Durand Cup 2025: চলতি ডুরান্ড কাপে অন্য দলগুলোর তুলনায় মহমেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan Sporting Club) যে অনেকটাই দুর্বল, সেটা আর আলাদা করে বলার দরকার নেই। একাধিক সমস্যায় ভুগছে তারা। সোমবার (২৮ জুলাই) ডায়মন্ড হারবার এফসি-র (Diamond Harbour FC) বিরুদ্ধে তারা খেলতে নেমেছিল। গোটা ম্য়াচে তারা হাড্ডাহাড্ডি লড়াই চালায়। শেষপর্যন্ত ২-১ গোলে পরাস্ত হয়েছে সাদা-কালো ব্রিগেড।
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, সোমবারের ম্যাচে মহমেডান স্পোর্টিং ক্লাবে কোনও বিদেশি ফুটবলার খেলেনি। ভারতীয় ফুটবলারদের নিয়েই তারা যেভাবে লড়াই করল, তা অবশ্যই প্রশংসনীয়। মেহরাজউদ্দিন ওয়াডুর দল গোটা ম্য়াচ জুড়েই দাপুটে পারফরম্য়ান্স চালায়। একাধিক গোলের সুযোগও তারা তৈরি করেছিল। কিন্তু, দূর্ভাগ্যের বিষয়, সেই সুযোগ তারা কাজে লাগাতে পারেনি।
FIFA Ban On Mohammedan Sporting Club: ফিফার নিষেধাজ্ঞা, সই করানো যাবে না ফুটবলার! চরম সমস্যায় মহমেডান স্পোর্টিং ক্লাব
প্রথমার্ধে এগিয়ে ছিল মহমেডান
এই ম্য়াচের শুরু থেকে দুটো দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই দেখতে পাওয়া গিয়েছিল। ৩৬ মিনিটে আদিসনের গোলে এগিয়ে যায় মহমেডান। হাফটাইমে দুই দল যখন মাঠ ছাড়ছিল, সেইসময় মহমেডান ১-০ গোলে এগিয়ে থাকার কারণে তুলনামূলক অনেকটাই স্বস্তিতে ছিল।
FIFA Banned Mohammedan SC: ফের মহমেডানকে 'নির্বাসন' ফিফা-র, ডুরান্ডে আদৌ খেলবে তো ব্ল্যাক প্যান্থার্সরা?
৫১ মিনিটে সমতা ফেরালেন রুয়াতকিমা
কিন্তু, এই ম্য়াচের দ্বিতীয়ার্ধে গোটা ম্যাচের রং একেবারে বদলে যায়। এই ম্যাচের লাগাম ক্রমশ শক্ত হাতে ধরতে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দল। ৫১ মিনিটে ডায়মন্ড হারবারের হয়ে সমতা ফেরান রুয়াতকিমা। কর্নার কিক থেকে উড়ে আসা একটি বলে তিনি মাথা ঠেকান। আর বলটা কার্যত বুলেট গতিতে মহমেডানের জালে জড়িয়ে যায়। এই গোলের পর ম্য়াচটা আরও রোমাঞ্চকর হয়ে ওঠে। তৈরি হয় টানটান উত্তেজনা।
Diamond Harbour FC: আইলিগে উঠে আইএসএলেও জায়গা করে নিতে মরিয়া ডায়মন্ড হারবার এফসি, আত্মবিশ্বাসী কোচ কিবু ভিকুনা
শেষবেলায় বাজিমাত লুকা মাজসেনের
দূর্ভাগ্যের বিষয়, এরপর ব্ল্যাক প্যান্থার্সদের সামনে এগিয়ে যাওয়ার বেশ কয়েকটা সুযোগ তৈরি হয়েছিল। কিন্তু, সেই সুযোগ তারা কাজে লাগাতে পারেনি। যদি কয়েকটা সুযোগও তারা কাজে লাগাতে পারত, তাহলেও ম্য়াচের ফলাফল অন্য হতে পারত। যাইহোক নির্ধারিত ৯০ মিনিট পর্যন্ত দুটো দলই একটি করে গোল করে। সকলেই আশা করছিলেন যে ম্য়াচটা হয়ত ড্র হবে। কিন্তু, শেষরাতে বাজিমাত করলেন ডায়মন্ড হারবার এফসি-র তারকা ফুটবলার লুকা মাজসেন।
East Bengal wins Kolkata Derby 2025: ঘুচল যাবতীয় অপমানের জ্বালা, মরশুমের প্রথম ডার্বিতে জয় ইস্টবেঙ্গলের
সম্প্রতি পঞ্জাব এফসি থেকে তিনি ডায়মন্ড হারবারে যোগ দিয়েছেন। আর তিনিই হয়ে উঠলেন এই ম্য়াচের 'বাজিগর।' এই ম্য়াচে ১০ মিনিটের সংযুক্ত সময় দেওয়া হয়েছিল। একেবারে দশম মিনিটেই গোল করলেন লুকা। একটি রিবাউন্ড শটে তিনি ডায়মন্ড হারবারের ৩ পয়েন্ট নিশ্চিত করলেন। এই ম্য়াচে মহমেডান হারলেও, তাদের লড়াই যে প্রশংসা কুড়িয়েছে, সেটা আর আলাদা করে বলে দেওয়ার দরকার পড়ে না।