East Bengal FC Transfer News: দলবদলের বাজারে আবার বিরাট চমক দিতে চলেছে ইস্টবেঙ্গল (East Bengal)। আইএসএল জয়ী ক্লাবের ঘর ভেঙে বাঘা ফুটবলার তুলে নিতে ঝাঁপিয়েছে লাল-হলুদ শিবির। এই খবরে খুশির ঢেউ মশালবাহিনীর সমর্থকদের মধ্যে।
আসন্ন আইএসএল (ISL 2025-26) মরশুমের জন্য সেরার সেরা দলগঠনের জন্য কোমর বেঁধে নেমে পড়েছেন ইস্টবেঙ্গল কর্তারা (East Bengal FC)। আর সেই লক্ষ্যেই এমন একজন দুর্ধর্ষ ফুটবলারকে টার্গেট করেছেন তাঁরা যাঁকে নিয়ে উৎসাহের শেষ নেই অন্য ক্লাবগুলির মধ্যে। তবে যা খবর, সবার মুখের গ্রাস কেড়ে নিয়ে ওই তারকা ফুটবলারকে সই করাতে চলেছে লাল-হলুদ ব্রিগেড।
জানা যাচ্ছে, মিজোরামের এক দুর্ধর্ষ ডিফেন্ডারকে টার্গেট করেছে ইস্টবেঙ্গল (East Bengal Transfer Update)। এই ডিফেন্ডার এখন খেলেন মুম্বাই সিটি এফসি-র হয়ে। ২৫ বছরের এই ফুটবলারের নাম হামিংথানমাওয়াইয়া রালতে ভালপুইয়া (Valpuia)। এই ডিফেন্ডারকে নিতে ঝাঁপিয়েছে লাল-হলুদ শিবির। কথাবার্তা শুরু হয়েছে তাঁর সঙ্গে।
আরও পড়ুন 'চিরশত্রু' মোহনবাগানের জন্য পিছোল ইস্টবেঙ্গলের ম্যাচ! বেজায় ক্ষুব্ধ লাল-হলুদ সমর্থকরা
ভারতীয় ফুটবল দলেও খেলেন ভালপুইয়া। নীল জার্সিতে খেলেছেন ২টি ম্যাচ। ২০২১ সালে মুম্বাই সিটি এফস-র (Mumbai City FC) হয়ে জিতেছেন আইএসএল লিগ শিল্ড এবং কাপ। ২০২৪ সালে যুবভারতী ক্রীড়াঙ্গনে মোহনবাগান সুপার জায়ান্টকে হারিয়ে লিগ কাপ জেতে মুম্বাই। সেই দলের অন্যতম তারকা ছিলেন ভালপুইয়া।
প্রসঙ্গত, গত মরশুমে নড়বড়ে ডিফেন্সের জন্য প্রচুর ভুগতে হয়েছিল ইস্টবেঙ্গলকে। অনেক ম্যাচ হাতছাড়া হয় শেষ মুহূর্তে গোল হজম করার জন্য। হিজাজি মাহের, হেক্টর ইউস্তে, আনোয়ার আলি, চুমনুঙ্গারা একের পর এক ম্যাচ ডুবিয়েছেন খারাপ ডিফেন্সের জন্য। তাই এই মরশুমে রক্ষণভাগ ঢেলে সাজাতে চাইছেন কোচ অস্কার ব্রুজ়ো এবং হেড অফ ফুটবল থাংবোই সিংটো। বেশ কয়েকজন ভারতীয় এবং বিদেশি ডিফেন্ডারকে নেওয়ার জন্য আগ্রহী লাল-হলুদ। সেক্ষেত্রে ভালপুইয়া ভাল বিকল্প হতে পারেন ডিফেন্সে।
আরও পড়ুন বাঘের মতো ফিরবে ইস্টবেঙ্গল, মরোক্কান 'গোলমেশিন' আসছে লাল-হলুদে
এই মুহূর্তে ভালপুইয়ার মার্কেট ভ্যালু ১.৮ কোটি টাকা। সেদিক থেকে দেখতে গেলে শক্তিশালী দল গঠনের জন্য কোনও কার্পণ্য করছেন না ইস্টবেঙ্গল কর্তারা।
ইতিমধ্যেই কোটি কোটি টাকা খরচ করে দুই বিদেশি মিগুয়েল এবং মহম্মদ রশিদক সই করিয়েছে ইস্টবেঙ্গল। আরও এক বিদেশি হামিদের সঙ্গে কথা পাকা হয়ে গিয়েছে। জয় গুপ্তাকেও সই করানো বাকি রয়েছে। এই অবস্থায় ভালপুইয়া দলে চলে এলে এই মরশুমে ইস্টবেঙ্গলকে রোখা সত্যিই অসম্ভব হয়ে পড়বে বলে মনে করছেন লাল-হলুদ সমর্থকরা।
আরও পড়ুন মোহনবাগানের মুখের গ্রাস কাড়ল ইস্টবেঙ্গল, মেসির দেশের ফুটবলার এবার লাল-হলুদে