/indian-express-bangla/media/media_files/2025/04/25/XcDK1VRTk1u0gs8B7gn2.jpg)
পহেলগাঁও হামলার তীব্র প্রতিবাদ করলেন দানিশ কানেরিয়া
Danish Kaneria | Pahalgam Terror Attack: মঙ্গলবার কাশ্মীরের পহেলগাঁও এলাকায় যে জঙ্গি হামলা (pahalgam terror attack) হয়েছে, সেই ব্য়াপারে আর নতুন করে কিছু বলার নেই। এই ঘটনায় কমপক্ষে ২৭ জন পর্যটক প্রাণ হারিয়েছেন। লস্কর-ই-তইবার শাখা TRF (দ্য রেজিস্টেন্স ফ্রন্ট) এই ঘটনার দায় স্বীকার করলেও, অনেকেই অভিযোগ করছেন যে পাকিস্তান সরকারের নাকি এই ঘটনার পিছনে পরোক্ষ মদত ছিল। এই কথাটাই এবার টুইট করে জানালেন পাকিস্তানের (India Vs Pakistan) প্রাক্তন ক্রিকেটার দানিশ কানেরিয়া।
কী বললেন দানিশ কানেরিয়া?
সোশ্যাল মিডিয়া হ্যান্ডল এক্স-য়ে দানিশ লিখেছেন, 'পহেলগাঁও জঙ্গি আক্রমণে যদি পাকিস্তানের কোনও ভূমিকাই না থাকত, তাহলে ওই দেশের প্রধানমন্ত্রী কেন এখনও পর্যন্ত শোকবার্তা জানালেন না? কেন তোমাদের সেনাবাহিনী আচমকা তৎপর হয়ে উঠল। কারণ একটাই - সত্যিটা তোমরা খুব ভাল করেই জানো। এই সন্ত্রাসবাদীদের তোমরা দিনের পর দিন আশ্রয় দিয়ে যাচ্ছ। তোমাদের জন্য সত্যিই লজ্জা লাগে।'
প্রসঙ্গত, পহেলগাঁওয়ের কাছে বৈশ্বরন ঘাঁটিতে হওয়া এই জঙ্গি হানায় মোট ২৫ জন ভারতীয় নাগরিক প্রাণ হারিয়েছেন। এক একজন ছিলেন নেপালের নাগরিক। গত কয়েক বছরের মধ্যে এটাই যে ভারতের মাটিতে সবচেয়ে ভয়ঙ্কর জঙ্গি হানা, তা নির্দ্বিধায় বলা যেতে পারে, যেখানে এত বেশি সংখ্যক সাধারণ মানুষ প্রাণ হারালেন।
East Bengal FC: ভূস্বর্গে নারকীয় হত্যাকাণ্ড, জঘন্য ঘটনার প্রতিবাদে কী বলল ইস্টবেঙ্গল?
এই হামলার দায় দ্য রেসিস্টেন্স ফ্রন্ট (TRF) ইতিমধ্যে গ্রহণ করেছে। এই জঙ্গি সংগঠন আসলে পাকিস্তানের নিষিদ্ধ গোষ্ঠী লস্কর-ই-তইবার (LeT) ছত্রছায়ায় বেড়ে উঠেছে। অন্তত গোয়েন্দা সূত্রে তেমন খবরই পাওয়া গিয়েছে।
গর্জে উঠেছেন নরেন্দ্র মোদী
যাইহোক, এই ঘটনার প্রতিবাদে ইতিমধ্যে গর্জে উঠেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিহারে আয়োজিত একটি জনসভায় দাঁড়িয়ে এমন ঘটনার তীব্র নিন্দা করেন তিনি। পহেলগাঁও হত্যাকান্ডের পর এই প্রথমবার মুখ খুললেন তিনি। বলেছেন, 'এই ঘটনায় অভিযুক্ত আততায়ীদের খুব শীঘ্রই খুঁজে বের করবে ভারত। প্রত্যেক সন্ত্রাসবাদীকে শাস্তি দেওয়া হবে। এমনকী, তাদের যারা সাহায্য করছে, তারাও যথাযথ শাস্তি পাবে। পৃথিবীর শেষ প্রান্তে থাকলেও, সেখান থেকে খুঁজে বের করে আনা হবে। ভারত ছেড়ে দেবে না। সন্ত্রাসবাদকে কখনই রেয়াত করা উচিত নয়।'
এটাই প্রথমবার নয়, ইতিপূর্বে পাকিস্তানের বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন দানিশ। তাঁর অভিযোগ, পাকিস্তান ক্রিকেট দলে নাকি বৈষম্য়ের শিকার হয়েছিলেন তিনি। আর সেকারণেই তাঁর কেরিয়ার ধ্বংস করে দেওয়া হয়। কানেরিয়া জানিয়েছিলেন, পাকিস্তান ক্রিকেটারা তাঁকে দলের মধ্যে আলাদা করে দিয়েছিলেন। এমনকী, তাঁকে যোগ্য সম্মানও দেওয়া হত না।