Cristiano Ronaldo in India: মাতামাতিই সার, ভারতে খেলতে আসবেন না রোনাল্ডো! কারণটা জানেন?

Cristiano Ronaldo India news: শুক্রবার (১৫ অগাস্ট) সকাল থেকে ভারতীয় ফুটবল সমর্থকদের মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। পর্তুগিজ ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো কি আদৌ খেলতে আসছেন ভারতে?

Cristiano Ronaldo India news: শুক্রবার (১৫ অগাস্ট) সকাল থেকে ভারতীয় ফুটবল সমর্থকদের মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। পর্তুগিজ ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো কি আদৌ খেলতে আসছেন ভারতে?

author-image
IE Bangla Sports Desk
New Update
Cristiano Ronaldo

ভারতে আসবেন না ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

Cristiano Ronaldo: শুক্রবার (১৫ অগাস্ট) সকাল থেকে ভারতীয় ফুটবল সমর্থকদের মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। পর্তুগিজ ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো কি আদৌ খেলতে আসছেন ভারতে? উত্তরটা এককথায়, না। তাঁর দল আল নাসের এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২ খেলার জন্য ভারতে এলেও, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো আসবেন না। ব্যাপারটা নিয়ে আর বেশি জলঘোলা করার কোনও অর্থই নেই। কিন্তু, কেন রোনাল্ডো আসবেন না? আসুন, সেই ব্যাপারেই বিস্তারিত আলোচনা করা যাক।

Advertisment

Cristiano Ronaldo: নেশনস লিগ জিততেই কেন কেঁদে ফেললেন রোনাল্ডো? ফাঁস হল গোপন কথা

রোনাল্ডোর ভারতে না আসার প্রথম এবং একমাত্র কারণ হল তাঁর চুক্তি। আল নাসেরের সঙ্গে রোনাল্ডোর যে চুক্তি হয়েছে, সেখানে স্পষ্টই উল্লেখ করা হয়েছে যে এই ক্লাবের কোনও অ্যাওয়ে ম্য়াচ তিনি খেলতে বাধ্য নন। এই পরিস্থিতিতে সিআর সেভেন যে ব্যক্তিগত তাগিদে ভারতে আসবেন, এমন ভাবনাও নেহাতই অর্বাচীনের পরিচয়।

Advertisment

Cristiano Ronaldo Salary: চুক্তি বাড়তেই 'লক্ষ্মীর ভাণ্ডার'! প্রতি বছর রোনাল্ডোকে কত টাকা দেবে আল-নাসের?

গ্রুপ ডি'তে রয়েছে আল নাসের

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ভারতীয় ৭৯তম স্বাধীনতা দিবসের সাতসকালেই এসিএল টু’য়ের গ্রুপ বিন্যাস ঘোষণা করা হয়। সেখানে গ্রুপ ডি'তে রয়েছে আল নাসের। এই একই গ্রুপে রয়েছে এফসি গোয়া। যেহেতু প্রত্যেকটা দল একটি করে হোম এবং একটি করে অ্যাওয়ে ম্য়াচ খেলবে, সেকারণে রোনাল্ডোর ক্লাবকে গোয়ায় খেলতে আসতেই হবে। যদিও, ক্লাব খেলতে আসছে বলেই রোনাল্ডো যে খেলতে আসবেন, এমন কোনও বাধ্যবাধকতা নেই। সুতরাং, বাকিটা দুইয়ে দুইয়ে চার, মিলিয়ে ফেলাই ভাল। আর সহজ ভাষায় বলতে গেলে, ভারতের ফুটবলপ্রেমীরা রোনাল্ডোর ফুটবল দেখা থেকে বঞ্চিতই থাকবে। 

Lionel Messi vs Cristiano Ronaldo: রোনাল্ডোর এই রেকর্ড অধরাই রইল মেসির, কোনওদিন আর ভাঙতে পারবেন না!

আগামী ডিসেম্বর মাসে শহর কলকাতায় আসছেন লিওনেল মেসি। ফুটবলের রাজপুত্রকে স্বাগত জানাতে ইতিমধ্যে শহর কলকাতা ম্য়ারাপ বাঁধতে শুরু করে দিয়েছে। সূত্রের খবর, ইডেন গার্ডেন্সে নাকি এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হবে। শহরের প্রশাসনকেও এই ব্যাপারে জানিয়ে দেওয়া হয়েছে। এরমধ্যে যদি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোও ভারতে আসতেন, তাহলে একেবারে ১৬ কলা পূর্ণ হয়ে যেত। ২০১১ সালে মেসি একবার কলকাতায় পা রাখলেও, রোনাল্ডো কখনও ভারত ভ্রমণ করেননি। তবে শেষবেলায় একটা করা উল্লেখ করতেই হবে। ভারতে আসবেন কি না, গোটা ব্যাপারটাই রোনাল্ডোর মর্জির উপর নির্ভর করছে। যদি শুধুমাত্র রিজার্ভ বেঞ্চে বসে থাকার জন্য রোনাল্ডো আসেন, তাহলে এর থেকে বড় প্রাপ্তি ভারতীয় ফুটবল সমর্থকদের কাছে আর কিছু হতে পারে না।

Cristiano Ronaldo