Dhruv Jurel Century: 'ভারতীয় সেনাবাহিনীর জন্য...', সেঞ্চুরি হাঁকিয়েই দেশবাসীর হৃদয় জিতলেন ধ্রুব!

Dhruv Jurel: অহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আয়োজিত এই ম্য়াচে ধ্রুব শেষপর্যন্ত ১২৫ রান করে আউট হলেন। তাঁর এই ইনিংসে ১৫ চার এবং তিনটে ছক্কা রয়েছে। সেঞ্চুরির সেলিব্রেশনটা তিনি ভারতীয় সেনাবাহিনীকে উৎসর্গ করলেন।

Dhruv Jurel: অহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আয়োজিত এই ম্য়াচে ধ্রুব শেষপর্যন্ত ১২৫ রান করে আউট হলেন। তাঁর এই ইনিংসে ১৫ চার এবং তিনটে ছক্কা রয়েছে। সেঞ্চুরির সেলিব্রেশনটা তিনি ভারতীয় সেনাবাহিনীকে উৎসর্গ করলেন।

author-image
IE Bangla Sports Desk
New Update
Dhruv Jurel Century Celebration

নিজের শতরান ভারতীয় সেনাবাহিনীকে উৎসর্গ করলেন ধ্রুব জুরেল

Dhruv Jurel: ওয়েস্ট ইন্ডিজের (India vs West Indies) বিরুদ্ধে প্রথম টেস্ট ম্য়াচে দুরন্ত সেঞ্চুরি হাঁকালেন টিম ইন্ডিয়ার (Indian Cricket Team) উইকেটকিপার-ব্যাটার ধ্রুব জুরেল। অহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আয়োজিত এই ম্য়াচে ধ্রুব শেষপর্যন্ত ১২৫ রান করে আউট হলেন। তাঁর এই ইনিংসে ১৫ চার এবং তিনটে ছক্কা রয়েছে। এই ম্য়াচে ধ্রুব জুরেল ১৯০ বলে নিজের শতরান পূরণ করেন। এরপর সৈনিকদের মতো নিজের ব্যাটটাকে বন্দুক বানিয়ে সেলিব্রেট করলেন। তাঁর এই সেলিব্রেশনের স্টাইল ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। ভারতীয় ক্রিকেট সমর্থকরাও যারপরনাই পছন্দ করছেন।

Advertisment

Dhruv Jurel: টিম ইন্ডিয়ার 'মিলিটারি ম্য়ান', সেঞ্চুরি হাঁকিয়েই ঠুকলেন স্য়ালুট

দ্বিতীয় দিনের খেলা শেষ হওয়ার পর ধ্রুব জুরেল বললেন, 'আমার অর্ধশতরান বাবাকে উৎসর্গ করলাম। আর সেঞ্চুরির সেলিব্রেশনটা ভারতীয় সেনাবাহিনীর জন্য ছিল। ভারতীয় সেনাবাহিনী (Indian Army) কতটা কঠিন জীবনযাপন করেন, সেটা খুব কাছ থেকে দেখার সৌভাগ্য আমার হয়েছে।'

Advertisment

Ravindra Jadeja Record: ভারতীয়দের জন্য বিরাট 'সুখবর', ধোনির এই স্পেশাল রেকর্ড ভাঙলেন জাদেজা!

কার্গিল যুদ্ধে লড়াই করেছিলেন ধ্রুব'র বাবা

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, উত্তর প্রদেশের আগ্রায় জন্মগ্রহণ করেছেন ধ্রুব জুরেল। তাঁর সামনে সাফল্যের রাস্তাটা খুব সহজ একেবারেই ছিল না। ধ্রুব'র লড়াইয়ের গল্প দেশের প্রত্যেক তরুণ ক্রিকেটারকে অনুপ্রেরণা দেবে। ছেলে ক্রিকেটার হোক, এটা ধ্রুব'র বাবা একেবারেই চাননি। তিনি চেয়েছিলেন, ধ্রুব যেন বড় হয়ে দেশের সেবায় নিজেকে নিয়োজিত করতে পারে। আসলে, ধ্রুব'র বাবা নেম সিং জুরেল ভারতীয় সেনাবাহিনীর হয়ে দেশের সেবা করেছেন। এমনকী, কার্গিল যুদ্ধেও অংশগ্রহণ করেছিলেন তিনি। ২০০১ সালে জন্মগ্রহণ করেন ধ্রুব। ছোট থেকেই তিনি ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখেছিলেন। কিন্তু, ভয়ে বাবাকে নিজের ইচ্ছের কথা বলতে পারতেন না।

KL Rahul Celebration: কেএল রাহুলকে নিয়ে 'ধামাকা খবর', মুখ খুললেন স্ত্রী আথিয়াও!

সেনাবাহিনীর স্কুলে পড়াশোনা করার সময় ধ্রুবকে সাঁতারে ভর্তি করে দেওয়া হয়েছিল। কিন্তু, সাঁতারের থেকে বেশি ক্রিকেট খেলতেই তাঁর ভাল লাগত। স্কুলে সুইমিং ক্লাস শুরু হলেই তিনি ক্রিকেট খেলতে চলে যেতেন। এই খেলাটাকে ধীরে ধীরে তিনি এতটাই ভালবেসে ফেলেছিলেন যে সাঁতার থেকে নাম বাদ দিয়ে ক্রিকেটে লিখিয়েছিলেন। ধ্রুব'র বাবা যখন এই ব্যাপারে জানতে পারেন, তখন তিনি প্রথমে খুব রাগারাগি করেন। পরে অবশ্য মেনে নিয়েছিলেন। এমনকী, ছেলেকে ব্যাট কিনে দেওয়ার জন্য তিনি এক বন্ধুর থেকে ৮০০ টাকা ধারও নিয়েছিলেন। আজ টিম ইন্ডিয়ার হয়ে ধ্রুব'র এই সাফল্য দেখে তিনি হয়ত খুব খুশিই হবেন।

Indian army Indian Cricket Team India vs West Indies Dhruv Jurel