/indian-express-bangla/media/media_files/2025/08/20/oscar-bruzon-2025-08-20-11-04-32.jpg)
ইস্টবেঙ্গল এফসি-র হেড কোচ অস্কার ব্রুজোঁ
East Bengal FC: চলতি ডুরান্ড কাপ (Durand Cup 2025) আপাতত গোধূলি লগ্নে পা বাড়াতে শুরু করেছে। বুধবার (২০ অগাস্ট) এই টুর্নামেন্টে দ্বিতীয় সেমিফাইনাল ম্য়াচ আয়োজন করা হবে। কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে খেলতে নামছে ইস্টবেঙ্গল এবং ডায়মন্ড হারবার এফসি (Diamond Harbour FC)। বেশ অনেকদিন পর ফের সাফল্যের দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছে লাল-হলুদ ব্রিগেড। সেকারণে এই সুযোগটা হাতছাড়া করতে চান না অস্কার ব্রুজোঁ। যে কোনও মূল্যে জিততে চান ডুরান্ডের এই দ্বিতীয় সেমিফাইনাল ম্য়াচ।
টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে মোহনবাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে খেলতে নেমেছিল ইস্টবেঙ্গল এফসি। সেই হাইভোল্টেজ ম্য়াচে ২-১ গোলে জয়লাভ করেছে লাল-হলুদ ব্রিগেড। কিন্তু, কলকাতা ডার্বি আপাতত অতীত। সেই জয়ের কোনও রেশ সেমিফাইনাল ম্যাচে ধরে রাখতে চান না অস্কার। ম্য়াচের আগে সাংবাদিক বৈঠকে তিনি সাফ জানিয়ে দিয়েছেন, 'ডার্বি ম্য়াচ এখন আমাদের কাছে অতীত। ওটা নিয়ে আর কোনও ভাবনা চিন্তাই করছি না। আপাতত আমাদের একটাই লক্ষ্য। বুধবারের এই দ্বিতীয় সেমিফাইনাল ম্য়াচে জয়লাভ করে ফাইনালে উঠতে হবে।'
গত ম্য়াচেই মোহনবাগানকে হারিয়েছে ইস্টবেঙ্গল
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, চলতি ডুরান্ড কাপে ইস্টবেঙ্গল এফসি এখনও পর্যন্ত দুর্দান্ত ছন্দে পারফরম্য়ান্স করছে। গত ম্য়াচে চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান সুপার জায়ান্টকে ২-১ গোলে হারিয়ে তারা শেষ চারের টিকিট কনফার্ম করেছে। যদিও এই জয়টা খুব একটা সহজ ছিল না। কারণ, এই টুর্নামেন্টে কোয়ার্টার ফাইনাল ম্য়াচের আগে মেরিনার্সরাও ছিল অপরাজেয়। উল্লেখ্য, ২০২৩ ডুরান্ড কাপ ফাইনালে এই মোহনবাগানের কাছেই হারতে হয়েছিল ইস্টবেঙ্গলকে। সেই পরাজয়ের প্রতিশোধ যে তারা এতদিনে নিতে পারল, তা বলা যেতেই পারে।
East Bengal FC: ইস্টবেঙ্গলের ডার্বি জয়ে আত্মহারা ব্রাত্য বসু, 'ওহ লাভলি' বললেন মদন মিত্র
কিন্তু, কলকাতা ডার্বি তো আর শেষ নয়। সেমিফাইনালে ডায়মন্ড হারবার এফসি-র বিরুদ্ধে আরও বড় লড়াই অপেক্ষা করছে ইস্টবেঙ্গলের সামনে। অস্কার ব্রুজোঁ নিজেও জানেন, 'সেমিফাইনালে দুটো দলের মধ্যেই যথেষ্ট কঠিন লড়াই হবে। ডায়মন্ড হারবারও ছেড়ে দেবে না। ওরাও এই ম্য়াচটা জিতে ফাইনালে যেতে চাইবে।' শেষ চারের ম্য়াচ খেলতে নামার আগে প্রতিপক্ষকে যথেষ্টই সমীহ করলেন অস্কার। বললেন, 'ওদের দল বেশ ভাল। নক আউট পর্বের ম্যাচ বরাবরই আলাদা হয়। সেমিফাইনালে কার্ড দেখলে চলবে না। আমাদের আরও সতর্ক থাকতে হবে।'
East Bengal vs Mohun Bagan Highlights: মশালের আগুনের ছারখার সাধের বাগান, ডার্বির রং লাল-হলুদ
২০২৪ কলিঙ্গ সুপার কাপের পর থেকে ইস্টবেঙ্গলের ঝুলিতে আর কোনও সাফল্য নেই বললেই চলে। ইতিমধ্যে গোটা দল বহু চড়াই-উতরাইয়ের সাক্ষী হয়েছে। ফুটবলার বদলেছে একাধিক। বদল হয়েছে দলের কোচও। এই মরশুমে ইস্টবেঙ্গল দলের শরীরী ভাষা যে একেবারে বদলে গিয়েছে, তা অস্বীকার করার জায়গা নেই। ডুরান্ডের সেমিফাইনালেও সেই আত্মবিশ্বাসটা তারা ধরে রাখতে পারে কি না, সেটাই এখন দেখার।