাসে সবথেকে বেশি ফি নেওয়া প্রতিযোগীর তালিকায় তিনি একজন ছিলেন।

Wrestler Death: চোখের নিমেষে শেষ সবকিছু, ছটফট করতে করতে মৃত্যু WWE তারকার! শোকের ছায়া বিশ্বজুড়ে

তবে আন্ডারটেকার যদি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন, তাহলে প্রতি সপ্তাহে ৫০ লাখ টাকার অনেকটাই বেশি তিনি চার্জ করবেন। সেক্ষেত্রে আন্ডারটেকার যদি বিগ বসে আসেন, তাহলে গোটা ছবিটা একেবারেই রোমাঞ্চকর হয়ে উঠবে। কারণ একটাই, বিগ বসের চতুর্থ সিজনে দ্য গ্রেট খলি রানার্স আপ হয়েছিলেন। একমাত্র জনপ্রিয়তার কারণেই তিনি এতটা এগোতে পেরেছিলেন। এমনই সাপোর্ট আন্ডারটেকারও পেতে পারেন।

salman khan Bigg Boss The Undertaker