Ravindra Jadeja Record: ভারতীয়দের জন্য বিরাট 'সুখবর', ধোনির এই স্পেশাল রেকর্ড ভাঙলেন জাদেজা!

Ravindra Jadeja: অহমেদাবাদ টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুরন্ত হাফসেঞ্চুরি হাঁকিয়েছেন রবীন্দ্র জাদেজা। সেইসঙ্গে তিনি কায়েম করেছেন একটি অনন্য রেকর্ড। পিছনে ফেললেন মহেন্দ্র সিং ধোনিকে।

Ravindra Jadeja: অহমেদাবাদ টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুরন্ত হাফসেঞ্চুরি হাঁকিয়েছেন রবীন্দ্র জাদেজা। সেইসঙ্গে তিনি কায়েম করেছেন একটি অনন্য রেকর্ড। পিছনে ফেললেন মহেন্দ্র সিং ধোনিকে।

author-image
IE Bangla Sports Desk
New Update
Ravindra Jadeja (1)

টিম ইন্ডিয়ার তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা

Ravindra Jadeja: ভারত এবং ওয়েস্ট ইন্ডিজের (India vs West Indies) মধ্যে প্রথম টেস্ট ম্য়াচ খেলা হচ্ছে। এই ম্যাচে ভারতীয় ব্যাটাররা দুর্দান্ত পারফরম্য়ান্স করছেন। ক্যারিবিয়ান বোলারদের টিম ইন্ডিয়া (Indian Cricket Team) কার্যত দুরমুশ করে ছাড়ছে। টিম ইন্ডিয়া এখনও পর্যন্ত ৪ উইকেট হারিয়ে ৩২৬ রান করে ফেলেছে। আর সেইসঙ্গে লিড নিয়েছে মোট ১৬৪ রানের। ভারতীয় ক্রিকেট দলের হয়ে আপাতত ব্যাট করছেন ধ্রুব জুরেল এবং রবীন্দ্র জাদেজা। দুজনেই যথেষ্ট ভাল ব্যাটিং করছেন। 

Advertisment

KL Rahul Celebration: কেএল রাহুলকে নিয়ে 'ধামাকা খবর', মুখ খুললেন স্ত্রী আথিয়াও!

ধোনির রেকর্ড ভাঙলেন রবীন্দ্র জাদেজা

ওয়েস্ট ইন্ডিজের দুর্দান্ত ব্যাটিং পারফরম্য়ান্স করছেন টিম ইন্ডিয়ার অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। ৭৫ বলে তিনি এখনও পর্যন্ত ৫০ রান করেছেন। এরমধ্যে তিনটে বাউন্ডারি এবং চারটে গগনচুম্বী ছক্কা রয়েছে। টিম ইন্ডিয়ার হয়ে সর্বাধিক ছক্কা হাঁকানোর তালিকায় তিনি ইতিমধ্যে মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) রেকর্ড চুরমার করেছেন। জাদেজা এখনও পর্যন্ত টেস্ট ক্রিকেটে ৭৯ ছক্কা হাঁকিয়েছেন। অন্যদিকে, ধোনি ৭৮ বার লাল বল আকাশপথে বাউন্ডারির বাইরে পাঠিয়েছেন।

Advertisment

Shubman Gill: বিরাট কাণ্ড ঘটিয়ে ফেললেন শুভমান, ধন্য ধন্য করছেন সকলে!

টেস্ট ক্রিকেটে ছক্কার পরিসংখ্যানে চতুর্থ স্থানে জাদেজা

টেস্ট ক্রিকেটে ভারতীয় ব্যাটারদের মধ্যে সর্বাধিক ছক্কা হাঁকানোর তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন রবীন্দ্র জাদেজা। তাঁর আগে এই তালিকায় নাম রয়েছে ঋষভ পন্থ, বীরেন্দ্র সেহওয়াগ এবং রোহিত শর্মা (৮৮ ছক্কা)। ভারতের হয়ে টেস্ট ক্রিকেটে সর্বাধিক ছক্কা হাঁকানোর তালিকায় শীর্ষস্থানে যুগ্মভাবে রয়েছেন ঋষভ পন্থ এবং বীরেন্দ্র সেহওয়াগ। তাঁরা দুজনেই ৯০টি করে ছক্কা হাঁকিয়েছেন। 

KL Rahul Century: বিধ্বংসী শতরান রাহুলের, ভয়ে কাঁপছে ক্যারিবিয়ান ব্রিগেড

একনজরে জাদেজার টেস্ট পরিসংখ্যান

২০১২ সালে টিম ইন্ডিয়ার টেস্ট স্কোয়াডে ডেবিউ হয়েছিল রবীন্দ্র জাদেজার। এরপর থেকে ভারতীয় ক্রিকেট দলে অন্যতম শক্তিশালী স্তম্ভ হিসেবে নিজের যোগ্যতা প্রমাণ করেছেন এই তারকা অলরাউন্ডার। দুর্দান্ত ব্যাটিং এবং নজরকাড়া বোলিংয়ের দৌলতে জাদেজা ভারতীয় ক্রিকেট সমর্থকদের ভালবাসা অর্জন করেছেন। এখনও পর্যন্ত তিনি ৮৬ টেস্ট ম্য়াচে মোট ৩,৯৩৬ রান করেছেন। এরমধ্যে পাঁচটি সেঞ্চুরি এবং ২৮ অর্ধশতরান রয়েছে। এছাড়া তিনি ৩৩০ উইকেটও শিকার করেছেন।

IND vs WI Records: গত ২৩ বছর ধরে অটুট ভারতের এই রেকর্ড, না জানলে চরম মিস করবেন!

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম ইনিংসের শুরুটা একেবারেই ভাল করতে পারেনি টিম ইন্ডিয়া। খুব অল্প রান করেই প্যাভিলিয়নে ফিরে গিয়েছিলেন যশস্বী জয়সওয়াল এবং সাই সুদর্শন। এরপর কেএল রাহুল একটি ধামাকাদার শতরান করেন। এছাড়া শুভমান গিলও ৫০ রান করেন। আপাতত ধ্রুব জুরেল ৬৮ রান এবং রবীন্দ্র জাদেজা ৫০ রানে ব্যাট করছেন। টিম ইন্ডিয়া এখনও পর্যন্ত ৩২৬ রান করে ফেলেছে।

Ravindra Jadeja India vs West Indies Indian Cricket Team MS DHONI