MS Dhoni New Record: এই কারণেই তিনি 'মহাগুরু', ক্যাপ্টেন্সি ফিরে পেতেই ইতিহাসের দোরগোড়ায় ধোনি

MS Dhoni Uncapped Player: ২০০৮ থেকে ২০১৫ সাল পর্যন্ত চেন্নাই সুপার কিংসকে টানা নেতৃত্ব দিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। তবে এই মরশুমে তিনি সিএসকে ব্রিগেডে আনক্যাপড ক্রিকেটার হয়ে খেলতে নেমেছেন। ধোনিকে মাত্র ৪ কোটি টাকায় রিটেন করেছিল চেন্নাই।

MS Dhoni Uncapped Player: ২০০৮ থেকে ২০১৫ সাল পর্যন্ত চেন্নাই সুপার কিংসকে টানা নেতৃত্ব দিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। তবে এই মরশুমে তিনি সিএসকে ব্রিগেডে আনক্যাপড ক্রিকেটার হয়ে খেলতে নেমেছেন। ধোনিকে মাত্র ৪ কোটি টাকায় রিটেন করেছিল চেন্নাই।

author-image
IE Bangla Sports Desk
New Update
Mahendra Singh Dhoni CSK Captain

চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি

চলতি আইপিএল (IPL 2025) টুর্নামেন্টে চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) দলের ক্যাপ্টেন হিসেবে কামব্যাক করলেন মহেন্দ্র সিং ধোনি (MS DHONI)। শুক্রবার (১১ এপ্রিল) কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে খেলতে নামবেন 'ক্যাপ্টেন' ধোনি। আপনারা সকলেই জানেন যে কনুইয়ে চোটের কারণে গোটা টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছেন রুতুরাজ গায়কোয়াড়। সেই জায়গাতেই আবারও ফিরিয়ে আনা হয়েছে ধোনিকে। ২০২৩ সালের আইপিএল ফাইনালে ধোনি শেষবার চেন্নাই সুপার কিংসকে নেতৃত্ব দিয়েছিলেন। সেই ম্য়াচে গুজরাট টাইটান্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল মহেন্দ্র সিং ধোনির দল।

Advertisment

২০০৮ থেকে ২০১৫ সাল পর্যন্ত চেন্নাই সুপার কিংসকে টানা নেতৃত্ব দিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। ২০১৮ সালে ফের অধিনায়ক হিসেবে তাঁকে ফিরিয়ে আনা হয়। এরপর ২০২১ সাল পর্যন্ত ফের মাহিকে দেখতে পাওয়া যায় অধিনায়কের মসনদে।

MS Dhoni CSK Captain: চেন্নাইয়ে ফের শুরু ধোনি-যুগ! IPL ইতিহাসে সেরার সেরা ক্যাপ্টেনেই ভরসা ফ্লেমিংদের

২০২২ আইপিএল টুর্নামেন্টে ধোনিকে সরিয়ে রবীন্দ্র জাদেজাকে একবার অধিনায়ক হিসেবে নিয়ে আসা হয়েছিল। কিন্তু, প্রথম আটটি ম্য়াচে চেন্নাইয়ের জঘন্য পারফরম্য়ান্সের পর জাদেজাকে অধিনায়কের পদ থেকে সরিয়ে দেওয়া হয়। ২০২৩ সালে ধোনিই সিএসকে ব্রিগেডকে নেতৃত্ব দিয়ে চ্যাম্পিয়ন করিয়েছিলেন। পরের মরশুমে অবশ্য দায়িত্ব ছেড়ে দেন তিনি।

Advertisment

Sourav Ganguly on MS Dhoni: 'ওঁকেই ক্যাপ্টেন করা উচিত!', ধোনিকে প্রশংসায় ভরিয়ে চেন্নাই শিবিরকে কী বার্তা সৌরভের?

ইতিহাসের দোরগোড়ায় দাঁড়িয়ে মহেন্দ্র সিং ধোনি

শুক্রবার কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে খেলতে নামার পাশাপাশি 'অধিনায়ক' মহেন্দ্র সিং ধোনি এক নয়া ইতিহাস কায়েম করবেন। আইপিএল টুর্নামেন্টে প্রথম কোনও আনক্যাপড ক্রিকেটার হিসেবে তিনি একটি দলকে নেতৃত্ব দেবেন। ইতিপূর্বে, আর কোনও আনক্যাপড ক্রিকেটার কোনও আইপিএল দলকে নেতৃত্ব দেননি। আইপিএল টুর্নামেন্টের নিয়ম অনুসারে, কোনও ক্রিকেটার যদি পাঁচ বছর কিংবা তার বেশি সময় ধরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে দুরে থাকেন, তাহলে তাঁকে আনক্যাপড ক্রিকেটার হিসেবে বিবেচনা করা হয়।

MS Dhoni IPL 2025: বয়স ৪৩, তাতে কী! অবিশ্বাস্য রেকর্ড গড়লেন মহেন্দ্র সিং ধোনি

আর আনক্যাপড ক্রিকেটার হওয়ার কারণেই চেন্নাই সুপার কিংস ধোনিকে মাত্র ৪ কোটি টাকায় রিটেন করেছিল। একদিকে চেন্নাই যেখানে ধোনিকে রিটেন করে, সেখানেই রাজস্থান রয়্য়ালস রিটেন করেছে সন্দীপ শর্মাকে। চলতি আইপিএল টুর্নামেন্টের অন্য় আনক্যাপড ক্রিকেটাররা হলেন মোহিত শর্মা, করুণ নায়ার এবং বিজয় শঙ্কর।

MS Dhoni Retirement: ধোনির অবসর প্রসঙ্গে বিতর্কিত মন্তব্য মনোজের, এই ভয়টাই পাচ্ছেন বাংলার প্রাক্তন ক্রিকেটার

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ভারতীয় ক্রিকেট দলের হয়ে মহেন্দ্র সিং ধোনি ৯০ টেস্ট ম্য়াচ, ৩৫০ ওয়ানডে ম্যাচ এবং ৯৮ আন্তর্জাতিক টি-২০ ক্রিকেট ম্য়াচ খেলেছেন। চেন্নাই সুপার কিংস দলের অধিনায়কত্ব ছাড়া আগে ধোনি ২১২ ম্য়াচ খেলছিলেন। এরমধ্য়ে ১২৮ ম্য়াচে সিএসকে জয়লাভ করে। উল্লেখ্য়, ধোনির নেতৃত্বে হলুদ সৈন্যবাহিনী পাঁচবার আইপিএল খেতাবও জয় করেছে।

IPL 2025 Chennai Super Kings MS DHONI