ভারোত্তোলনে ভারতের সোনার হ্যাটট্রিক। গোল্ড কোস্টে দেশের সাফল্য অব্যাহত। মীরাবাঈ চানু, সঞ্জিতা চানুর পর এবার সতীশ কুমার শিবলিঙ্গম। কমনওয়েলথ গেমসের তৃতীয় দিনে ভারতকে তিন নম্বর সোনা এনে দিলেন তিনি তামিলনাড়ুর বছর পঁচিশের ভারোত্তোলক।
ভারোত্তোলনেই তিনটে স্বর্ণপদক এল ভারতের ঝুলিতে। শনিবার সতীশ ৭৭ কেজি বিভাগে নেমেছিলেন। মোট ৩১৭ কেজি ভারোত্তোলন করেছেন তিনি। এর মধ্যে ১৪৪ কেজি স্ন্যাচে ও ১৭৩ কেজি ক্লিন-অ্যান্ড-জার্কে তুলেছেন সতীশ। গতবছর গ্লাসগো কমনওয়েলথ গেমসেও সতীশ সোনা পেয়েছিলেন এই ৭৭ কেজি বিভাগে। সতীশের হাত ধরেই ভারতের পঞ্চম পদকটি এসেছে।
গতকাল ভারোত্তোলনে ভারতের দুটি পদক এসেছিল মহিলাদের মধ্যে সঞ্জিতা সোনা পান ও দীপক লাথার ব্রোঞ্জ জেতেন।দেশের কনিষ্ঠতম ভারোত্তোলক হিসেবে শুক্রবার কমনওয়েলথে ব্রোঞ্জ পদক জয়ের নজির গড়েন দীপক।
আরও পড়ুন
মীরাবাঈ চানুর হাত ধরে কমনওয়েলথে দেশের প্রথম সোনা
কমনওয়েলথ ২০১৮: ভারতের ঝুলিতে দ্বিতীয় স্বর্ণপদক, নজির সঞ্জিতা চানু-র!
দীপক লাথার, কমনওয়েলথে দেশের দেশের কনিষ্ঠতম ভারোত্তোলক