Ves Paes: পিতৃহারা লিয়েন্ডার! দেশ হারাল কিংবদন্তিকে, চোখের জলে 'চিরবিদায়'!

Ves Paes: পিতৃহারা হলেন বিশ্বখ্যাত টেনিস প্লেয়ার লিয়েন্ডার পেজ। প্রয়াত ভারতের প্রাক্তন হকি অলিম্পিয়ান ও স্পোর্টস মেডিসিন বিশেষজ্ঞ ভেস পেজ। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮০ বছর।

Ves Paes: পিতৃহারা হলেন বিশ্বখ্যাত টেনিস প্লেয়ার লিয়েন্ডার পেজ। প্রয়াত ভারতের প্রাক্তন হকি অলিম্পিয়ান ও স্পোর্টস মেডিসিন বিশেষজ্ঞ ভেস পেজ। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮০ বছর।

author-image
IE Bangla Web Desk
New Update
Ves Paes

Ves Paes: ভেস পেজ প্রয়াত।

Ves Paes Death: ভারতের ক্রীড়া ইতিহাসে এক অনন্য নাম ভেস পেজ। প্রাক্তন হকি অলিম্পিয়ান, স্পোর্টস মেডিসিন বিশেষজ্ঞ এবং বহু প্রজন্মের অনুপ্রেরণা হয়ে থাকা এই কিংবদন্তি প্রয়াত হলেন ৮০ বছর বয়সে। তিনি ভারতের অন্যতম সেরা টেনিস তারকা লিয়েন্ডার পেজের বাবা। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন ভেস। পারকিনসন রোগে ভুগছিলেন। শেষ মুহূর্ত পর্যন্ত তিনি ছেলের সঙ্গেই ছিলেন।

শেষ সময়ে ছেলের সান্নিধ্যে

Advertisment

বুধবার থেকে ভেসের শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে শুরু করে। একে একে শরীরের বিভিন্ন অঙ্গ কাজ করা বন্ধ করে দেয়। চিকিৎসকেরা হাসপাতালে ভর্তি করানোর পরামর্শ দিয়েছিলেন, কিন্তু অবস্থা এতটাই সংকটজনক ছিল যে শেষরক্ষা করা সম্ভব হয়নি। বৃহস্পতিবার ভোর ৩টের সময় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 

গোয়ার মাটিতে জন্ম, খেলাধূলার প্রতি অগাধ ভালোবাসা

১৯৪৫ সালে গোয়ায় জন্মগ্রহণ করেন ভেস পেজ। ছোটবেলা থেকেই খেলাধুলার প্রতি ছিল তাঁর অগাধ টান। স্কুল ও কলেজে পড়াকালীন হকি, ফুটবল, ক্রিকেট এবং রাগবিতে সমান দক্ষতা দেখিয়েছিলেন। ভারতের জাতীয় হকি দলে তিনি মূলত মিডফিল্ডার হিসেবে খেলতেন।

অলিম্পিক্স ও বিশ্বকাপে ব্রোঞ্জ জয়

Advertisment

ভেস পেজ ১৯৭২ সালের মিউনিখ অলিম্পিক্সে ভারতের হয়ে ব্রোঞ্জ জেতেন। এর আগের বছর বার্সেলোনায় আয়োজিত হকি বিশ্বকাপে ভারতকে ব্রোঞ্জ এনে দিয়েছিলেন। এই সাফল্য ভারতীয় হকি ইতিহাসের সোনালি অধ্যায় হিসেবে বিবেচিত হয়।

রাগবি প্রশাসনে নেতৃত্ব

হকি ছাড়াও ভেস রাগবির সঙ্গে যুক্ত ছিলেন। ১৯৯৬ থেকে ২০০২ সাল পর্যন্ত ভারতের রাগবি ইউনিয়নের সভাপতি পদে দায়িত্ব পালন করেন। তাঁর নেতৃত্বে ভারতে রাগবির প্রসারে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছিল।

আরও পড়ুন- সাগর হত্যাকাণ্ডে আরও বিপাকে সুশীল কুমার, এক সপ্তাহের মধ্যে করতে হবে আত্মসমর্পণ

চিকিৎসা ও খেলাধূলার মিলন

কলকাতায় মেডিসিন নিয়ে পড়াশোনা করার পর ভেস স্পোর্টস মেডিসিনে বিশেষজ্ঞ হন। তাঁর অভিজ্ঞতা ও জ্ঞান ভারতের ক্রীড়াক্ষেত্রে বহু অ্যাথলিটকে উপকৃত করেছে। খেলোয়াড়দের শরীরের চাহিদা, ইনজুরি এবং পুনর্বাসন প্রক্রিয়া নিয়ে তাঁর গভীর জ্ঞান ছিল।

আরও পড়ুন- মেসারার্সের বিরুদ্ধে না খেলার জন্য বড় শাস্তির মুখে মোহনবাগান? উৎকণ্ঠায় সময় কাটছে মেরিনার্সদের

ডোপিং বিরোধী আন্দোলনে অবদান

ভেস পেজ এশিয়ান ক্রিকেট কাউন্সিল (ACC) ও বিসিসিআই-এর সঙ্গেও কাজ করেছেন। ডোপিংয়ের বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলতে তিনি বিশেষ ভূমিকা পালন করেছেন। ক্রীড়াবিদদের ডোপিংয়ের ক্ষতিকর দিক সম্পর্কে শিক্ষিত করার জন্য বহু কর্মশালা পরিচালনা করেছিলেন।

আরও পড়ুন- নিষিদ্ধ অ্যাপের খুল্লমখুল্লা প্রচার! বড়সড় শাস্তির মুখে সুরেশ রায়না?

লিয়েন্ডারের জীবনে বাবার প্রভাব

লিয়েন্ডার পেজ তাঁর টেনিস কেরিয়ারে বাবার অবদানের কথা বারবার উল্লেখ করেছেন। ছোটবেলায় ফুটবলার হওয়ার স্বপ্ন থাকলেও বাবার অনুপ্রেরণায় টেনিসে আসেন। ১৯৯৬ সালের আটলান্টা অলিম্পিক্সের সিঙ্গলসে ব্রোঞ্জ জয় লিয়েন্ডারের কেরিয়ারের অন্যতম সেরা সাফল্য। তিনি তাঁর বাবার সম্পর্কে বলেছিলেন, 'উনি আমার খুব ভালো বন্ধু।' লিয়েন্ডার তাঁর বাবার সঙ্গে তাঁর কিছু প্রিয় স্মৃতির কথা বলতে গিয়ে অতীতে এক সাক্ষাৎকারে বলেছিলেন, 'আমি যখন ছোট ছিলাম, বাবা এবং আমি একসঙ্গে বিশ্বকাপে ব্রাজিলের খেলা দেখতাম।'

আরও পড়ুন- পাকিস্তানের হয়ে টেস্ট ডেবিউ করেছিলেন শচীন, তারপর টিম ইন্ডিয়ায় এন্ট্রি! জেনে নিন ইনসাইড স্টোরি

ভারতীয় ক্রীড়াক্ষেত্রে ভেস পেজের উত্তরাধিকার

ভেস পেজ শুধু একজন প্রাক্তন হকি খেলোয়াড়ই নন, বরং খেলাধুলার উন্নতির জন্য নিবেদিতপ্রাণ একজন অভিভাবক ছিলেন। তাঁর ক্রীড়াবিদসুলভ মনোভাব, চিকিৎসাবিদ্যা এবং প্রশাসনিক দক্ষতা একসঙ্গে মিলিতভাবে তাঁকে এক বিরল ব্যক্তিত্বে পরিণত করেছিল। তাঁর প্রয়াণে ভারতীয় ক্রীড়াজগৎ এক অভিভাবককে হারাল।

Death Ves Paes