Cristiano Ronaldo: রোনাল্ডোর ঝুলিতে ৪ 'বিরল' সেঞ্চুরি, না জানলে চরম মিস

Cristiano Ronaldo: ফুটবল কিংবদন্তী ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পরিচয় আজ আর নতুন করে দেওয়ার দরকার পড়ে না। এই ফুটবলারকে এক ঝলক দেখার জন্য সমর্থকরা উদগ্রীব হয়ে থাকেন। ফুটবল বিশ্বে ইতিমধ্যে একাধিক রেকর্ড কায়েম করেছেন রোনাল্ডো।

Cristiano Ronaldo: ফুটবল কিংবদন্তী ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পরিচয় আজ আর নতুন করে দেওয়ার দরকার পড়ে না। এই ফুটবলারকে এক ঝলক দেখার জন্য সমর্থকরা উদগ্রীব হয়ে থাকেন। ফুটবল বিশ্বে ইতিমধ্যে একাধিক রেকর্ড কায়েম করেছেন রোনাল্ডো।

author-image
IE Bangla Sports Desk
New Update
Cristiano Roanldo

অনন্য রেকর্ড কায়েম করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

Cristiano Ronaldo: ফুটবল কিংবদন্তী ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পরিচয় আজ আর নতুন করে দেওয়ার দরকার পড়ে না। এই ফুটবলারকে এক ঝলক দেখার জন্য সমর্থকরা উদগ্রীব হয়ে থাকেন। ফুটবল বিশ্বে ইতিমধ্যে একাধিক রেকর্ড কায়েম করেছেন রোনাল্ডো। বিশ্বের এক নম্বর ফুটবলার হিসেবে নামও লিখিয়েছেন তিনি। আন্তর্জাতিক গোলের তালিকায় তিনি আপাতত শীর্ষস্থানে রাজত্ব করছেন। এবার তাঁর কেরিয়ারে আরও একটি সাফল্যের পালক যুক্ত হল। ফুটবল ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে রোনাল্ডো চারটে আলাদা ক্লাব এবং দেশের হয়ে ১০০ কিংবা তার বেশি গোল করার নজির কায়েম করলেন।

Advertisment

Cristiano Ronaldo in India: মাতামাতিই সার, ভারতে খেলতে আসবেন না রোনাল্ডো! কারণটা জানেন?

৩৯ বছর বয়সে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো পা রাখলেও তাঁর ফিটনেস এবং গোল করার খিদে আজও সকলের কাছে ঈর্ষনীয়। আর সেকারণেই তিনি এই বিশেষ রেকর্ডটি কায়েম করতে পেরেছেন। বিশ্বের বাঘা-বাঘা ফুটবলারদের কাছেও এই সাফল্য আজও স্বপ্ন।

Advertisment

Lionel Messi vs Cristiano Ronaldo: রোনাল্ডোর এই রেকর্ড অধরাই রইল মেসির, কোনওদিন আর ভাঙতে পারবেন না!

একেবারে নিম্ন-মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো যেভাবে ফুটবল দুনিয়ার বেতাজ বাদশা হয়ে উঠেছেন, তা রূপকথার থেকে কোনও অংশে কম নয়। স্পোর্টিং লিসবন থেকে তিনি ফুটবল কেরিয়ার শুরু করেন। খুব অল্পদিনের মধ্যেই রোনাল্ডোর প্রতিভা সম্পর্কে গোটা বিশ্ব ওয়াকিবহাল হয়ে যায়। এরপর তিনি একে একে ম্য়ানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ, জুভেন্তাস এবং সৌদি আরবের ফুটবল ক্লাব আল-নাসেরের হয়ে খেলেন। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল, প্রত্যেকটা ক্লাবেই রোনাল্ডো নিজের যোগ্যতার প্রতি সুবিচার করেছেন। সেইসঙ্গে নিজের পারফরম্য়ান্সের দৌলতে গড়েছেন একের পর এক ইতিহাস।

Cristiano Ronaldo Salary: চুক্তি বাড়তেই 'লক্ষ্মীর ভাণ্ডার'! প্রতি বছর রোনাল্ডোকে কত টাকা দেবে আল-নাসের?

এই চার ক্লাবের হয়ে গোলের সেঞ্চুরি করেছেন রোনাল্ডো

  • রিয়াল মাদ্রিদ - ৪৫০ গোল
  • ম্যানচেস্টার ইউনাইটেড - ১৪৫ গোল
  • জুভেন্তাস - ১০১ গোল
  • আল নাসের - ১০০ গোল

পর্তুগালের হয়েও দুর্দান্ত পারফরম্য়ান্স

ক্লাব ফুটবলের পাশাপাশি রোনাল্ডো নিজের দেশ পর্তুগালের হয়েও নজরকাড়া পারফরম্য়ান্স করেছেন। পর্তুগাল জাতীয় ফুটবল দলের হয়ে তিনি এখনও পর্যন্ত মোট ১৩৮ গোল করেন। আন্তর্জাতিক ফুটবলে এই রেকর্ড এখনও পর্যন্ত কেউ ভাঙতে পারেনি।

Cristiano Ronaldo: নেশনস লিগ জিততেই কেন কেঁদে ফেললেন রোনাল্ডো? ফাঁস হল গোপন কথা

রোনাল্ডো জ্বলে উঠলেও জিততে পারল না দল

সৌদি সুপার কাপ ফাইনালে আল নাসেরের হয়ে শততম গোলটি করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। কিন্তু, তাঁর দল শেষপর্যন্ত হেরে যায়। আল আহলির বিরুদ্ধে রোনাল্ডোর দল হাড্ডাহাড্ডি লড়াই করেছিল। শেষপর্যন্ত ম্য়াচ গড়ায় পেনাল্টি শ্যুটআউটে। আর সেখানেই আল নাসের ৩-৫ গোলে পরাস্ত হয়েছে। নির্ধারিত সময়ে এই ম্য়াচটি ২-২ গোলে ড্র হয়ে যায়। এরপর পেনাল্টি শ্যুটআউটের আয়োজন করা হয়ে। তখনই আল আহলি বাজিমাত করে। সৌদি সুপার কাপের খেতাব জয় করে নেয়।

Cristiano Ronaldo