Sourav Ganguly: স্ত্রী ডোনাকে নিয়ে 'গোপন কথা' ফাঁস করলেন সৌরভ, বলে ফেললেন সবার সামনে

Sourav Ganguly: সৌরভ গঙ্গোপাধ্যায়ের পরিচয় আলাদা করে দেওয়ার দরকার নেই। একটা সময় ভারতীয় ক্রিকেট দল যখন ক্রমশ গড়াপেটার কালো অন্ধকারে ডুবে যাচ্ছিল, সেইসময় এই বাঙালি ক্রিকেটারের হাতে টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন্সি তুলে দিয়েছিল বিসিসিআই।

Sourav Ganguly: সৌরভ গঙ্গোপাধ্যায়ের পরিচয় আলাদা করে দেওয়ার দরকার নেই। একটা সময় ভারতীয় ক্রিকেট দল যখন ক্রমশ গড়াপেটার কালো অন্ধকারে ডুবে যাচ্ছিল, সেইসময় এই বাঙালি ক্রিকেটারের হাতে টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন্সি তুলে দিয়েছিল বিসিসিআই।

author-image
IE Bangla Sports Desk
New Update
Sourav and Dona Ganguly

সস্ত্রীক সৌরভ গঙ্গোপাধ্যায়

Sourav Ganguly: ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের পরিচয় আলাদা করে দেওয়ার দরকার নেই। একটা সময় ভারতীয় ক্রিকেট দল যখন ক্রমশ গড়াপেটার কালো অন্ধকারে ডুবে যাচ্ছিল, সেইসময় এই বাঙালি ক্রিকেটারের হাতে টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন্সি তুলে দিয়েছিল বিসিসিআই। তিনি শুধুমাত্র ভারতীয় ক্রিকেটে সাফল্যের রাস্তাটা মসৃণই করেননি, সেই রাস্তায় জয়রথ চালিয়ে সামনের দিকে এগিয়ে গিয়েছেন।

Advertisment

Sourav Ganguly: ফের সিএবি মসনদে ফিরতে চলেছেন সৌরভ? জল্পনা তুঙ্গে

২০০৮ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেছেন সৌরভ। কিন্তু, অবসরের পরও তাঁর জনপ্রিয়তায় বিন্দুমাত্র ভাঁটা পড়েনি। গত রবিবার (১০ অগাস্ট) একটি বিজ্ঞাপনী অনুষ্ঠানে এসেছিলেন মহারাজ। সেখানে একজন সাংবাদিক তাঁকে প্রশ্ন করেছিলেন, স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায় ইলিশ মাছ রান্না করে খাওয়ান কি না। জবাবে সৌরভ খানিক মজার ছলে বললেন, 'খুব ভাল ইলিশ রান্না করে। উল্টে-পাল্টে, তেল দিয়ে খুব ভাল ইলিশ রান্না করতে পারে। এখন আর মা রান্না করেন না। মায়ের বয়স হয়ে গিয়েছে। কিন্তু, ডোনাদি দারুণ ইলিশ রান্না করে।' কথাটা বলতে বলতেই হেসে ফেলেন সৌরভ।

Advertisment

Sourav Ganguly: জনরোষের মুখে ঢোঁক গিললেন সৌরভ? ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে উল্টো সুর মহারাজের!

অভিমন্যু ঈশ্বরণকে নিয়েও মুখ খুললেন সৌরভ

এই অনুষ্ঠানে বাংলার ক্রিকেটার অভিমন্যু ঈশ্বরণকে নিয়েও প্রশ্ন করা হয়েছিল সৌরভকে। গত তিন বছর ধরে অভিমন্যুকে ভারতীয় টেস্ট স্কোয়াডে রাখা হলেও, এখনও পর্যন্ত টিম ইন্ডিয়ার প্রথম একাদশে তিনি সুযোগ পাননি। এই ব্যাপারে প্রাক্তন বিসিসিআই প্রেসিডেন্ট বললেন, 'অবশ্যই ও সুযোগ পাবে। অনেক সময়, অনেক ভাল ক্রিকেটার একসঙ্গে ভারতীয় ক্রিকেট দলে থাকে। সেইসময় অপেক্ষা করা ছাড়া আর কোনও উপায় থাকে না। সেটাই আপাতত করতে হবে। তবে ওর বয়স এখনও অনেকটাই কম। এখনও সুযোগ রয়েছে। ঘরোয়া ক্রিকেটে তো দুর্দান্ত পারফরম্য়ান্স করেছে।'

Sourav Ganguly Birthday: লড়তে শেখান চোখে চোখ রেখে, সৌরভের জন্যই আজ বিশ্ব ক্রিকেটের ত্রাস টিম ইন্ডিয়া

সঙ্গে আরও যোগ করেন, 'আমি মনে করি, ভারতীয় ক্রিকেট দলে তিন নম্বর জায়গাটা এখনও খালি রয়েছে। রাহুল, জয়সওয়াল, গিল, পন্থ, জাদেজা এবং সুন্দর রয়েছে। ফলে তিন নম্বর জায়গাটা এখনও খালিই রয়েছে। আশা করছি, খুব তাড়াতাড়িই ও সুযোগ পাবে। তবে সবথেকে বড় কথা, সুযোগ পেলে যেন একটা লম্বা রান করতে পারে। একটা-দুটো টেস্ট ম্য়াচ নয়, বরং ৬-৭ টেস্ট ম্য়াচ যেন নিশ্চিন্তে খেলতে পারে। ও যে আর সুযোগ পাবে না, এমনটা ভাবার কোনও কারণই নেই।'

Sourav Ganguly