East Bengal Football Coach: বদলে যাচ্ছে ইস্টবেঙ্গল দলের ফুটবল কোচ? দায়িত্ব নিচ্ছেন স্প্যানিশ তারকা

East Bengal FC 2025: নয়া মরশুমে সাফল্যের মুখ দেখতে মরিয়া ইস্টবেঙ্গল এফসি। আর সেকারণেই তারা দলে নয়া বিদেশি সহকারি কোচ নিয়োগ করেছে বলে জানা গিয়েছে।

East Bengal FC 2025: নয়া মরশুমে সাফল্যের মুখ দেখতে মরিয়া ইস্টবেঙ্গল এফসি। আর সেকারণেই তারা দলে নয়া বিদেশি সহকারি কোচ নিয়োগ করেছে বলে জানা গিয়েছে।

author-image
Koushik Biswas
New Update
East Bengal FC Fans

উচ্ছ্বসিত লাল-হলুদ সমর্থকরা

East Bengal FC 2025: ইন্ডিয়ান সুপার লিগে (ISL 2025-26) এখনও পর্যন্ত ইস্টবেঙ্গল এফসি সাফল্যের মুখ দেখতে পায়নি। ২০২০ সালে তারা আইএসএল দুনিয়ায় পা রেখেছিল। এখনও পর্যন্ত ট্রফি জয় তো অনেক দুরের কথা, সুপার সিক্সেও তারা নাম লেখাতে পারেনি। দলের এই পারফরম্য়ান্সে লাল-হলুদ সমর্থকরাও যারপরনাই হতাশ। এই পরিস্থিতিতে মশালবাহিনীর সামনে আপাতত সাফল্য ছাড়া আর কোনও রাস্তাই কার্যত খোলা নেই। সেই লক্ষ্যেই শুরু হয়েছে দলগঠনের কাজও। তবে শুধুমাত্র ফুটবলার বদলই নয়, দলের কোচিং স্টাফেও আনা হচ্ছে আমূল পরিবর্তন।

Advertisment

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, গত মরশুমে ইস্টবেঙ্গল এফসি-র সহকারি কোচের ভূমিকায় ছিলেন বিনো জর্জ। ২০২৪-২৫ আইএসএল টুর্নামেন্টে প্রথম তিনটে ম্য়াচে হারের পর কার্লেস কুয়াদ্রাত দায়িত্ব ছেড়ে কার্যত পালিয়ে গিয়েছিলেন। সকলেই ভেবেছিলেন, কোচ ছাড়া ইস্টবেঙ্গল হয়ত একেবাারে তাসের ঘরের মতো ভেঙে পড়বে। এমনই একটি কঠিন সময়ে দলের দায়িত্ব তুলে দেওয়া হয়েছিল সহকারি কোচ বিনো জর্জের হাতে। যদিও প্রথম ৬ ম্য়াচে লাল-হলুদ ব্রিগেডের জয় অধরাই ছিল। মহমেডানের বিরুদ্ধে গোলশূন্য ড্র করার পর অবশেষে নর্থ-ইস্টইউনাইটেড এফসি-র বিরুদ্ধে জয়লাভ করেছিল ইস্টবেঙ্গল।

তবে আসন্ন মরশুমের কথা মাথায় রেখে ইস্টবেঙ্গল দলে এক নতুন সহকারি কোচ নিয়োগ করা হয়েছে। নাম আদ্রিয়ান রুবিও মার্তিনেজ। ক্লাব সূত্রের খবর, অস্কারের (Oscar Bruzon) পরামর্শেই নাকি আদ্রিয়ানকে লাল-হলুদ ব্রিগেডে সই করানো হয়েছে। যদিও আনুষ্ঠানিকভাবে এখনও পর্যন্ত এই ব্যাপারে ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। এই পরিস্থিতিতে সমর্থকদের একাংশ প্রশ্ন তুলতে শুরু করেছেন, তাহলে কি সহকারি কোচের পদ থেকে বিনো জর্জকে সরিয়ে দেওয়া হচ্ছে? বদলে যাচ্ছে ইস্টবেঙ্গল ফুটবল দলের সহকারি কোচ? ব্যাপারটা একেবারেই তেমন নয়। বিনো তাঁর দায়িত্বে বহাল তবিয়তেই থাকবেন।

East Bengal New Footballer: মোহনবাগানের মুখের গ্রাস কাড়ল ইস্টবেঙ্গল, মেসির দেশের ফুটবলার এবার লাল-হলুদে

Advertisment

একনজরে ইস্টবেঙ্গল এফসি-র বর্তমান টেকনিক্যাল স্টাফ (উইকিপিডিয়ার তথ্য অনুসারে)

  • হেড অফ ফুটবল অপারেশন : থাংবোই সিংটো
  • হেড কোচ : অস্কার ব্রুজোঁ
  • অ্যাসিস্ট্যান্ট কোচ : আদ্রিয়ান রুবিও মার্তিনেজ
  • অ্যাসিস্ট্যান্ট কোচ : বিনো জর্জ
  • গোলকিপিং কোচ : সন্দীপ নন্দী  (Sandip Nandy)
  • ফিটনেস কোচ : হাভিয়ের স্যাঞ্চেজ়
  • ফিজিওথেরাপিস্ট :
  • টিম ম্য়ানেজার : প্রীতম কুমার সাহা
  • পারফরম্য়ান্স এবং ভিডিও অ্যানালিস্ট : আরোমাল বিজয়ন
  • টিম ডক্টর : মুস্তাফা পুনাওয়ালা
  • ম্যাসেওর : রাজেশ বসাক

East Bengal Transfer update: বাঘের মতো ফিরবে ইস্টবেঙ্গল, মরোক্কান 'গোলমেশিন' আসছে লাল-হলুদে

দলের নয়া সহকারি কোচ আদ্রিয়ান রুবিও মার্তিনেজের কেরিয়ার সম্পর্কে একটু আলোচনা করা যাক। ১৯৮০ সালের ২১ ডিসেম্বর জন্মগ্রহণ করেন আদ্রিয়ান। ট্রান্সফার মার্কেট থেকে পাওয়া খবর অনুসারে, এই স্প্যানিশ কোচের কাছে উয়েফা প্রো লাইসেন্স রয়েছে। ইতিপূর্বে তিনি সিডি লুগো এবং পনফেরাদিনা নামের দুটো ক্লাবে কোচিং করিয়েছেন। এবার ইস্টবেঙ্গল ফুটবল ক্লাবে তিনি ভাগ্যের চাকা ঘোরাতে পারেন কি না, সেটাই আপাতত দেখার।

East Bengal FC Oscar Bruzon ISL 2025-26 Sandip Nandy