CFL 2025-26: আরও একবার রেফারির বিতর্কিত সিদ্ধান্তের কোপে পড়ল ২০২৫-২৬ কলকাতা ফুটবল লিগ। শনিবার (১৯ জুলাই) নৈহাটি স্টেডিয়ামে পাঠচক্র বনাম সুরুচি সংঘ ম্য়াচের আয়োজন করা হয়েছিল। এই ম্য়াচে একেবারে শেষ মুহূর্তের (৯০+৬ মিনিট) গোলে জয়লাভ করে সুরুচি। যদিও পেনাল্টি কিক থেকে দলের হয়ে জয়সূচক গোলটি করেছেন ফৈয়জ খান। তবে এই ম্য়াচের শেষে পাঠচক্র কর্তারা ক্ষোভে ফেটে পড়েন। অভিযোগ, রেফারির এই সিদ্ধান্ত সত্যিই হাস্যকর। আসুন, গোটা বিষয়টা সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।
রেফারি ভুল করেছে, ক্ষুব্ধ নবাব ভট্টাচার্য্য
এই ম্য়াচে রেফারিংয়ের দায়িত্বে ছিলেন তনুময় সরকার। পাঠচক্র কর্তাদের অভিযোগ তিনি কার্যত ইচ্ছাকৃতভাবে সুরুচি সংঘের হয়ে পেনাল্টির সিদ্ধান্ত দিয়েছেন। ম্য়াচের শেষে বিয়ন্ড স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে নবাব ভট্টাচার্য বললেন, 'ম্যাচের পর আমি বেশ কয়েকবার পেনাল্টির সিদ্ধান্তটা ঘুরিয়ে ফিরিয়ে দেখেছি। দেখার পর একটাই কথা মনে হয়েছে, রেফারি ভুল করেছে। সমস্যা হল, যে দল ক্ষমতাশালী সেই দলের পক্ষেই রেফারি ভুল সিদ্ধান্ত নিচ্ছে।' সঙ্গে তিনি আরও যোগ করেছেন, 'রেফারিও মানুষ। উনিও ভুল করতে পারেন। এটা আমি সবসময়ই স্বীকার করি। যেহেতু আমি IFA-র সঙ্গে যুক্ত, সেকারণে এর থেকে বেশি আমি বলতে পারব না।'
Pathachakra Footballer: ধরাকাছা পরেই মাঠে, ইস্টবেঙ্গলকে হারিয়ে পাঠচক্রের নায়ক সদ্য মা হারানো অর্ণব
তবে এখানেই তিনি থেমে থাকেননি। রেফারিং নিয়ে যাবতীয় ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। নবাব ভট্টাচার্য বললেন, 'এই লিগে সুরুচি সংঘই সবথেকে বেশি বাজেটের দল। মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের থেকে ওদের বাজেট অনেকটাই বেশি। ভাল দল। যথেষ্ট ভারসাম্য রয়েছে। সঙ্গে যদি একটু একস্ট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটি থাকে, তাহলে তো এই দল দৌড়বে। এই সিদ্ধান্তের ব্যাপারে আর বেশি কথা বলব না। গোটা বাংলার লোক এটা দেখবে, আর হাসবে। গোটা ম্য়াচে ভাল পারফরম্য়ান্স করার পর একটা ভুল সিদ্ধান্তের কারণে যদি হারতে হয়, তাহলে দলের ছেলেরা কিছুটা হলেও ভেঙে পড়ে। তারপর সবাই বুঝে যায়, এটাই আসলে হওয়ার ছিল।'
Arnab Das Mother Death: 'তুমি বিপক্ষ দলে ছিলে, তাও...', মাতৃহারা অর্ণবের জন্য বুকফাটা কান্না শৌভিকের
কম পয়সার টিম: পার্থ সেন
অন্যদিকে দলের কোচ পার্থ সেন বললেন, 'আমাদের যেহেতু কম পয়সার টিম, তাই এভাবেই খেলতে হবে। বড় বড় দলের সঙ্গে রেফারিরা থাকে। আমি ভিডিওতে যতদুর দেখলাম, ওর সঙ্গে বলের কোনও সম্পর্কই হয়নি। যেটা পেনাল্টি দিল, ওখানে বলের সঙ্গে কোনও সম্পর্কই ছিল না।'
Sahil Harijan Exclusive: কলকাতা লিগে একের পর এক বিশ্বমানের গোল, দেশের হয়ে খেলার স্বপ্নে বুঁদ সাহিল হরিজন
পেনাল্টির প্রশ্নই ওঠে না, মন্তব্য নাসিম আখতারের
এর পাশাপাশি মামনি গ্রুপের ডিরেক্টর নাসিম আখতার বললেন, 'প্রথম পেনাল্টিটা আমি দেখিনি। শেষ ১৫-২০ মিনিট আমি মাঠে ছিলাম। পেনাল্টিটা আদৌ নৈতিক ছিল কি না, সেটা সকলেই খুব ভাল করে জানে। বিপক্ষের ফুটবলারদের সঙ্গে আমাদের খেলোয়াড়দের কোনও শারীরিক স্পর্শ হয়নি। দ্বিতীয়ত, বলের গতিপথটা একেবারেই অন্যদিকে ছিল। এই দুটো ক্ষেত্র যদি বিচার করা হয়, তাহলে তো পেনাল্টির কোনও প্রশ্নই উঠতে পারে না। কারোর চাপে রেফারি এই পেনাল্টি দিয়েছে কি না, সেটা আমি বলতে পারব না।'