Brazil Football Team: ব্রাজিলের ২০০২ সালের বিশ্বকাপজয়ী ফুটবলার লুসিও মারাত্মক দুর্ঘটনার কবলে পড়েছেন। বিধ্বংসী আগুনে তাঁর শরীরের অনেকটা অংশ পুড়ে গিয়েছে। ইতিমধ্যে লুসিওকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অবস্থা যথেষ্ট সংকটজনক। জানা গিয়েছে, শুক্রবার বাড়িতে থাকাকালীন এই দুর্ঘটনার কবলে পড়েছেন তিনি। ব্রাসিলিয়ার একটি হাসপাতালে ICU-তে তাঁর চিকিৎসা চলছে।
জেনে নিন লেটেস্ট হেলথ আপডেট
সোমবার হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে, 'আগের থেকে লুসিওর শারীরিক অবস্থা কিছুটা হলেও স্থিতিশীল হয়েছে। জ্ঞান ফিরেছে। একটি মেডিক্যাল টিম তাঁকে সারাক্ষণ পর্যবেক্ষণে রেখেছে। পুড়ে যাওয়া অংশের জন্য স্পেশাল মেডিক্যাল ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে।' তবে চোট কতটা গুরুতর, সেই ব্যাপারে এখনও পর্যন্ত বিশদে কিছু জানানো হয়নি।
Top 5 Records by Lionel Messi: এই জন্যই তিনি ফুটবল দুনিয়ার G.O.A.T, মেসির এই ৫ রেকর্ড ভাঙা প্রায় অসম্ভব!
পাশাপাশি লুসিওর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি বিবৃতি শেয়ার করা হয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে, ব্রায়ার্ন মিউনিখ এবং ইন্টার মিলানের প্রাক্তন তারকা ফুটবলার আপাতত যথেষ্ট স্থিতিশীল অবস্থায় রয়েছেন। তাঁর জ্ঞান রয়েছে। সবথেকে বড় কথা, পর্যাপ্ত চিকিৎসা পরিষেবা তাঁকে দেওয়া হচ্ছে। আপনাদের মনে করিয়ে দিই, ২০১০ সালে জোসে মোরিনহোর যে বিখ্যাত দল চ্যাম্পিয়ন্স লিগ জয় করেছিল, সেই দলেরই সদস্য ছিলেন এই লুসিও।
FIFA World Cup 2018, Brazil Vs Belgium: ব্রাজিল ফিরছে দেশ, বাঙালির বিশ্বকাপ কার্যত শেষ
ওই বিবৃতিতে বলা হয়েছে, 'বিশেষ যত্নের সঙ্গে লুসিওর যাবতীয় চোট সারিয়ে তোলা হচ্ছে। অন্যদিকে, চিকিৎসায় খুব ভাল সাড়া দিচ্ছেন এই ফুটবলার। এই কঠিন সময়ে গোটা বিশ্বের ফুটবল সমর্থকরা যে প্রার্থনা করছেন, সেকারণে আমরা চিরকৃতজ্ঞ থাকব। আমাদের পরিবারের গোপনীয়তা বজায় রাখার জন্য আন্তরিক ধন্যবাদ। লুসিও সংক্রান্ত যাবতীয় খবর আমরা অফিশিয়াল চ্য়ানেলে শেয়ার করে দেব। ঈশ্বরের উপর আস্থা রাখুন। আশা করছি, খুব তাড়াতাড়ি সবকিছু ঠিকঠাক হয়ে যাবে।'
Brazil Football Coach: ব্রাজিল কোচ হতেই কোটি-কোটি টাকা! আনসেলোত্তির ১ মাসের মাইনে কত জানেন?
ব্রাজিল ফুটবল দলে রক্ষণের অন্যতম শক্তিশালী স্তম্ভ ছিলেন লুসিও। ব্রাজিলের হয়ে তিনি শতাধিক ম্য়াচ খেলেছেন। জাপানের ইয়োকোহামায় আয়োজিত ২০০২ ফিফা বিশ্বকাপে (FIFA World Cup) ব্রাজিলকে জেতাতে তিনি অগ্রণী ভূমিকা গ্রহণ করেন।
Brazil Football Team: নীল-সাদা হয়ে গেল হলদে-সবুজ? কেন বদলে গেল ব্রাজিলের জার্সির রং? জানলে চমকে যাবেন
ইন্ডিয়ান সুপার লিগে ৪৭ বছর বয়সি এই ফুটবলার এফসি গোয়ার হয়েও খেলেছিলেন। জিকোর কোচিংয়ে ২০১৫ আইএসএল মরশুমে লুসিওর দল ফাইনালেও উঠেছিল।