/indian-express-bangla/media/media_files/2025/10/25/east-bengal-fc-23-2025-10-25-18-45-57.jpg)
গোল করার পর নাওরেম মহেশ সিংয়ের উল্লাস
East Bengal FC: শেষ হল ২০২৫ সুপার কাপের (Super Cup 2025) প্রথম ম্যাচ। ডেম্পো এসসি-র বিরুদ্ধে খেলতে নেমেছিল ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব। শনিবার (২৫ অক্টোবর) গোয়ার ব্যাম্বোলিম স্টেডিয়ামে এই ম্যাচের আয়োজন করা হয়। আশা করা হয়েছিল, 'দুর্বল' ডেম্পোর বিরুদ্ধে ইস্টবেঙ্গল হয়ত সহজেই জয়লাভ করতে পারবে। কিন্তু, ৯০ মিনিট শেষে তেমন ছবি একেবারে দেখতে পাওয়া গেল না। ইস্টবেঙ্গলের চোখে চোখ রেখে লড়াই করল গোয়ার এই স্থানীয় ক্লাবটি। শেষপর্যন্ত ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে। ডেম্পোর হয়ে একটি করে গোল করেছেন মহম্মদ আলি এবং লক্ষ্মীমনরাও রানে। অন্যদিকে, ইস্টবেঙ্গলের হয়ে একটি করে গোল করেন নাওরেম মহেশ সিং এবং মিগুয়েল ফেরেইরা।
East Bengal Today Match: 'আজও ভালবাসি...', তিক্ততা ভুলে ইস্টবেঙ্গলকে 'শুভেচ্ছা' সন্দীপের
দেবজিতের ভুলেই প্রথম গোল?
এবার ম্যাচের কথায় আসা যাক। শনিবাসরীয় ম্যাচে শুরু থেকেই ডেম্পোর বিরুদ্ধে 'নিষ্প্রভ' দেখাচ্ছিল ইস্টবেঙ্গলকে। এমনকী, খুব বেশি গোলের সুযোগও তারা তৈরি করতে পারেনি। আর সেই সুযোগের সদ্ব্যবহার করল ডেম্পো। ২৭ মিনিটে ফ্রি-কিক থেকে একটা সুযোগ কার্যত উড়ে এসেছিল। বলটা বক্সের মধ্যে ভেসে আসে। বলটাকে ঘুঁসি মেরে উড়িয়ে দেওয়ার জন্য দেবজিৎ নিজের সীমারেখা থেকে কিছুটা এগিয়ে এসেছিলেন। কিন্তু, বলের উচ্চতাটা একেবারে সঠিক বিচার করতে পারেননি তিনি। সেকারণে তাঁর পাঞ্চে খুব একটা জোরও ছিল না। বলটা অবশেষে গিয়ে পড়ে মহম্মদ আলির পায়ে। আলি কার্যত ফাঁকা জালে বলটাকে জড়িয়ে দেন।
East Bengal FC Controversy: গিল না দেবজিৎ, ডেম্পো ম্যাচে কে হবেন ইস্টবেঙ্গলের গোলকিপার?
সমতা ফেরালেন নাওরেম মহেশ সিং
প্রথম ৪৫ মিনিটে ইস্টবেঙ্গল আর ব্যবধান কমাতে পারেনি। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই ইস্টবেঙ্গলের হয়ে ব্যবধান কমালেন নাওরেম মহেশ সিং। বিরতির পর ফিরতে না ফিরতেই ইস্টবেঙ্গল আক্রমণের পথে হাঁটতে শুরু করেছে। প্রথম মিনিটেই দুরপাল্লার একটি শট বাড়িয়েছিলেন হামিদ আহদাদ। ডেম্পোর গোলরক্ষক কোনওক্রমে শটটা প্রতিহত করেন। কিন্তু, বলটা তিনি তালুবন্দি করতে পারেননি। সেই ফিরে আসা বলে ফের শট মারেন মহেশ। কামানের গোলার মতো বলটা তেকাঠির মধ্যে ঢুকে যায়।
বিশ্বমানের গোল মিগুয়েলের
ম্যাচের ৫৭ মিনিটে একটি বিশ্বমানের গোল করলেন ইস্টবেঙ্গলের ব্রাজ়িলিয়ান তারকা মিগুয়েল ফেরেইরা। এই গোলটা যদি চলতি টুর্নামেন্টের অন্যতম সেরার তকমা দেওয়া হয়, তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না। মাঠের বাঁ-প্রান্ত ধরে তিনি উঠে আসেন। বলটাকে সামান্য ভাসিয়ে তাঁর দিকে পাস বাড়ানো হয়েছিল।
/filters:format(webp)/indian-express-bangla/media/media_files/2025/10/25/miguel-goal-2025-10-25-19-24-38.jpg)
প্রথমে বলটা নিয়ন্ত্রণে আনেন। মিগুয়েল যে জায়গায় ছিলেন, সেখান থেকে গোলপোস্টের অ্যাঙ্গেল যথেষ্ট কঠিন ছিল। শেষপর্যন্ত, বলে পা চালান তিনি। ডেম্পোর গোলকিপার কার্যত বোকার মতো দাঁড়িয়ে রইলেন। সেইসঙ্গে ইস্টবেঙ্গল ২-১ গোলে এগিয়ে গেল।
East Bengal FC News Update: হুঙ্কার অস্কারের, লক্ষ্য ইস্টবেঙ্গলকে 'ভারতসেরা' করার!
শেষবেলায় ড্র করল ডেম্পো
একটা সময় মনে হচ্ছিল, ইস্টবেঙ্গল বোধহয়, সহজেই এই ম্যাচটা জিতে যাবে। কিন্তু, ৮৯ মিনিটে ঘটে গেল দুর্ঘটনা। শনিবারের রাতটা লাল-হলুদ সমর্থকদের ভুলতে যে বেশ কষ্ট হবে, তা বলাই বাহুল্য। আরও একবার প্রমাণিত হয়ে গেল, এক গোলের লিড একটা ফুটবল ম্যাচে কখনই স্বস্তি দিতে পারে না। বক্সের ঠিক বাইরে বলটা পেয়েছিলেন রানে। লাল-হলুদ ডিফেন্সকে দুর্দান্ত ট্যাকল করলেন তিনি। অবশেষে একটি লো শট তাঁর পা থেকে বেরিয়ে এল। বলটা একেবারে নিখুঁত জায়গায় রেখেছিলেন তিনি। এরপর এক ধাক্কায় লাল-হলুদের 'মশাল' নিভে যায়। বাকি সময়ে তারা আর ব্যবধান বাড়াতে পারেনি।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us