Indian Cricketer Passed Away: ভারতীয় ক্রিকেটে নক্ষত্র পতন, চিরনিদ্রার দেশে পাড়ি দিলেন তারকা অলরাউন্ডার

Nicholas Saldanha Death: নিকোলাস সালদানহা মহারাষ্ট্রের হয়ে ৫৭ প্রথম শ্রেণীর ম্য়াচে মোট ২,০৬৬ রান করেছিলেন। ইতিমধ্যে তাঁর সর্বাধিক স্কোর ছিল ১৪২ রান।

Nicholas Saldanha Death: নিকোলাস সালদানহা মহারাষ্ট্রের হয়ে ৫৭ প্রথম শ্রেণীর ম্য়াচে মোট ২,০৬৬ রান করেছিলেন। ইতিমধ্যে তাঁর সর্বাধিক স্কোর ছিল ১৪২ রান।

author-image
IE Bangla Sports Desk
New Update
Cricketer Death

ছবিটি প্রতীকী

Cricketer Death: শোকের ছায়া নেমে এসেছে ভারতীয় ক্রিকেটমহলে। শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন মহারাষ্ট্রের প্রাক্তন ক্রিকেটার নিকোলাস সালদানহা। বয়স হয়েছিল ৮৩ বছর। এই খবর প্রকাশ্যে আসতে না আসতেই ভারতীয় ক্রিকেট জগৎ শোকে মুষড়ে পড়েছে। টিম ইন্ডিয়ার হয়ে কখনও আন্তর্জাতিক ক্রিকেট (Indian Cricket Team) খেলার সুযোগ পাননি সালদানহা। কিন্তু, ঘরোয়া ক্রিকেটে তাঁর যথেষ্ট গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। বিশেষ করে প্রথম শ্রেণীর ক্রিকেটে মহারাষ্ট্রের হয়ে তিনি যা পারফরম্য়ান্স করেছেন, তা চিরস্মরণীয় হয়ে থাকবে।

Advertisment

Cricketer Death: চোখের নিমেষে শেষ সবকিছু, ছটফট করতে করতে মৃত্যু বাঙালি ক্রিকেটারের

ব্যাট হাতে নজর কেড়েছিলেন সালদানহা

নিকোলাস সালদানহা মহারাষ্ট্রের হয়ে ৫৭ প্রথম শ্রেণীর ম্য়াচে মোট ২,০৬৬ রান করেছিলেন। ইতিমধ্যে তাঁর সর্বাধিক স্কোর ছিল ১৪২ রান। এরমধ্যে একটি শতরান এবং একাধিক হাফসেঞ্চুরি রয়েছে। ৩০.৮৩ ব্যাটিং গড়ে রান করেছেন সালদানহা। ৯ বার অপরাজিত হয়ে মাঠও ছাড়েও। ফিল্ডিং করার সময় ৪২ ক্যাচ তালুবন্দি করেছেন।

Advertisment

Cricketer Death News: মারা গেলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন পেস বোলার, শোকের ছায়া বিশ্বজুড়ে

বোলিং ডিপার্টমেন্টেও পারফরম্য়ান্স ছিল প্রশংসনীয়

সালদানহা একজন বড়মাপের অলরাউন্ডার ছিলেন। সেকারণে ব্যাটিংয়ের পাশাপাশি তাঁর বোলিং পারফরম্য়ান্সও ছিল যথেষ্ট প্রশংসনীয়। গোটা কেরিয়ারে তিনি মোট ১৩৮ উইকেট শিকার করেন। তাঁর সর্বশ্রেষ্ঠ বোলিং পারফরম্য়ান্স হল ৪১ রানের বিনিময়ে ৬ উইকেট শিকার। পাশাপাশি ৬ বার তিনি এক ইনিংসে পাঁচ উইকেট শিকারের নজির কায়েম করেন।

Indian Cricketer Death: আচমকা হার্ট অ্যাটাক, চোখের নিমেষে শেষ সবকিছু! মারা গেলেন ভারতের তারকা ক্রিকেটার!

শ্রদ্ধাজ্ঞাপন করেছে এমসিএ

সালদানহার মৃত্যুতে মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে গভীর শোকজ্ঞাপন করা হয়েছে। একটি বিবৃতিতে বলা হয়েছে, রাজ্যের অন্যতম সফল ক্রিকেটার ছিলেন তিনি। অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আরও যোগ করা হয়েছে, সালদানহা একজন সমর্পিত, প্রতিভাশালী এবং অনুশাসিত ক্রিকেটার ছিলেন। রাজ্য ক্রিকেটের উন্নয়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিলেন।

Cricketer Death: ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজের মধ্যেই দুঃসংবাদ! সবাইকে কাঁদিয়ে চলে গেলেন তারকা ক্রিকেটার

নাসিকে জন্মগ্রহণ করেছিলেন নিকোলাস

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ১৯৪২ সালের ২৩ জুন মহারাষ্ট্রের নাসিকে জন্মগ্রহণ করেন নিকোলাস সালদানহা। গোটা ক্রিকেট কেরিয়ারে তিনি শুধুমাত্র মহারাষ্ট্রের হয়েই প্রতিনিধিত্ব করেন। লেগ ব্রেক গুগলির কারণে তাঁর যথেষ্ট নামডাক ছিল। বেশ কয়েকটি ম্যাচে তিনি একক দক্ষতায় জিতিয়েছিলেন। ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম্য়ান্সের পরও কেন যে তিনি আন্তর্জাতিক ক্রিকেটে সুযোগ পাননি, সেই উত্তর কেউ দিতে পারেননি।

Indian Cricket Team Cricketer Death