/indian-express-bangla/media/media_files/2025/08/16/bob-simpson-2025-08-16-13-38-48.jpg)
বব সিম্পসনের প্রয়াণে শোকস্তব্ধ ক্রিকেট বিশ্ব
Bob Simpson: অস্ট্রেলিয়া ক্রিকেট দলের (Australia Cricket Team) কিংবদন্তী অধিনায়ক এবং কোচ বব সিম্পসন শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বয়স হয়েছিল ৮৯ বছর। ক্রিকেট অস্ট্রেলিয়া খবরটি ইতিমধ্যেই নিশ্চিত করেছে। সিম্পসনের মৃত্যুর খবর প্রকাশ্যে আসতে না আসতেই গোটা ক্রিকেট বিশ্ব শোকে মুষড়ে পড়েছে। সোশ্যাল মিডিয়ায় বইতে শুরু করেছে সমবেদনার সুনামি।
উল্লেখ্য, অস্ট্রেলিয়া ক্রিকেটের অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব ছিলেন বব সিম্পসন। ১৯৫৭ থেকে ১৯৭৮ সালের মধ্যে তিনি অস্ট্রেলিয়ার হয়ে মোট ৬২ টেস্ট ম্য়াচ খেলেছেন। এরমধ্যে ৩৯ টেস্ট ম্য়াচে অধিনায়কত্ব করেছেন তিনি। ১৯৮৭ সালে অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী ক্রিকেট দলের কোচ ছিলেন তিনি।
Australian Cricketer Death: অস্ট্রেলিয়া ক্রিকেটে নক্ষত্র পতন, চিরনিদ্রার দেশে বিশ্বকাপজয়ী ক্রিকেটার
অস্ট্রেলিয়া ক্রিকেটকে নিয়ে গিয়েছিলেন সাফল্যের এভারেস্টে
নিউ সাউথ ওয়েলসের বব সিম্পসন ৪১ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন। এরপর অস্ট্রেলিয়া ক্রিকেট দলকে তিনি ফুল-টাইম কোচিং করাতে শুরু করেন। এটা অস্ট্রেলিয়া ক্রিকেট দলের এমন একটা কঠিন সময় ছিল, যখন এক একটা টেস্ট ম্য়াচ জেতার জন্য তাদের সর্বস্ব উজাড় করে দিতে হত। কিন্তু, সাফল্য তবুও আসত না।
সিম্পসন দায়িত্ব গ্রহণ করার পর থেকেই ছবিটা বদলাতে শুরু করে। আগের তুলনায় অস্ট্রেলিয়া ক্রিকেট দলের ভিত অনেকটাই শক্ত হয়। এরপর ১৯৮৭ সালে তাঁর কোচিংয়েই প্রথমবার ক্রিকেট বিশ্বকাপ জয় করেছিল অস্ট্রেলিয়া। এর পাশাপাশি সিম্পসনের পাঠশালায় অজিরা ৪ অ্যাশেজ সিরিজ এবং ১৯৯৫ সালে ফ্র্যাঙ্ক ওরেল ট্রফি জিতেছিল। আর সেইসঙ্গে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ১৭ বছর পর কোনও দ্বিপাক্ষিক সিরিজ জয় করেছিল ক্যাঙারুর দল।
Virat Kohli Record: সাধে বলে ঈশ্বর! শচীনের এই রেকর্ড আজও অধরা কিং কোহলির
সাফল্যের পাশাপাশি রয়েছে বিতর্কের অন্ধকারও
কেরি প্যাকারের ওয়ার্ল্ড সিরিজ ক্রিকেট যে এই খেলাকে আর্থিক আভিজাত্যে মুড়ে দিয়েছিল, সেকথা কারোর কাছেই অজানা নয়। তবে কেরি প্যাকারের আগে সিম্পসন ক্রিকেটারদের অর্থ উপার্জনের জন্য একটি বিকল্প পন্থা আবিষ্কার করেছিলেন। অস্ট্রেলিয়া ক্রিকেট দলের জন্য তিনি স্পনসর খুঁজে আনতেন। আর অজি ক্রিকেটারদের পাশাপাশি ক্যারিবিয়ান ক্রিকেটারদেরও তিনি শ্যাম্পু কিংবা সুগন্ধীর মতো প্রোডাক্টে এনডোর্স করাতেন। সিম্পসন তাঁর বই 'আ ক্যাপ্টেন্স স্টোরি'-তে এই ব্যাপারে বিস্তারিত উল্লেখ করেছেন।
তবে সিম্পসনের জীবনে সামান্য বিতর্কের আঁচও পড়েছিল। ওই বইতে তিনি 'চাকার্স' শব্দটা খুব বাজে অর্থে ব্যবহার করেছিলেন। এই একই কারণে তাঁর অজি সতীর্থ ইয়ান ম্যাকিফের কেরিয়ার কার্যত ধ্বংস হয়ে গিয়েছিল। সেকারণে সিম্পসনের বিরুদ্ধে মামলা করেছিলেন ম্য়াকিফ। ব্যাপারটা আদালত পর্যন্ত গড়িয়েছিল। পাঁচ বছর টানা এই ঝামেলা অব্যাহত থাকার পর সিম্পসন ক্ষমা চাইতে বাধ্য হয়েছিলেন। অবশেষে আদালতের বাইরেই ব্যাপারটা নিষ্পত্তি হয়ে যায়।