/indian-express-bangla/media/media_files/2025/10/27/oscar-bruzon-2025-10-27-18-49-12.jpg)
ইস্টবেঙ্গল দলের হেড কোচ অস্কার ব্রুজোঁ
East Bengal FC: ইতিমধ্যে জমে উঠেছে ২০২৫ সুপার কাপ (Super Cup 2025) প্রতিযোগিতা। এই টুর্নামেন্টের প্রথম ম্য়াচে খেলতে নেমেছিল ইস্টবেঙ্গল এফসি। কিন্তু, 'দুর্বল' ডেম্পোর বিরুদ্ধে তারা জয়লাভ করতে পারেনি। শেষপর্যন্ত ২-২ গোলে ড্র করে মাঠ ছাড়ে। লাল-হলুদ ব্রিগেডের এই পারফরম্য়ান্স নিয়ে কম সমালোচনা হয়নি। এবার সামনে চেন্নাইন এফসি। গত ম্য়াচে এই চেন্নাইন এফসি-কেই (Chennayin FC) মোহনবাগান সুপার জায়ান্ট ২-০ গোলে হারিয়ে দিয়েছিল। এবার কি ইস্টবেঙ্গলও তাদের হারাতে পারবে? সেই অপেক্ষাতেই আপাতত সময় কাটাচ্ছে মশালবাহিনী।
East Bengal FC News: এগিয়ে গিয়েও অবশেষে ড্র, ইস্টবেঙ্গলের খেলা দেখে কী বললেন মেহতাব?
মঙ্গলবারের ম্য়াচে ইস্টবেঙ্গলের সামনে জয় ছাড়া আর কোনও রাস্তা খোলা নেই। কারণ এই ম্য়াচে যদি তারা হেরে যায়, তাহলে চলতি সুপার কাপ থেকে বিদায় নিতে হবে। এই কঠিন পরিস্থিতি হাড়ে হাড়ে টের পাচ্ছেন দলের হেড কোচ অস্কার ব্রুজোঁ (Oscar Bruzon)। আর তাই দলের ফুটবলারদের তিনি আত্মতুষ্টিতে ভুগতে বারন করেছেন।
East Bengal FC vs Dempo SC Highlights: এ কী হাল ইস্টবেঙ্গলের, হারাতে পারল না দুর্বল ডেম্পোকেও!
কী বললেন অস্কার?
ইস্টবেঙ্গল ফুটবল দলের হেড কোচ অস্কার ব্রুজোঁর কথায়, 'গত ম্য়াচে বেশ কয়েকটি জায়গায় আমাদের মনোঃসংযোগের অভাব হয়েছিল। আর সেই সুযোগেই ডেম্পোর ফুটবলাররা গোল করে বেরিয়ে গিয়েছে। আগামী ম্য়াচে যাতে আর মনোঃসংযোগের অভাব না ঘটে, সেটা আমি দলের খেলোয়াড়দের আগেভাগেই জানিয়ে দিয়েছি।'
East Bengal FC Controversy: গিল না দেবজিৎ, ডেম্পো ম্য়াচে কে হবেন ইস্টবেঙ্গলের গোলকিপার?
তবে চেন্নাইন এফসি যে একেবারে সহজ প্রতিপক্ষ হবে না, সেটা খুব ভাল করেই জানেন অস্কার। ডেম্পো দলে কোনও বিদেশি ফুটবলার ছিলেন না। সেখানেও ৫ বিদেশিকে নিয়ে জিততে পারেনি লাল-হলুদ ব্রিগেড। চেন্নাইন আগামী ম্য়াচে বিদেশি ফুটবলার সহ পূর্ণশক্তির দল নিয়ে মাঠে নামবে। ফলে জিততে হলে যে যথেষ্ট পরিশ্রম করতে হবে, তা নিঃসন্দেহে বলা যেতে পারে।
East Bengal Today Match: 'আজও ভালবাসি...', তিক্ততা ভুলে ইস্টবেঙ্গলকে 'শুভেচ্ছা' সন্দীপের
ডু অর ডাই ম্য়াচের আগে অস্কার বললেন, 'গত ম্য়াচে বেশ কয়েকটা জায়গায় আমরা ভুল করেছি। আগামী ম্য়াচে সেই ভুলের পুনরাবৃত্তি একেবারেই চলবে না। আমরা কার্যত জীবন-মরণ লড়াইয়ে নামছি। সেখানে ভুলের কোনও অবকাশ থাকতে পারে না। এবার জিততে না পারলে আমাদের উপর যথেষ্টই চাপ বেড়ে যাবে।'
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us