/indian-express-bangla/media/media_files/2025/09/12/cristiano-ronaldo-2025-09-12-16-05-25.jpg)
আল নাসের দলের তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
Cristiano Ronaldo: আর কয়েকঘণ্টার মধ্যেই সৌদি আরবের শীর্ষ ফুটবল ক্লাব আল নাসের (Al Nassr) ভারতে পা রাখছে। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২ টুর্নামেন্টে তারা এফসি গোয়ার (FC Goa) বিরুদ্ধে খেলতে নামবে। আগামী ২২ অক্টোবর ফাতোরদায় অবস্থিত জওহরলাল নেহরু স্টেডিয়ামে খেলা হবে। যদিও আল নাসের দলের তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো অবশ্য এই সফরে আসছেন না।
Cristiano Ronaldo In India: আগামী মাসেই ভারতে আসছেন রোনাল্ডো? সামনে এল বড়সড় আপডেট
সৌদি সংবাদপত্র আল রিয়াধিয়াহর একটি প্রতিবেদন অনুসারে, ৪০ বছর বয়সি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো দলের সঙ্গে ভারত সফরে আসছেন না। যদিও এফসি গোয়া ম্য়ানেজমেন্টের পক্ষ থেকে রোনাল্ডোকে ভারতে আসার জন্য একাধিকবার অনুরোধ করা হয়েছিল। ঘরোয়া লিগ আল-ফতেহর বিরুদ্ধে সম্প্রতি সহজ জয়লাভ করেছে আল নাসের। এবার তারা মহাদেশীয় টুর্নামেন্টে তৃতীয় ম্য়াচ খেলার প্রস্তুতি শুরু করেছে।
Cristiano Ronaldo: রোনাল্ডোর ঝুলিতে ৪ 'বিরল' সেঞ্চুরি, না জানলে চরম মিস
স্বপ্নভঙ্গ সমর্থকদের
ইতিপূর্বে প্রাক্তন এএফসি কাপ বিজেতা আল-সীবকে পরাস্ত করে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২ টুর্নামেন্টের যোগ্যতা অর্জন করেছিল এফসি গোয়া। গ্রুপ ডি'তে তাদের আল নাসেরের সঙ্গে রাখা হয়েছে। এই লটারির পর ভারতীয় ফুটবল সমর্থকরা আশা করেছিলেন, রোনাল্ডো হয়ত এই দেশে পা রাখবেন। কিন্তু, সেই স্বপ্ন আপাতত অধরাই রয়ে যাচ্ছে।
Cristiano Ronaldo in India: মাতামাতিই সার, ভারতে খেলতে আসবেন না রোনাল্ডো! কারণটা জানেন?
সূত্রের খবর, রোনাল্ডোর সঙ্গে আল নাসের ক্লাবের একটি বিশেষ চুক্তি রয়েছে। এই চুক্তি অনুসারে, সৌদি আরবের বাইরে যদি তাঁর দল খেলতে যায়, তাহলে সেই ম্য়াচে রোনাল্ডো খেলবেন কি না, সেটা তিনি নিজেই সিদ্ধান্ত গ্রহণ করবেন। আপাতত আগামী বছর আয়োজিত ফিফা বিশ্বকাপের জন্য নিজেকে প্রস্তুত করছেন রোনাল্ডো। আর সেটা মাথায় রেখেই ক্লাব ফুটবলের সূচি ঠিক করছেন। যাতে বিশ্বকাপ পর্যন্ত নিজেকে ফিট রাখতে পারেন।
Lionel Messi vs Cristiano Ronaldo: রোনাল্ডোর এই রেকর্ড অধরাই রইল মেসির, কোনওদিন আর ভাঙতে পারবেন না!
এফসি গোয়ার সামনে কঠিন চ্যালেঞ্জ
আল নাসের দল গোয়ার ডাবোলিম আন্তর্জাতিক বিমানবন্দরে নামবে। রোনাল্ডোর অনুপস্থিতি সত্ত্বেও ইতিপূর্বে সৌদি আরবের এই ফুটবল ক্লাবটি গ্রুপ পর্বের জোড়া ম্য়াচে জয়লাভ করেছে। আগামী রাউন্ডের চৌকাঠে তারা কার্যত দাঁড়িয়ে রয়েছে। এফসি গোয়ার বিরুদ্ধে এই ম্য়াচ খেলার পর আগামী ২৮ অক্টোবর তারা কিংস কাপের প্রি-কোয়ার্টার ফাইনালে আল-এতিহাদের বিরুদ্ধে খেলতে নামবে।