/indian-express-bangla/media/media_files/2025/06/13/ekX1Xysj1gjpHplyiKn7.jpg)
বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেট অধিনায়ক
Ahmedabad Plane Crash: গুজরাটের অহমেদাবাদে বিমান দুর্ঘটনায় গোটা দেশ আপাতত শোকস্তব্ধ। এই বিমানটি অহমেদাবাদ থেকে লন্ডনের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। খানিকটা যেতে না যেতেই বিমানে যান্ত্রিক গোলযোগ দেখা দেয়। এই বিমানে ২৪২ জন যাত্রী সওয়ার ছিলেন। সূত্রের খবর, একজন ছাড়া আর কেউ প্রাণে বাঁচেননি। এই ঘটনা ভারতবর্ষের ইতিহাসে যে 'কালো অধ্য়ায়' হিসেবে চিহ্নিত হবে, তা নিঃসন্দেহে বলা যেতে পারে। তবে এই বিমান দুর্ঘটনা আরও একটি ভয়াবহ স্মৃতি উসকে দিয়েছেন। এমনই একটি দুর্ঘটনা কেড়ে নিয়েছিল দক্ষিণ আফ্রিকার তারকা ক্রিকেটারের প্রাণ।
ক্রিকেট ইতিহাসে একাধিক খেলোয়াড় প্রতিভার জোরে সুনাম অর্জন করেছেন। তাঁদের মধ্যে অনেকেই নিজেদের দেশকে নেতৃত্ব দিয়েছেন। তবে এমনও অনেক ক্রিকেটার রয়েছেন, যাঁরা ২২ গজে দুর্দান্ত পারফরম্য়ান্স করলেও ম্যাচ গড়াপেটা করতে গিয়ে নিজেদের কেরিয়ার ধ্বংস করেছেন।
আজ আপনাদের এমন একজন ক্রিকেট অধিনায়কের কথা বলব যিনি দক্ষিণ আফ্রিকার (South Africa Cricket Team ) সফলতম অধিনায়ক ছিলেন। কিন্তু, ম্য়াচ গড়াপেটার কারণে তাঁর কেরিয়ার শেষ হয়ে গিয়েছিল। এই ঘটনা প্রকাশ্য়ে আসার কয়েকদিনের মধ্য়েই একটি ভয়ঙ্কর বিমান দুর্ঘটনায় তিনি মারা যান।
সফলতম অধিনায়ক থেকে ক্রিকেটের 'খলনায়ক' হয়ে উঠেছিলেন হ্যান্সি ক্রোনিয়ে
১৯৯২ সালে দক্ষিণ আফ্রিকার হয়ে টেস্ট এবং ওয়ানডে ক্রিকেটে ডেবিউ করেছিলেন হ্যান্সি ক্রোনিয়ে (Hansie Cronje)। কেরিয়ারের প্রথম টেস্ট ম্য়াচটি তিনি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলেছিলেন। আর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাঁর ওয়ানডে ডেবিউ হয়েছিল। গ্রেম স্মিথের আগে দক্ষিণ আফ্রিকার সফলতম ক্রিকেট অধিনায়ক ছিলেন এই হ্যান্সি ক্রোনিয়ে।
মাত্র ২১ বছর বয়সেই তিনি প্রোটিয়া অধিনায়ক হিসেবে সুনাম অর্জন করেছিলেন। অধিনায়ক হওয়ার পর তিনি ভারত সফরে এসেছিলেন। আর এই সফরেই তিনি ইতিহাস কায়েম করেন। এই সিরিজে দক্ষিণ আফ্রিকা ২-০ ব্যবধানে জয়লাভ করেছিল।
কেন হয়েছিলেন নির্বাসিত?
২০০০ সালে হ্য়ান্সি ক্রোনিয়ের বিরুদ্ধে ম্য়াচ গড়াপেটার অভিযোগ ওঠে। এরপর দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড তাঁকে আজীবন নির্বাসিত করে। টিম ইন্ডিয়ার বিরুদ্ধে সিরিজ জয়ের পরই খবর উঠতে শুরু করে যে তিনি নাকি ম্য়াচ গড়াপেটা করেছেন। সূত্রের খবর, দিল্লি পুলিশের পক্ষ থেকে একটি টেপ রেকর্ডিংও পেশ করা হয়েছিল।
এই একটি ঘটনা কলঙ্কিত করেছিল ক্রিকেট বিশ্বকে। মামলার তদন্ত যত সামনের দিকে এগিয়েছে, ততই একের পর এক অপরাধ প্রকাশ্যে এসেছে। পরবর্তীকালে হ্যান্সি ক্রোনিয়ে ICC-র কাছে নিজের দোষ কবুল করেছিলেন। আসলে টিম ইন্ডিয়ার বিরুদ্ধে ওই টেস্ট সিরিজের তৃতীয় ম্য়াচে তিনি গড়াপেটা করেছিলেন। এই গড়াপেটার জন্য তিনি ৩০ হাজার ডলার পেয়েছিলেন।
কীভাবে হয়েছিল ক্রোনিয়ের মৃত্য়ু?
২০০০ সালে হ্যান্সি ক্রোনিয়েকে ক্রিকেট থেকে আজীবন নির্বাসিত করা হয়। এই নির্বাসনের ২ বছর পরই আসে সেই শোকসংবাদ। বেশ কয়েকটি সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছিল, একটি ভয়াবহ বিমান দুর্ঘটনায় হ্যান্সি ক্রোনিয়ে মারা (Cricketer Death) গিয়েছিলেন। যদিও তাঁর মৃত্যু রহস্য আজও সমাধান হয়নি।