/indian-express-bangla/media/media_files/2025/10/26/mehtab-hossain-on-east-bengal-fc-performance-2025-10-26-11-40-00.jpg)
ইস্টবেঙ্গল এফসি-র খেলা নিয়ে মুখ খুললেন মেহতাব হোসেন
East Bengal FC: শুরু হয়ে গিয়েছে ২০২৫ সুপার কাপ (Super Cup 2025)। টুর্নামেন্টের প্রথমদিন অর্থাৎ শনিবার (২৪ অক্টোবর) ডেম্পো এসসি-র বিরুদ্ধে খেলতে নেমেছিল ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব। ম্যাচের দ্বিতীয়ার্ধে তারা লিড নিলেও শেষপর্যন্ত জিততে পারেনি। শেষপর্যন্ত ২-২ গোলে ড্র করে মাঠ ছেড়েছে। লাল হলুদ ব্রিগেডের এমন পারফরম্য়ান্স দেখার পর সমর্থকরা কার্যত হা-হুতাশ শুরু করে দিয়েছেন। তবে মশালবাহিনীর এই পারফরম্য়ান্স নিয়ে সেভাবে চিন্তিত নন দলের প্রাক্তন মিডফিল্ড জেনারেল মেহতাব হোসেন (Mehtab Hossain)। কী বললেন তিনি, আসুন জেনে নেওয়া যাক।
East Bengal FC vs Dempo SC Highlights: এ কী হাল ইস্টবেঙ্গলের, হারাতে পারল না দুর্বল ডেম্পোকেও!
ইস্টবেঙ্গলের পারফরম্য়ান্স দেখে কী বললেন মেহতাব?
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে দুরভাষ মারফৎ মেহতাব জানালেন, 'সবে তো সুপার কাপ শুরু হয়েছে। একটা ম্য়াচের পারফরম্য়ান্স দিয়ে কখনই কোনও দলকে বিচার করা সম্ভব নয়। হাতে এখনও দুটো ম্য়াচ বাকি রয়েছে। আশা করছি, আগামী ম্য়াচগুলোয় নিশ্চয়ই ভাল খেলা উপহার দিতে পারবে।'
East Bengal FC Controversy: গিল না দেবজিৎ, ডেম্পো ম্য়াচে কে হবেন ইস্টবেঙ্গলের গোলকিপার?
কোচ অস্কারের (Oscar Bruzon ) উপর আশা কতখানি?
মেহতাব বললেন, 'আমি আগেই বলেছি যে একটা ম্যাচ দেখে কখনই বিচার করা উচিত হবে না। তবে আমি মনে করি, ডেম্পো দলটাকে বোধহয় যথাযথ বিচার করতে পারেনি। সেকারণে এমন ফলাফল হতে পারে। তবে এখনই কোনও চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হওয়া ঠিক হবে না। পাশাপাশি, আরও একটা কথা আমি জানিয়ে রাখতে চাই। ডেম্পো দলটা শুধুমাত্র ভারতীয় ফুটবলারদের নিয়েই অসাধারণ পারফরম্য়ান্স করল।'
East Bengal Today Match: 'আজও ভালবাসি...', তিক্ততা ভুলে ইস্টবেঙ্গলকে 'শুভেচ্ছা' সন্দীপের
কলকাতা লিগই আপাতত 'অন্ধের যষ্ঠি' ইস্টবেঙ্গলের?
কলকাতা ফুটবল লিগ ছাড়া সাম্প্রতিককালে তেমন সাফল্য পায়নি ইস্টবেঙ্গল এফসি। সর্বভারতীয় স্তরে তাহলে বাংলার এই শতাব্দী-প্রাচীন ফুটবল ক্লাবের ভবিষ্যৎ কী? ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে মেহতাব হোসেন বললেন, 'কলকাতা লিগে তো ইস্টবেঙ্গল বরাবরই চ্যাম্পিয়ন হয়েছে। ভারতীয় ফুটবলে ঘরোয়া লিগের ভূমিকা অপরিহার্য। একথা আমি একেবারেই অস্বীকার করছি না। লিগ থেকেই তো কলকাতা ফুটবলে জোয়ার ওঠে। তবে জাতীয় স্তরে এবার ইস্টবেঙ্গলের ট্রফি দরকার। আর সেকারণে সুপার কাপটা জেতা ইস্টবেঙ্গলের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে এখনই এইসব ব্যাপারে কথা বলার সময় আসেনি। এই টুর্নামেন্টে এখনও মোহনবাগান এবং চেন্নাইনের বিরুদ্ধে ইস্টবেঙ্গলকে খেলতে হবে। আশা করি, এই দুটো ম্য়াচে ওরা নজরকাড়া পারফরম্য়ান্স করতে পারবে।'
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us