/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/04/cats-1.jpg)
ভারোত্তোলনে ভারতের সোনার হ্যাটট্রিক, এবার দেশকে গর্বিত করলেন সতীশ
ভারোত্তোলনে ভারতের সোনার হ্যাটট্রিক। গোল্ড কোস্টে দেশের সাফল্য অব্যাহত। মীরাবাঈ চানু, সঞ্জিতা চানুর পর এবার সতীশ কুমার শিবলিঙ্গম। কমনওয়েলথ গেমসের তৃতীয় দিনে ভারতকে তিন নম্বর সোনা এনে দিলেন তিনি তামিলনাড়ুর বছর পঁচিশের ভারোত্তোলক।
ভারোত্তোলনেই তিনটে স্বর্ণপদক এল ভারতের ঝুলিতে। শনিবার সতীশ ৭৭ কেজি বিভাগে নেমেছিলেন। মোট ৩১৭ কেজি ভারোত্তোলন করেছেন তিনি। এর মধ্যে ১৪৪ কেজি স্ন্যাচে ও ১৭৩ কেজি ক্লিন-অ্যান্ড-জার্কে তুলেছেন সতীশ। গতবছর গ্লাসগো কমনওয়েলথ গেমসেও সতীশ সোনা পেয়েছিলেন এই ৭৭ কেজি বিভাগে। সতীশের হাত ধরেই ভারতের পঞ্চম পদকটি এসেছে।
Big congrats to Our Glasgow Games gold medalist #SathishKumarSivalingam who retains his crown in 77 kg men’s weightlifting at #CommonWealthGames making it a hat trick by the Indian weighlifters.Hunt for gold is on!????????#SaturdayMotivation#SathishSivalingampic.twitter.com/BkPXRCl6gn
— Geetika Swami (@SwamiGeetika) April 7, 2018
গতকাল ভারোত্তোলনে ভারতের দুটি পদক এসেছিল মহিলাদের মধ্যে সঞ্জিতা সোনা পান ও দীপক লাথার ব্রোঞ্জ জেতেন।দেশের কনিষ্ঠতম ভারোত্তোলক হিসেবে শুক্রবার কমনওয়েলথে ব্রোঞ্জ পদক জয়ের নজির গড়েন দীপক।
Weightlifters continue to make us proud on Day3 at #GC2018. Congratulations to Sathish Kumar Sivalingam for bagging the Gold in Men's 77Kg #PresidentKovind
— President of India (@rashtrapatibhvn) April 7, 2018
And another early morning gift for us, a golden start to the day. Congratulations #SathishSivalingam on our third #GC2018Weightlifting Gold in Men's 77kg, lifting 317kg. Great effort despite the hamstring injury. His second successive gold after the one in Glasgow. #CWG2018pic.twitter.com/18vDzPVLtr
— Virender Sehwag (@virendersehwag) April 7, 2018
আরও পড়ুন
মীরাবাঈ চানুর হাত ধরে কমনওয়েলথে দেশের প্রথম সোনা
কমনওয়েলথ ২০১৮: ভারতের ঝুলিতে দ্বিতীয় স্বর্ণপদক, নজির সঞ্জিতা চানু-র!