/indian-express-bangla/media/media_files/2025/05/11/mVZjYiZAZvWLVke3Tl0G.jpg)
ইস্টবেঙ্গল এফসিতে যোগ দিতে পারেন বিপিন সিং
East Bengal: ২০২৪-২৫ আইএসএল মরশুমে (ISL 2024-25) ইস্টবেঙ্গল ফুটবল দলের পারফরম্য়ান্স নিয়ে আর নতুন করে কিছু বলার নেই। নকআউট পর্ব তো দুরের কথা, পয়েন্ট তালিকায় ৯ নম্বরে তারা শেষ করেছে। এমনকী, কলিঙ্গ সুপার কাপেও প্রথম রাউন্ড থেকে বিদায় নিতে হয়েছে লাল-হলুদ ব্রিগেডকে। এই পরিস্থিতিতে তারা আগামী মরশুমে গোটা দল একেবারে ঢেলে সাজাতে চাইছে। আর সেকারণেই মুম্বই সিটি এফসি-র বিপিন সিংয়ের দিকে হাত বাড়িয়েছে ইস্টবেঙ্গল।
ইস্টবেঙ্গল এফসি-র পথে বিপিন সিং
বিপিন সিং। এই নামটা উঠলেই ২০২৩-২৪ মরশুমে ISL ফাইনালের ছবিটা ভেসে ওঠে। ম্য়াচের ৮২ মিনিটে জাকুবের পাস থেকে গোল করেন মুম্বই সিটি এফসি-র ফুটবলার বিপিন সিং। আর সেইসঙ্গে একরাশ হাহাকার আছড়ে পড়েছিল মেরিনার্সদের সাজানো বাগানে। সেই বিপিনকেই এবার সই করানোর পথে অনেকটা এগিয়ে গিয়েছে ইস্টবেঙ্গল এফসি। শোনা যাচ্ছে, কথাবার্তা নাকি প্রায় পাকা হয়ে গিয়েছে। কিন্তু প্রশ্নটা হল, বিপিনকে দলে নিয়ে আদৌ কোনও লাভ হবে ইস্টবেঙ্গলের? আসুন, এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করে নেওয়া যাক।
East Bengal FC: ভূস্বর্গে নারকীয় হত্যাকাণ্ড, জঘন্য ঘটনার প্রতিবাদে কী বলল ইস্টবেঙ্গল?
আগামী মরশুমে বেশ কয়েকটি পজিশনের জন্য নজরকাড়া ফুটবলার খুঁজছে লাল-হলুদ ব্রিগেড। এরমধ্যে চাহিদার তালিকায় শীর্ষে রয়েছে, একজন ভাল উইঙ্গার। আর সেকারণেই মুম্বই সিটি এফসি-র ফুটবলার বিপিন সিংয়ের সঙ্গে যোগাযোগ করেছে ইস্টবেঙ্গল। কারণ বিপিন যেমন নিজে গোল করতে পারেন, তেমনই অন্যদের গোল করার ক্ষেত্রে অ্যাসিস্টও করতে পারেন।
মুম্বইয়ের জার্সিতে বিপিন যে ইতিমধ্যেই নজর কেড়েছেন, সেটা আর আলাদা করে বলে দেওয়ার দরকার নেই। কিন্তু, গত মরশুমে এই পাহাড়ি উইঙ্গারকে একেবারেই চেনা ছন্দে দেখতে পাওয়া যায়নি। এই পরিস্থিতিতে ৩০ বছর বয়সি এই ফুটবলার অস্কার ব্রুজোঁর দলকে কতটা সাহায্য করতে পারেন, সেদিকে অবশ্যই সকলে তাকিয়ে থাকবেন।
সূত্রের খবর, বিপিন অবশ্য লাল-হলুদ কর্মকর্তাদের পছন্দের তালিকায় শীর্ষে ছিলেন না। তালিকায় প্রথম স্থানে ছিলেন ইরফান ইয়াদওয়াড়। এমনকী, তাঁর সঙ্গে প্রাথমিক পর্বে কথাবার্তাও বলা হয়েছিল। কিন্তু, শেষপর্যন্ত সেই আলোচনা ফলপ্রসূ হয়নি। আর সেকারণেই দ্বিতীয় বিকল্প হিসেবে বিপিনের সঙ্গে যোগাযোগ করেন কর্মকর্তারা।
যাইহোক, ইস্টবেঙ্গল সমর্থকরা এবার ফলাফল চান। টানা ব্যর্থতার কারণে মশালবাহিনীকে যেমন প্রবল সমালোচনার মুখে পড়তে হচ্ছে, ঠিক তেমনই মুখ পুড়ছে সমর্থকদেরও। বিপিন এই ধারাবাহিক ব্যর্থতা আদৌ ঘোচাতে পারে কি না, এখন সেটাই দেখার।