Cristiano Ronaldo, Pele, retirement plans: পাঁচবারের ব্যালন ডি'ওর জয়ী ক্রিশ্চিয়ানো রোনাল্ডো জানিয়ে দিলেন অবসরের আগে কেরিয়ারে ১০০০ গোল করা লক্ষ্য তাঁর। নিজের ইউটিউব চ্যানেলে রিও ফার্দিনান্দকে দেওয়া সাক্ষাৎকারে রোনাল্ডো ৪০ বছর পর্যন্ত খেলা চালিয়ে যাওয়ার ইচ্ছাপ্রকাশ করে যান।
"আমি জানি এখনও যথেষ্ট ভালো খেলার ক্ষমতা রয়েছে আমার। আমার মনে হয় আমি এখনও ড্রিবল, শ্যুটিং, জাম্প, গোল করা- সবই করতে পারি। যেদিন মনে হবে আর পারব না। সেদিন বাক্স পত্তর গুছিয়ে চলে যাব।"
ICC চেয়ারম্যান হতেই জয় শাহকে তীব্র অপমান লঙ্কান সাংবাদিকের, ক্ষোভে ফুঁসে উঠল ক্রিকেটমহল
"শীঘ্রই ৯০০ তম গোল করতে চলেছি। তারপর আমার টার্গেট ১০০০ গোল করা। অবসরের বয়স ৪১? জানি না। এই কারণেই আমি বলেছিলাম, সবসময় বর্তমানে বাঁচো। আমি যদি চোট-আঘাতের খপ্পরে না পড়ি, তাহলে এটাই আমার কেরিয়ারের টার্গেট। এটাই আমার ফুটবল কেরিয়ারের সেরা পাওনা হবে।" বলে দিয়েছেন পর্তুগিজ মহাতারকা।
জয় শাহ ICC চেয়ারম্যান হতেই ঘুম 'হারাম' পাকিস্তানের! বড় ট্রফির আয়োজনের স্বপ্ন ধুয়েমুছে একাকার
রোনাল্ডো ১০০০ গোল করার রেকর্ডের প্রেক্ষিতে একহাত নিয়েছেন পেলেকেও। যাঁর নামের পাশে রয়েছে ৭৬২ গোলের বিরল নজির। সিআরসেভেন সাফ জানাচ্ছেন, "ওঁর সঙ্গে আমার রেকর্ডের ফারাক রয়েছে। আমি যত গোল করেছি সবকটির ভিডিও রয়েছে। আমি তাই প্রমাণ করতে পারব, সেগুলো আদতে হয়েছিল।"
আরও পড়ুন: বিশ্বচ্যাম্পিয়ন ভারত অধিনায়কের হার্টে গর্ত! চরম দুঃসংবাদ ভারতীয় ক্রিকেটে
পেশাদারি কেরিয়ারে রোনাল্ডো এখনও পর্যন্ত ১২০০ ম্যাচ খেলে ৮৬৮ গোল করেছেন। চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির গোলসংখ্যা ৮৩৮টি। আগামী বৃহস্পতিবার চ্যাম্পিয়ন্স লিগের ড্র ঘোষণার সময় সর্বকালের সেরা গোল স্কোরার হওয়ার জন্য রোনাল্ডোকে সংবর্ধনা জানাবে উয়েফা। তিনি নিজেই অবসর নিয়ে মুখ খুলেছেন।
আরও পড়ুন: এত বিশ্রাম কেন কোহলি-রোহিত-বুমরাকে! বোর্ডের নীতিতে নিন্দায় সরব মঞ্জরেকর
বলে দিয়েছেন, "আমি জানি না, আগামী ২-৩ বছরের মধ্যে আমি অবসর নেব কিনা। তবে সম্ভবত আল নাসেরের জার্সিতেই অবসর নেব। এই ক্লাবে আমি খুশি। এই দেশে থাকতেও ভালো লাগছে। সৌদি আরবে খেলতে পারা ভালো অভিজ্ঞতা। এখানেই চালিয়ে যেতে চাই।"