Diamond Harbour FC: 'তিন পয়েন্টের জন্য লড়ব...', মোহনবাগান ম্য়াচের আগে 'হুঙ্কার' ডায়মন্ড হারবার এফসি কর্তার

Diamond Harbour FC: চলতি ডুরান্ড কাপে কলকাতা ডার্বি ম্য়াচ আদৌ খেলা হবে কি না, তা নিয়ে যথেষ্ট অনিশ্চয়তা রয়েছে। তবে এই ম্য়াচের উত্তেজনা যে কোনও অংশে কম নয়, তা রাখী পূর্ণিমার দিন সকাল থেকেই হাড়ে হাড়ে টের পাওয়া যাচ্ছে।

Diamond Harbour FC: চলতি ডুরান্ড কাপে কলকাতা ডার্বি ম্য়াচ আদৌ খেলা হবে কি না, তা নিয়ে যথেষ্ট অনিশ্চয়তা রয়েছে। তবে এই ম্য়াচের উত্তেজনা যে কোনও অংশে কম নয়, তা রাখী পূর্ণিমার দিন সকাল থেকেই হাড়ে হাড়ে টের পাওয়া যাচ্ছে।

author-image
Koushik Biswas
New Update
Diamond Harbour FC

মোহনবাগান ম্য়াচের আগে রণহুঙ্কার ডায়মন্ড হারবার এফসি-র

Diamond Harbour FC: শনিবার (৯ অগাস্ট) কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে হাইভোল্টেজ ম্য়াচের আয়োজন করা হচ্ছে। একদিকে রয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giant) এবং অন্যদিকে ডায়মন্ড হারবার এফসি। চলতি ডুরান্ড কাপে (Durand Cup 2025) কলকাতা ডার্বি ম্য়াচ আদৌ খেলা হবে কি না, তা নিয়ে যথেষ্ট অনিশ্চয়তা রয়েছে। তবে এই ম্য়াচের উত্তেজনা যে কোনও অংশে কম নয়, তা রাখী পূর্ণিমার দিন সকাল থেকেই হাড়ে হাড়ে টের পাওয়া যাচ্ছে। এই হাড্ডাহাড্ডি লড়াইয়ের জন্য ঠিক কতটা প্রস্তুত ডায়মন্ড হারবার এফসি? এই ব্যাপারে প্রশ্ন করা হয়েছিল দলের ভাইস প্রেসিডেন্ট আকাশ বন্দ্যোপাধ্যায়কে। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, এই টুর্নামেন্টে প্রত্যেকটা ম্য়াচই দলের কাছে সমান গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা ম্য়াচেই তাঁরা জিততে চান।

Advertisment

Mohun Bagan Super Giant: 'মোহনবাগান ভাল দল, ডিফেন্স নিয়ে চাপে থাকবে...', স্পষ্ট কথা নবির

সেরা পারফরম্যান্সটা দিতে চাই: আকাশ বন্দ্যোপাধ্যায়

Advertisment

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে একান্ত সাক্ষাৎকারে আকাশ বন্দ্যোপাধ্যায় বললেন, 'এই ম্য়াচে আমরা আপাতত একটাই পরিকল্পনা নিয়ে মাঠে নামছি। আমাদের ভাল ফুটবল খেলতে হবে। আর সেকারণে নিজেদের সেরা পারফরম্য়ান্স উজাড় করে দিতে চাই।' সঙ্গে তিনি আরও যোগ করেছেন, 'এই দলটার সবথেকে বড় শক্তি হল, ফুটবলারদের মধ্যে একতা। দলগত এই সংহতির কারণেই আমরা ভাল পারফরম্য়ান্স করতে পারছি। আমরা প্রত্যেকে একটা দল হিসেবে খেলি। আর সেটাই আমাদের সাফল্যের সবথেকে বড় চাবিকাঠি।'

Dimitri Petratos: বাগানের অনুশীলনে চনমনে দিমি, শনিবার খেলবেন ডায়মন্ড হারবারের বিরুদ্ধে?

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ২০২৫ ডুরান্ড কাপে ডায়মন্ড হারবার এফসি-র পারফরম্য়ান্স নিয়ে ইতিমধ্যে সকলে প্রশংসা করছেন। কিবু ভিকুনার প্রশিক্ষণে এই দল আপাতত যেন অশ্বমেধ ঘোড়ার মতোই দৌড়চ্ছে। এই টুর্নামেন্টে তারা নবাগত হলেও খেলার মাঠে কোনও প্রভাব পড়েনি। প্রথম ম্য়াচেই তারা মহমেডান স্পোর্টিং ক্লাবকে ২-১ গোলে পরাস্ত করেছিল। দ্বিতীয় ম্য়াচে বর্ডার সিকিউরিটি ফোর্সের বিরুদ্ধে আগুন জ্বালায় তারা। ৮-১ গোলের একটি বিশাল ব্যবধানে তারা জয়লাভ করেছিল। অর্থাৎ এখনও পর্যন্ত তারা মোট ১০ গোল করে ফেলেছে। আর হজম করেছে মাত্র জোড়া গোল। 

Mohun Bagan Super Giant: মাত্র ১ দিন আগে 'সবুজ সংকেত', আপুইয়াকে আজ খেলাবেন মলিনা?

অন্যদিকে, মোহনবাগান সুপার জায়ান্টও প্রথম ম্য়াচ সেই মহমেডানের বিরুদ্ধেই খেলতে নেমেছিল। সেই ম্য়াচে তারা ৩-১ গোলে জয়লাভ করে। পরের ম্য়াাচে  বর্ডার সিকিউরিটি ফোর্সকে ৪-০ গোলে হারিয়ে দেয় মেরিনার্সরা। অর্থাৎ, গত ২ ম্য়াচে তারা সাতটা গোল দিলেও একটি গোল হজম করতে হয়েছে। এই পরিস্থিতিতে শনিবারের ম্য়াচে দুটো দলই যে জয়ের জন্য আপ্রাণ চেষ্টা করবে, তা বলাই বাহুল্য। কিন্তু, মাঠে নামার ডায়মন্ড হারবার এফসি-কে কোনও দুর্বলতা আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরছে। জবাবে দলের ভাইস প্রেসিডেন্ট দুরন্ত 'ডজ' করলেন। একবাক্যে জানিয়ে দিলেন, 'একেবারেই না। আপাতত এই দলে কোনও দুর্বলতার চিহ্ন আমি দেখতে পাচ্ছি না।'

Mohammedan SC vs Diamond Harbour FC: অবিশ্বাস্য লড়াইয়ের পরও হল না শেষরক্ষা, শেষবেলায় হার মহমেডানের

জেনে রাখুন এই গুরুত্বপূর্ণ তথ্য: 

  • ম্যাচ সংখ্যা ৩০ : মোহনবাগান সুপার জায়ান্ট বনাম ডায়মন্ড হারবার এফসি
  • খেলার স্থান : বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন, কলকাতা
  • তারিখ : ৯ অগাস্ট, ২০২৫
  • ম্যাচ শুরুর সময় : সন্ধ্যা ৭টা
  • সম্প্রচার : সোনি স্পোর্টস নেটওয়ার্ক
  • লাইভ স্ট্রিমিং : সোনি লিভ

ইন্টারভিউয়ের শেষবেলায় আকাশ বন্দ্যোপাধ্যায় একটাই কথা বললেন। তাঁর কথায়, 'আজকের ম্য়াচে আমরা ৩ পয়েন্টের জন্য লড়াই করব। গোল পার্থক্যে কতটা এগিয়ে রয়েছি, সেটা বড় কথা নয়। জিততে হবে, এটাই শেষ কথা।'

Mohun Bagan Super Giant Diamond Harbour FC Durand Cup 2025