/indian-express-bangla/media/media_files/2025/09/19/rip-2-2025-09-19-09-57-23.jpg)
শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন মোহনবাগানের প্রাক্তন ফুটবলার
Mohun Bagan Super Giant: শোকের সাগরে ডুবল কলকাতার ফুটবল ময়দান। শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন মোহনবাগানের প্রাক্তন ফুটবলার মৃত্যুঞ্জয় বন্দ্যোপাধ্যায়। বয়স হয়েছিল ৮৬ বছর। জানা গিয়েছে, গত কয়েকবছর ধরেই তিনি বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন। জানা গিয়েছে, শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে গল্ফগ্রিনের বাড়িতেই মারা যান তিনি।
Mohun Bagan Super Giant Loss: 'প্রত্যেকটা বিদেশিকে খেলাতে পারত...', মোহনবাগানের পরাজয়ে আক্ষেপ নবির
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, পাঁচের দশকের শেষদিকে মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবে যোগ দিয়েছিলেন মৃত্যুঞ্জয় ভট্টাচার্য। খেলেছেন ছ'য়ের দশকের মাঝামাঝি সময় পর্যন্ত। বাংলার হয়ে সন্তোষ ট্রফিতে তাঁর অবদান ছিল অনস্বীকার্য। চুনী গোস্বামী, জার্নেল সিং এবং অশোক চট্টোপাধ্যায়ের সঙ্গে দাপিয়ে বেড়িয়েছেন ফুটবল ময়দান। তবে তাঁর কেরিয়ারের উল্লেখযোগ্য মাইলফলক হল ১৯৬৪ সালে AFC এশিয়ান কাপে অংশগ্রহণ। ভারতীয় ফুটবল দলের হয়ে তিনি রানার্স আপের খেতাব জয় করেছিলেন।
Mohun Bagan Super Giant: ঘরের মাঠে লজ্জার হার, এই ৩ কারণেই মুখ ডোবাল মোহনবাগান
ভারতীয় ফুটবল তথা মোহনবাগানের রক্ষণে অন্যতম উল্লেখযোগ্য অবদান ছিল মৃত্যুঞ্জয় ভট্টাচার্যের। ৯০ মিনিটের লড়াই থেকে অবসর গ্রহণ করলেও, ফুটবল থেকে তিনি দুরে থাকতে পারেননি। প্রাক্তন ফুটবলারদের সংস্থা ভেটারেন্স ক্লাবের সঙ্গে তিনি সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। এমনকী, ওই সংগঠনের আধিকারিক হিসেবে তিনি যথেষ্ট সুনাম অর্জন করেছিলেন। ইতিমধ্যে আইএফএ সচিব অনির্বাণ দত্ত গভীর শোকপ্রকাশ করেছেন।
ডামাডোল চলছে মোহনবাগানে
এবার মোহনবাগান সুপার জায়ান্টের কথায় আসা যাক। সম্প্রতি এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২ অভিযান শুরু করেছে সবুজ-মেরুন ব্রিগেড। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে তারা আহাল এফকে-র বিরুদ্ধে খেলতে নেমেছিল। এই ম্য়াচে তারা ১-০ গোলে পরাস্ত হয়। হারের পাশাপাশি মোহনবাগানের পারফরম্য়ান্স নিয়েও একাধিক সমালোচনার ঝড় উঠতে শুরু করেছে। এই ম্য়াচে বাগানের প্রাণভ্রমরা দিমিত্রি পেত্রাতোসকে খেলানো হয়নি। সেকারণে খেলার শেষে 'গো ব্যাক মলিনা' স্লোগানও শুনতে পাওয়া গিয়েছে। আগামী ম্য়াচে ইরানের ফুটবল ক্লাব সেপাহান এসসি-র বিরুদ্ধে তারা খেলতে নামবে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us