Borja Gomez: একের পর এক মৃত্যু সংবাদে গোটা ক্রীড়াবিশ্ব আপাতত শোকস্তব্ধ। লিভারপুলের ফুটবলার দিয়েগো জোতা এবং তাঁর ভাই আন্দ্রে সিলভার মৃত্যুর পর কয়েক ঘণ্টা কাটতে না কাটতেই, ফের বড়সড় ধাক্কা খেল ক্রীড়াজগৎ। মোটরস্পোর্ট (Motorbike Riding) দুনিয়ার উদীয়মান ২০ বছর বয়সি রেসার বোরহা গোমেজ একটি মারাত্মক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন।
সূত্রের খবর, ইউরোপিয়ান স্টক চ্যাম্পিয়নশিপ রেসে (Motorcycles) অংশগ্রহণ করেছিলেন গোমেজ। সেখানেই এই এই ভয়ঙ্কর দুর্ঘটনাটি ঘটেছে। স্পেনের স্যান জেভিয়ারে থাকতেন এই তরুণ রেসার। ফ্রান্সের ম্য়াগনি কোর্স সার্কিটে অংশগ্রহণ করেছিলেন তিনি। তৃতীয় রাউন্ড শুরু হওয়ার আগে বিশ্ব চ্যাম্পিয়নশিপ স্ট্যন্ডিংয়ে শীর্ষস্থানে ছিলেন তিনি। এমনকী, এস্টোরিলে আয়োজিত মরশুমের প্রথম দৌড়ে তিনি দ্বিতীয় স্থানও অর্জন করেছিলেন। জুন মাসের শুরুতেও তিনি জেরেজ সার্কিটে একটি জয় হাসিল করেছিলেন।
Diogo Jota Death: জোতা আর নেই বিশ্বাসই হচ্ছে না, সতীর্থের শোকে ভেঙে পড়লেন রোনাল্ডো, কী বললেন CR7?
জানা গিয়েছে, অনুশীলন চলাকালীন গোমেজের সঙ্গে এই দুর্ঘটনাটি ঘটেছিল। গোমেজ নাকি একাই ট্র্যাকের বাইরে চলে গিয়েছিলেন। ঠিক সেইসময় পিছন থেকে অপর একটি মোটরবাইক ধাক্কা মারে। এই মারাত্মক দুর্ঘটনার সত্যতা স্বীকার করেছে টিম হোন্ডা লেগ্লিস। হোন্ডা লেগ্লিসের পক্ষ থেকে একটি বিবৃতি জারি করে বলা হয়েছে, 'অত্যন্ত শোকার্ত হৃদয়ে আমরা একথা ঘোষণা করতে বাধ্য হচ্ছি, ইউরোপিয়ান স্টক চ্যাম্পিয়নশিপের আগে আয়োজিত ফ্রি প্র্যাকটিস সেশনে একটি মারাত্মক দুর্ঘটনা ঘটেছে। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বোরহা গোমেজ। ম্যাগনি কোর্স ট্র্যাকে মারা গিয়েছেন। একজন পাইলট হিসেবে বোরহা যথেষ্ট প্রতিভাবান ছিলেন। উনি চিরস্মরণীয় হয়ে থাকবেন।'
Diogo Jota Death Controversy: বিমান ছেড়ে কেন ফিরছিলেন গাড়ি চালিয়ে? জোতার মৃত্যুতে উঠে এল চাঞ্চল্যকর তথ্য
একনজরে বোরহা গোমেজের কেরিয়ার
Moto2 প্রতিযোগিতায় প্রাক্তন চ্যাম্পিয়ন বোরহা গোমেজ গতির কারণে যথেষ্ট জনপ্রিয় ছিলেন। স্পেনে আয়োজিত সুপারমোটো রেসিংয়ের হাত ধরে তাঁর কেরিয়ার শুরু হয়। এরপর ২০১৯ সালে কাওয়াসাকি কাপে চলে যান তিনি। ২০২১ সালে স্প্যানিশ সুপারবাইক চ্যাম্পিয়নশিপে তিনি দ্বিতীয় স্থান অর্জন করেন।
Footballer Tragic Death: বোমার আঘাতে ছিন্নভিন্ন গোটা শরীর, সকলকে কাঁদিয়ে মারা গেলেন তারকা ফুটবলার
এই জয়ের এক বছর পর কার্ডোজো দলের সঙ্গে তিনি ফের রানার্স আপ হল। ২০২৩ সালে ফ্যান্টিক রেসিং দলের সঙ্গে তিনি Moto2 প্রতিযোগিতায় নাম লেখান। ১৩ গ্রাঁ প্রিঁ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন তিনি। অবশেষে FIM ইউরোপিয়ান স্টক চ্যাম্পিয়নশিপ রেসে অংশগ্রহণ করেছিলেন। এখানেও দুর্দান্ত পারফরম্য়ান্স করছিলেন তিনি।