Mohun Bagan Super Giant Loss: 'প্রত্যেকটা বিদেশিকে খেলাতে পারত...', মোহনবাগানের পরাজয়ে আক্ষেপ নবির

Mohun Bagan vs Ahal FK: মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) মোহনবাগান সুপার জায়ান্ট এবং আহাল এফকে কলকাতার সল্টলেক স্টেডিয়ামে (বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন) খেলতে নেমেছিল। শেষপর্যন্ত এই ম্য়াচে মেরিনার্সরা ১-০ গোলে পরাস্ত হয়।

Mohun Bagan vs Ahal FK: মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) মোহনবাগান সুপার জায়ান্ট এবং আহাল এফকে কলকাতার সল্টলেক স্টেডিয়ামে (বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন) খেলতে নেমেছিল। শেষপর্যন্ত এই ম্য়াচে মেরিনার্সরা ১-০ গোলে পরাস্ত হয়।

author-image
Koushik Biswas
New Update
Rahim Nabi reaction on Mohun Bagan Loss

মোহনবাগানের পরাজয় নিয়ে প্রতিক্রিয়া দিলেন রহিম নবি

Mohun Bagan Super Giant: বিদেশিহীন আহালের (Ahal FK) কাছে হেরে গেল মোহনবাগান সুপার জায়ান্ট। এরথেকে বড় লজ্জা আর কীই বা হতে পারে! মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) এই দুটো দল কলকাতার সল্টলেক স্টেডিয়ামে (বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন) খেলতে নেমেছিল। শেষপর্যন্ত এই ম্য়াচে মেরিনার্সরা ১-০ গোলে পরাস্ত হয়। আহালের হয়ে ম্যাচের ৮২ মিনিটে জয়সূচক গোলটি করলেন এনোয়ার অ্যানায়েভ। আর সেইসঙ্গে মোহনবাগানের যাবতীয় স্বপ্ন চুরমার হয়ে যায়। বাগানের এই পারফরম্য়ান্স দেখে রীতিমতো হতাশ বাংলা তথা ভারতের প্রাক্তন ফুটবলার রহিম নবি (Rahim Nabi)। তাঁর আক্ষেপ একটাই। এই ম্য়াচে মোহনবাগান অন্তত দলের প্রত্যেকটা বিদেশিকে খেলাতে পারত।

Advertisment

Mohun Bagan Super Giant: ঘরের মাঠে লজ্জার হার, এই ৩ কারণেই মুখ ডোবাল মোহনবাগান

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা-কে দুরভাষ মারফৎ দেওয়া একটি সাক্ষাৎকারে রহিম নবি বললেন, 'মোহনবাগান বেশ ভালই খেলছিল। খুব একটা যে খারাপ খেলেছে সেটা বলতে পারব না। মোহনবাগান হয়ত গোল করতে পারেনি। কিন্তু, মোটের উপর ওদের খেলা আমার খারাপ লাগেনি। তবে একটা কথা আমি অবশ্যই বলব। এএফসি তো অনেক বড় একটা মঞ্চ। সেখানে মোহনবাগান অন্তত দলের প্রত্যেক বিদেশিকে খেলাতে পারত। কেন যে খেলালো না, সেটা ভেবেই আমি অবাক হচ্ছি।'

Advertisment

Mohun Bagan Super Giant vs Ahal FK: মোহনবাগান হারতেই মলিনার সঙ্গে কথা কাটাকাটি পেত্রাতোসের! ভাইরাল ভিডিও ঘিরে একাধিক প্রশ্ন

পেত্রাতোসকে নিয়ে শুরু জলঘোলা

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, আহাল এফকে-র বিরুদ্ধে মোহনবাগানের 'প্রাণভ্রমরা' দিমিত্রি পেত্রাতোসকে মাঠে নামাননি সবুজ-মেরুন ব্রিগেডের হেড কোচ হেড কোচ হোসে মলিনা। তা নিয়ে ইতিমধ্যেই যথেষ্ট জলঘোলা হতে শুরু করেছে। অনেকেই বলছেন, সল্টলেক স্টেডিয়ামের প্রত্যেকটা ঘাস পেত্রাতোস যেভাবে চেনেন, সেই অভিজ্ঞতা রবিনহোর নেই। যদি খেলোয়াড় বদল করতেই হত, তাহলে দিমিকে অন্তত মাঠে নামাতে পারতেন মলিনা। আশা করা যায়, আগামী ম্য়াচে তিনি হয়ত এই ভুল থেকে শিক্ষা গ্রহণ করতে পারবেন।

Mohun Bagan Super Giant: মোহনবাগানের হারে হতাশ সংগ্রাম, জানালেন মনের দুঃখের কথা

বিশালের গোলটা সেভ করা উচিত ছিল: নবি

পাশাপাশি মোহনবাগানের গোলরক্ষক বিশাল কাইথের পারফরম্য়ান্স নিয়েও খুব একটা সন্তুষ্ট হতে পারেননি রহিম নবি। তিনি বললেন, 'যে জায়গা থেকে বিশাল গোলটা হজম করেছে, সেটা একেবারেই মেনে নেওয়া যায় না। আমার মনে হয়েছে, বিশালের মতো একজন গোলকিপারের জন্য ওই গোলটা খাওয়া একেবারেই উচিত হয়নি। বলটা অবশ্যই সেভ করা উচিত ছিল। আগে এর থেকে অনেক কঠিন পরিস্থিতি ও সামলেছে। গতকাল ও যেখানে দাঁড়িয়েছিল, সেখান থেকে বলটা অনায়াসেই সেভ করতে পারত।'

Mohun Bagan Super Giant vs Ahal Match Highlights: শেষ হল মোহনবাগান বনাম আহাল ম্যাচ,লজ্জার হারে মাঠ ছাড়ল মেরিনার্সরা

সঙ্গে তিনি আরও যোগ করেছেন, 'গতকাল মোহনবাগান খুব বাজে বাজে মিস করেছে। ভারত সেরা একটা দলের থেকে এমন পারফরম্য়ান্স একেবারেই আশা করা যায় না। এই ম্যাচের প্রথমার্ধেই যদি মোহনবাগান অল-আউট খেলত এবং একটা গোল তুলে নিতে পারত, তাহলেই ওরা অনেকটা অ্যাডভান্টেজ পেয়ে যেত। কিন্তু, সেই পথে হোসে মলিনার দল হাঁটেনি। বর্তমানে মোহনবাগানের যে দলটা রয়েছে, সেটা হারার মতো নয়। সব দিক থেকেই ওরা এগিয়ে ছিল। এটা একটা দুর্ঘটনা মাত্র।'

Rahim Nabi Ahal FK Mohun Bagan Super Giant