/indian-express-bangla/media/media_files/2025/09/21/dimitri-petratos-2025-09-21-17-40-53.jpg)
মোহনবাগান সুপার জায়ান্টের প্রাণভ্রমরা দিমিত্রি পেত্রাতোস
Dimitri Petratos: দিমিত্রি পেত্রাতোসের সঙ্গে মোহনবাগান সুপার জায়ান্টের (Mohun Bagan Super Giant) সম্পর্ক কি ছিন্ন হতে চলেছে। বিগত কয়েকদিন ধরেই এমন জল্পনা তোলপাড় করেছে কলকাতা ময়দানকে। এমনকী, দলের সঙ্গে অনুশীলনে যোগ না দেওয়ার কারণে সেই জল্পনা আরও আগুন পেয়েছিল। অবশেষে যাবতীয় আগুনে জল ঢাললেন দিমি নিজেই। রবিবার (২১ সেপ্টেম্বর) তিনি মোহনবাগানের অনুশীলনে যোগ দিতে এলেন। আর দিমিকে দেখে বাগান সমর্থকরাও ফেললেন স্বস্তির নিঃশ্বাস।
Mohun Bagan Footballer Demise: মারা গেলেন মোহনবাগানের তারকা ফুটবলার, শোকের ছায়া কলকাতা ময়দানে
সম্প্রতি এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২ অভিযান শুরু করেছে মোহনবাগান। গ্রুপ পর্বের প্রথম ম্য়াচে তারা তুর্কমেনিস্তানের ফুটবল ক্লাব আহাল এফকে-র বিরুদ্ধে খেলতে নেমেছিল। এই ম্য়াচে ০-১ গোলে পরাস্ত হয় সবুজ-মেরুন ব্রিগেড। তবে বাগান সমর্থকদের যে বিষয়টা সবথেকে বেশি খারাপ লেগেছে, তা হল গোটা ম্যাচে হোসে মলিনা একবারও দিমিত্রি পেত্রাতোসকে মাঠে নামালেন না। আর সেকারণে ম্যাচের শেষে 'গো ব্যাক মলিনা' ধ্বনিও শুনতে পাওয়া যায়।
Mohun Bagan Super Giant Loss: 'প্রত্যেকটা বিদেশিকে খেলাতে পারত...', মোহনবাগানের পরাজয়ে আক্ষেপ নবির
ভাইরাল হওয়া ভিডিও নিয়ে যাবতীয় জলঘোলা
ইতিমধ্যে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হতে শুরু করে। সেখানে দেখা যায়, পেত্রাতোস একেবারে সাইড লাইনের পাশেই দাঁড়িয়ে ছিলেন। যেন তিনি মলিনার থেকে নির্দেশ পাওয়ারই অপেক্ষা করছিলেন। কিন্তু, সেই নির্দেশ শেষপর্যন্ত আসেনি। ম্যাচের শেষে দেখা যায় বাগানের এই অজি ফরোয়ার্ড একা একা মাথা নীচু করে দাঁড়িয়ে রয়েছেন। অপর একটি ভাইরাল হওয়া ভিডিওয় আবার দেখা গিয়েছে, খেলা শেষের বাঁশি বাজতে না বাজতেই মলিনার সঙ্গে কোনও একটি বিষয় নিয়ে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন পেত্রাতোস। সেটা নিয়েও হাওয়া গরম করতে থাকেন বাগান সমর্থকরা।
Mohun Bagan Super Giant: ঘরের মাঠে লজ্জার হার, এই ৩ কারণেই মুখ ডোবাল মোহনবাগান
এরপর পেত্রাতোস তাঁর অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করেন। সেখানে দেখা যায়, বিদায়ী নমস্কারের ভঙ্গিতে তিনি নিজের দুটো হাত জড়ো করে রয়েছেন। এই ছবিকে কেন্দ্র করেই শুরু হয়ে যায় যাবতীয় জল্পনার সূত্রপাত। বাগান সমর্থকদের একাংশ দাবি করেন, পেত্রাতোস নাকি মোহনবাগান ছাড়তে চলেছেন। এই খবরটাই কার্যত দাবানলের মতো ছড়িয়ে পড়ে। ইতিমধ্যে পেত্রাতোস নিজেও কলকাতা ছাড়েন। সেটার পর অনেকেই অঙ্কের সমাধান দুইয়ে দুইয়ে চার করতে শুরু করেন। পরে অবশ্য জানা যায়, পেত্রাতোস কোথাও যাচ্ছেন না। কয়েকদিন পরিবারের সঙ্গে তিনি দুবাইয়ে ছুটি কাটাতে গিয়েছিলেন। শনিবারই তিনি কলকাতায় ফিরে আসেন। আর রবিবার ফের যোগ দেন অনুশীলনে।