Debabrata Das CAB: আর্থিক কেলেঙ্কারির ভয়ঙ্কর অভিযোগ, কঠিন শাস্তির মুখে সিএবি-র যুগ্ম সচিব

Cricket Association of Bengal: বৃহস্পতিবারের (১৪ অগাস্ট) ওই বৈঠকের পর সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে আগামী ৬ মাসের মধ্যে যাবতীয় তদন্ত শেষ করতে হবে। ইতিমধ্যে তিনি ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের কোনও পদে থাকতে পারবেন না।

Cricket Association of Bengal: বৃহস্পতিবারের (১৪ অগাস্ট) ওই বৈঠকের পর সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে আগামী ৬ মাসের মধ্যে যাবতীয় তদন্ত শেষ করতে হবে। ইতিমধ্যে তিনি ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের কোনও পদে থাকতে পারবেন না।

author-image
IE Bangla Sports Desk
New Update
Debabrata Das

ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের যুগ্ম-সচিব দেবব্রত দাস

Debabrata Das: আর্থিক তছরুপের অভিযোগে সাসপেন্ড করা হল ক্রিকেট অ্যাসোশিয়েশন অফ বেঙ্গলের (Cricket Association Of Bengal) যুগ্ম সচিব দেবব্রত দাসকে। আত্মপক্ষ সমর্থনের জন্য তিনি কিছুটা হলেও সময় চেয়ে নিয়েছিলেন। কিন্তু, সেই সময়টুকুও তাঁকে দেওয়া হয়নি। এই প্রসঙ্গে শুক্রবার (১৫ অগাস্ট) ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার পক্ষ থেকে দেবব্রত দাসের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। কিন্তু, তিনি কোনও মন্তব্য করতে চাননি।

Advertisment

Sourav Ganguly CAB President: মহারাজের প্রত্যাবর্তন! বাংলার ক্রিকেটে সাড়া জাগানো খবর সৌরভকে নিয়ে

বৃহস্পতিবারের (১৪ অগাস্ট) ওই বৈঠকের পর সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে আগামী ৬ মাসের মধ্যে যাবতীয় তদন্ত শেষ করতে হবে। ইতিমধ্যে তিনি ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের কোনও পদে থাকতে পারবেন না। অন্যদিকে, সিএবি সম্পর্কিত কোনও কাজকর্মেও তাঁকে যুক্ত থাকতে বারণ করা হয়েছে। জানা গিয়েছে, আগামী ২৩ অগাস্ট এই বিষয়ে ফের বৈঠকের আয়োজন করা হবে। সেখানে পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করা হবে।

Advertisment

Sourav Ganguly: স্ত্রী ডোনাকে নিয়ে 'গোপন কথা' ফাঁস করলেন সৌরভ, বলে ফেললেন সবার সামনে

অভিযোগটা আসলে কী?

দেবব্রত দাসের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তিনি নাকি অনেককেই সিএবি অনুমোদিত ক্লাবে নির্বাচিত করার প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং সেই মর্মে টাকাও নিয়েছেন। এখানেই শেষ নয়। টাউন ক্লাবের খেলোয়াড়দের খাবারের বিল CAB-র ক্যান্টিন খরচের মধ্যে দিয়ে চালানোর চেষ্টা করেন এবং সেইসঙ্গে অর্থ অপব্যবহার করেন। এর পাশাপাশি, বাংলা ক্রিকেট দলে সুযোগ পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে তিনি টাকা তুলেছেন বলে অভিযোগ উঠেছে। এই ব্যাপারে শুক্রবার তাঁর সঙ্গে কথা বলার চেষ্টা করা হলে তিনি শারীরিক অসুস্থতার অজুহাত দেখিয়ে মুখ খুলতে অস্বীকার করেন।

Ves Paes: পিতৃহারা লিয়েন্ডার! দেশ হারাল কিংবদন্তিকে, চোখের জলে 'চিরবিদায়'!

কেন একা দেবব্রত দাসকেই অভিযুক্তের কাঠগড়ায় তুলল সিএবি?

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি যে দেবব্রত দাস একা নন, CAB-র কোষাধ্যক্ষ প্রবীর চক্রবর্তী ও অম্বরীশ মিত্রের বিরুদ্ধেও আর্থিক কারচুপির অভিযোগ উঠেছিল। প্রবীর চক্রবর্তীর বিরুদ্ধে অভিযোগ, তিনি নাকি উয়াড়ি ক্লাব থেকে নিজের নামে টাকা তুলেছেন। কিন্তু, যেহেতু এটা উয়াড়ি ক্লাবের অভ্যন্তরীন সমস্যা, সেকারণে CAB তারমধ্যে আর মাথা গলাতে চায়নি। যদিও ক্লাবের অনুদান ইতিমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে। অন্যদিকে, অম্বরীশ মিত্রের বিরুদ্ধে প্রাথমিক একটি অভিযোগ জমা পড়লেও, পরবর্তীকালে তা তুলে নেওয়া হয়। সেকারণে খুব স্বাভাবিকভাবে তিনি শাস্তির আওতায় পড়েননি। একমাত্র দেবব্রত দাসকেই অভিযুক্তের কাঠগড়ায় শেষপর্যন্ত তোলা হল।

Cricket Association Of Bengal Debabrata Das