East Bengal FC News: দুর্দান্ত জয় দিয়ে কলকাতা ফুটবল লিগ (CFL) অভিযান শুরু করেছে ইস্টবেঙ্গল (East Bengal)। লিগের প্রিমিয়ার ডিভিশনে গত মরশুমের অপরাজেয় দল প্রথম ম্যাচেই ৭ গোল দিয়েছে। কিন্তু দ্বিতীয় ম্যাচের আগেই ধাক্কা খেল লাল-হলুদের বিজয়রথ। চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব মোহনবাগানের (Mohun Bagan Super Giant) জন্য এবার ভুগতে হচ্ছে ইস্টবেঙ্গলকে (East Bengal FC)। তাদের দ্বিতীয় ম্যাচ পিছিয়ে গেছে। যে কারণে একইসঙ্গে হতাশ এবং বেজায় ক্ষুব্ধ লাল-হলুদ সমর্থকরা।
আগামী বৃহস্পতিবার ছিল ইস্টবেঙ্গলের দ্বিতীয় ম্যাচ। প্রথম ম্যাচে মেসারার্স ক্লাবের বিরুদ্ধে বিরাট ব্যবধানে জিতে রীতিমতো টগবগ করে ফুটছিল লাল-হলুদের রিজার্ভ টিম। গত মরশুমেও দারুণ ফর্মে ছিল বিনো জর্জের ছাত্ররা। বৃহস্পতিবার সুরুচি সংঘের সঙ্গে ম্যাচ ছিল ইস্টবেঙ্গলের। নৈহাটি স্টেডিয়ামে ম্যাচ হওয়ার কথা ছিল তাদের। কিন্তু সেই দিনই আবার নৈহাটি স্টেডিয়ামে নামছে চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান সুপার জায়ান্ট। তাদের ম্যাচ কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে।
আরও পড়ুন বদলে যাচ্ছে ইস্টবেঙ্গল দলের ফুটবল কোচ? দায়িত্ব নিচ্ছেন স্প্যানিশ তারকা
জানা গিয়েছে, একইদিন দুই বড় ক্লাবের ম্যাচ আয়োজন নৈহাটি স্টেডিয়ামে সম্ভব নয়। এই আশঙ্কা আগেই ছিল। আইএফএ মোহনবাগানের (Mohun Bagan) ম্যাচের জন্য ইস্টবেঙ্গলের পিছিয়ে দিয়েছে শুক্রবার। ওইদিন নৈহাটির বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে সুরুচির বিরুদ্ধে বিকেল পাঁচটা থেকে হবে ইস্টবেঙ্গলের ম্যাচ। আইএফএ সূত্রের খবর, পরিকাঠামোগত কারণেই ম্যাচ পিছিয়ে দেওয়া হয়েছে। কিন্তু মোহনবাগানের ম্যাচের জন্য কেন ইস্টবেঙ্গলের ম্যাচ পিছোবে তা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।
আইএফএ-র সিদ্ধান্তে ব্যাপক ক্ষুব্ধ ইস্টবেঙ্গল কর্তা থেকে সমর্থকরা। ইস্টবেঙ্গলের বক্তব্য, সূচি আগে থেকেই ঠিক করেছে আইএফএ। যখন একইদিনে মোহনবাগানের ম্যাচ রয়েছে তাহলে কেন নৈহাটির বদলে অন্য স্টেডিয়ামে করা যাচ্ছে না? মোহনবাগানের ম্যাচ অন্যত্র সরানো যেত, বা ইস্টবেঙ্গলের, কিন্তু দুই প্রধানের ম্যাচ একইদিনে কেন করানো যাচ্ছে না তা নিয়ে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে লাল-হলুদ সমর্থকদের।
আরও পড়ুন বাঘের মতো ফিরবে ইস্টবেঙ্গল, মরোক্কান 'গোলমেশিন' আসছে লাল-হলুদে
মাঠ নিয়ে সমস্যায় মোহনবাগান-ইস্টবেঙ্গল
এদিকে, কলকাতা লিগে ম্যাচ পিছোনোর বিতর্কের মধ্যেই মাঠ নিয়ে সমস্যায় দুই প্রধান। প্র্যাকটিস মাঠ পাল্টাতে হচ্ছে দুই ক্লাবকেই। এতদিন যুবভারতীর প্র্যাকটিস গ্রাউন্ডে অনুশীলন করছিল মোহনবাগান এবং ইস্টবেঙ্গল। কিন্তু আজ, বুধবার থেকে দুই দলই রাজারহাটের সেন্টার অফ এক্সেলেন্সে প্র্যাকটিস করবে। সেখানেও সময় নিয়ে সংঘাত বাধল দুই দলের। সকাল ৯টা থেকে ইস্টবেঙ্গল প্র্যাকটিস করবে এবং বিকেল সাড়ে ৪টে থেকে করবে মোহনবাগান।
আরও পড়ুন ISL নিয়ে বড় খবর, চরম হতাশ মোহনবাগান-ইস্টবেঙ্গল সমর্থকরা
জানা গিয়েছে, ডুরান্ড কাপের (Durand Cup) জন্য যুবভারতীর প্র্যাকটিস গ্রাউন্ড সারানোর কাজ চলছে। যদিও টুর্নামেন্টের ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা থাকলেও ডুরান্ড কমিটি মাঠগুলো তৈরি রাখতে চায়। কলকাতা লিগ শুরু হওয়ার আগে হাওড়া স্টেডিয়ামে প্র্যাকটিস করত ইস্টবেঙ্গল। কিন্তু সেখানেও সংস্কারের কাজ শুরু হয়েছে। একমাত্র খালি ছিল রাজারহাটে ফেডারেশনের মাঠ। তবে সেখানে অন্য সমস্যা। রাজারহাটে ঘাসের মাঠেও সংস্কারের কাজ চলছে। তাই অ্যাস্ট্রো টার্ফের মাঠে প্র্যাকটিস করতে বাধ্য হয়েছে দুই প্রধান।