/indian-express-bangla/media/media_files/2025/10/28/chennaiyin-fc-vs-east-bengal-2025-10-28-12-28-45.jpg)
চেন্নাইন এবং ইস্টবেঙ্গলের মধ্যে জমজমাট লড়াইয়ের অপেক্ষা করা হচ্ছে
Super Cup 2025: ২০২৫ সুপার কাপে ইস্টবেঙ্গল এফসি-র (East Bengal FC) সামনে আর কোনও রাস্তা খোলা নেই। মঙ্গলবার (২৮ অক্টোবর) যে কোনও মূল্যে তাদের জিততেই হবে। আর এই বোঝা মাথা নিয়েই তারা চেন্নাইন এফসি-র (Chennayin FC) বিরুদ্ধে খেলতে নামছে। এই ম্য়াচটি ব্যাম্বোলিমের জিএমসি স্টেডিয়ামে আয়োজন করা হবে।
East Bengal FC Today Match: ইস্টবেঙ্গলকে বধ করতে প্রস্তুত চেন্নাই! যাবতীয় পরিকল্পনায় সিলমোহর
দুটো দলই আপাতত সেমিফাইনালের দিকে তাকিয়ে রয়েছে। টুর্নামেন্টের প্রথম ম্য়াচে তারা মিশ্র ফলাফলের সাক্ষী হয়েছিল।
স্থানীয় ফুটবল ক্লাব ডেম্পো এসসি-র বিরুদ্ধে ২-২ গোলে ড্র করেছিল ইস্টবেঙ্গল এফসি। গত শনিবার (২৫ অক্টোবর) এই একই স্টেডিয়ামে ম্য়াচটি আয়োজন করা হয়েছিল। ম্য়াচের প্রথমার্ধে ডেম্পোকে লিড এনে দিলেন মহম্মদ আলি। দ্বিতীয়ার্ধের শুরুতেই ইস্টবেঙ্গলের হয়ে সমতা ফেরান নাওরেম মহেশ সিং। কিছুক্ষণের মধ্যে ইস্টবেঙ্গলকে লিডও এনে দিয়েছিলেন মিগুয়েল ফিগুয়েরা। কিন্তু, ৮৯ মিনিটে ইস্টবেঙ্গল সমর্থকদের যাবতীয় উচ্ছ্বাসে জল ঢেলে দেন লক্ষ্মীমণরাও রানে। শেষপর্যন্ত মাত্র ১ পয়েন্ট সংগ্রহ করে মাঠ ছাড়ে ইস্টবেঙ্গল।
East Bengal FC: কোন ছকে চেন্নাই বধ করতে চাইছেন অস্কার? শুনলে অবাক হবেন আপনিও
সম্প্রতি কলকাতার এই শতাব্দী প্রাচীন ফুটবল ক্লাবটি যথেষ্টই ভাল পারফরম্য়ান্স করছে। ২০২৫ ডুরান্ড কাপে তারা সেমিফাইনাল ম্য়াচ খেলতে নেমেছিল। এরপর আইএফএ শিল্ড ফাইনালে রানার-আপও হয়েছিল তারা। এবার তারা সুপার কাপ খেলতে নেমেছে। ইন্ডিয়ান সুপার লিগের অন্যতম শক্তিশালী ফ্র্যাঞ্চাইজি চেন্নাইন এফসি-র বিরুদ্ধে তারা খেলতে নামবে।
East Bengal FC Latest News: ইস্টবেঙ্গলকে নিয়ে 'ধামাকা' খবর, উড়ে যাবে রাতের ঘুম
শুরুতেই ধাক্কা খেয়েছে চেন্নাইন
অন্যদিকে, চলতি সুপার কাপের প্রথম ম্য়াচেই ধাক্কা খেয়েছে চেন্নাইন এফসি। ফাতোরদা স্টেডিয়ামে এই ম্য়াচের আয়োজন করা হয়। শনিবাসরীয় সন্ধ্যায় মোহনবাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে তারা বৃষ্টিস্নাত ম্য়াচে ০-২ গোলে হেরে যায়। এই ম্যাচে চেন্নাইন এফসি যথেষ্ট লড়াই চালালেও, শেষপর্যন্ত জয় অধরাই থেকে যায়। এই মিরান্ডার কোচিংয়েই ২০২৩ সুপার কাপ ট্রফি জিতেছিল ওড়িশা এফসি। ২০২৫ সুপার কাপেও সেই ফলাফলের পুনরাবৃত্তি চান তিনি। তবে অবশ্যই চেন্নাইন এফসি-র জন্য।
East Bengal FC vs Dempo SC Highlights: এ কী হাল ইস্টবেঙ্গলের, হারাতে পারল না দুর্বল ডেম্পোকেও!
একনজরে দুই দলের পরিসংখ্যানে চোখ বুলিয়ে নেওয়া যাক। ইতিমধ্যে এই দুটো দলের মধ্য়ে মোট ১০ ম্য়াচ আয়োজন করা হয়েছে। এরমধ্যে ইস্টবেঙ্গল জিতেছে দু'বার এবং চেন্নাইন জিতেছে তিনবার। বাকি পাঁচটি ম্য়াচ ড্র হয়ে গিয়েছে।
২০২৫ সুপার কাপে কোথায় এবং কখন চেন্নাইন এফসি বনাম ইস্টবেঙ্গল ম্য়াচ শুরু হবে?
- মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেল সাড়ে ৪টে থেকে এই ম্য়াচটি ব্যাম্বোলিমের জিএমসি স্টেডিয়ামে আয়োজন করা হবে।
২০২৫ সুপার কাপে কীভাবে দেখবেন চেন্নাইন এফসি বনাম ইস্টবেঙ্গল ম্য়াচ?
- এই ম্য়াচটির লাইভ স্ট্রিমিং সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের নিজস্ব ইউটিউব চ্যানেল 'ইন্ডিয়ান ফুটবল'-য়ে করা হবে। তবে এই ম্যাচের কোনও লাইভ টেলিকাস্ট করা হবে না।
এর পাশাপাশি ম্যাচের যাবতীয় গুরুত্বপূর্ণ খবর আপনার ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা-র স্পোর্টস পেজে পেয়ে যাবেন।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us