Diogo Jota Death: জোতা আর নেই বিশ্বাসই হচ্ছে না, সতীর্থের শোকে ভেঙে পড়লেন রোনাল্ডো, কী বললেন CR7?

Cristiano Ronaldo tribute to Diogo Jota: বৃহস্পতিবার প্রয়াত লিভারপুল তারকাকে হৃদয়ছোঁয়া শ্রদ্ধা জানিয়েছেন সিআর সেভেন। স্পেনে ছুটি কাটাতে গিয়ে ভাই আন্দ্রে সিলভার সঙ্গে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় জোতার মৃত্যু হয়। 

Cristiano Ronaldo tribute to Diogo Jota: বৃহস্পতিবার প্রয়াত লিভারপুল তারকাকে হৃদয়ছোঁয়া শ্রদ্ধা জানিয়েছেন সিআর সেভেন। স্পেনে ছুটি কাটাতে গিয়ে ভাই আন্দ্রে সিলভার সঙ্গে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় জোতার মৃত্যু হয়। 

author-image
IE Bangla Sports Desk
New Update
Ronaldo mourns Diogo Jota Death: দিয়োগো জোতার অকালমৃত্যুতে শোকে পাথর ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

Ronaldo mourns Diogo Jota Death: দিয়োগো জোতার অকালমৃত্যুতে শোকে পাথর ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

Cristiano Ronaldo heartfelt tribute to Diogo Jota: পর্তুগালের অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) তাঁর জাতীয় দলের (Portugal Football Team) সতীর্থ দিয়োগো জোতার (Diogo Jota) মৃত্যুতে ভেঙে পড়েছেন। বৃহস্পতিবার প্রয়াত লিভারপুল (Liverpool FC) তারকাকে হৃদয়ছোঁয়া শ্রদ্ধা জানিয়েছেন সিআর সেভেন (CR7)। স্পেনে ছুটি কাটাতে গিয়ে ভাই আন্দ্রে সিলভার সঙ্গে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় জোতার মৃত্যু হয় (Diogo Jota Death)। 

Advertisment

জামোরা প্রাদেশিক কাউন্সিল এক বিবৃতিতে জানিয়েছে, “এ-৫২ (পালাসিওস দে সানাব্রিয়া) হাইওয়েতে দুই যুবকের মৃত্যু হয়েছে। উত্তর জোনের রিওনেগ্রো দেল পুয়ান্তে ফায়ার স্টেশন দুর্ঘটনাস্থলে পৌঁছেছিল। গাড়িতে আগুন ধরে যায় এবং তা পাশের গাছপালায় ছড়িয়ে পড়ে। মৃত দুই যুবকের বয়স ছিল ২৮ এবং ২৬ বছর। R.I.P!”

আরও পড়ুন অল্প বয়সেই শেষ জীবন, ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এই ফুটবল তারকারা

লিভারপুল ফরোয়ার্ড জোতা রোনাল্ডোর নেতৃত্বে উয়েফা নেশনস লিগ (UEFA Nations League 2025) জয়ী পর্তুগাল দলের গুরুত্বপূর্ণ অংশ ছিলেন এবং ফাইনালেও স্পেনের বিরুদ্ধে খেলেছিলেন। সেই ম্যাচে ৪০ বছর বয়সি রোনাল্ডো গোল করেন এবং নির্ধারিত সময়ের শেষের আগে চোট পেয়ে মাঠ ছাড়েন। অতিরিক্ত সময়ের শেষ ১৫ মিনিটে জোতা পরিবর্ত খেলোয়াড় হিসেবে মাঠে নামেন। শেষ পর্যন্ত পর্তুগাল পেনাল্টিতে ৫-৩ গোলে নেশনস লিগ শিরোপা জেতে।

Advertisment

আরও পড়ুন চাকা ফেটে ছিটকে গেল গাড়ি, মুহূর্তে জ্বলে পুড়ে খাক, ঝলসে গেলেন ফুটবল তারকা

২ সপ্তাহ আগে পোর্তোতে দীর্ঘদিনের প্রেমিকা রুতে কারদোসোর সঙ্গে বিয়ে করেছিলেন জোতা। তিনি স্ত্রী ও তিন সন্তানকে রেখে তারার দেশে পাড়ি দিলেন।

রোনাল্ডো লিখেছেন, “এটা বিশ্বাসই হচ্ছে না। কিছুদিন আগেই আমরা জাতীয় দলের সঙ্গে ছিলাম, কিছুদিন আগেই তুমি বিয়ে করলে। তোমার পরিবার, স্ত্রী আর সন্তানদের প্রতি আমার সমবেদনা রইল। তাঁদের যেন অসীম শক্তি দেয় ঈশ্বর। আমি জানি, তুমি তাঁদের সঙ্গেই থাকবে। শান্তিতে ঘুমাও, দিয়োগো আর আন্দ্রে। আমরা সবাই তোমাকে খুব মিস করব।”

২০১৯ সালে অভিষেকের পর জাতীয় দলের হয়ে ৪৯টি ম্যাচ খেলেছেন জোতা। ২০২০ সালে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স থেকে লিভারপুলে যোগ দেন তিনি। লিভারপুলের হয়ে ১৮২টি ম্যাচে ৬৫টি গোল ও ২৬টি অ্যাসিস্ট করেন। ক্লাবকে দুবার প্রিমিয়ার লিগ শিরোপা জেতাতে সাহায্য করেন, যার মধ্যে সদ্য সমাপ্ত ২০২৪-২৫ মরশুমও রয়েছে।

আরও পড়ুন মৃত্যুর খবর আগেই জানতেন দিয়েগো জোতা? শেষ পোস্ট ঘিরে বাড়ছে রহস্য

লিভারপুল ফুটবল ক্লাব এক বিবৃতিতে বলেছে, “দিয়োগো জোতার মর্মান্তিক মৃত্যুতে আমরা শোকাহত। স্পেনে এক সড়ক দুর্ঘটনায় ২৮ বছর বয়সি জোতা ও তাঁর ভাই আন্দ্রে সিলভা প্রাণ হারিয়েছেন। লিভারপুল ফুটবল ক্লাব এই বিষয়ে আর কোনও মন্তব্য করবে না এবং জোতা ও আন্দ্রের পরিবার, বন্ধু, সতীর্থ আর ক্লাব স্টাফদের গোপনীয়তা রক্ষার অনুরোধ জানায়, যেন তাঁরা এই অপূরণীয় ক্ষতির সঙ্গে মানিয়ে নিতে পারেন। ক্লাব তাঁদের পূর্ণ সমর্থন দিয়ে যাবে।”

আরও পড়ুন ভয়াবহ দুর্ঘটনায় নিহত লিভারপুল তারকা দিয়োগো জোটা, ১০ দিন আগেই বিয়ে করেন রোনাল্ডোর সতীর্থ

পর্তুগিজ ফুটবল ফেডারেশনও জানিয়েছে, ইউরোপীয় মহিলা চ্যাম্পিয়নশিপে বৃহস্পতিবার স্পেনের বিরুদ্ধে জাতীয় দলের ম্যাচের আগে উয়েফার কাছে এক মিনিট নীরবতা পালনের অনুরোধ করা হয়েছে।

Cristiano Ronaldo Portugal Football Team Diogo Jota Diogo Jota Death