Dimitri Petratos: মোহনবাগান সমর্থকরা এতদিন ধরে যে ফুটবলারের জন্য অপেক্ষা করছিলেন, অবশেষে তা অবসান হয়েছে। বৃহস্পতিবার মধ্যরাতে (৮ অগাস্ট) শহর কলকাতায় পা রেখেছেন বাগানের অজি ফরোয়ার্ড দিমিত্রি পোত্রাতোস। এতটা লম্বা সফরের পর একটুও বিশ্রাম নিলেন না তিনি। বরং, শুক্রবার বিকেলেই তিনি মোহনবাগান (Mohun Bagan Super Giant) অনুশীলনে যোগ দিলেন। আগামীকাল অর্থাৎ ৯ অগাস্ট চলতি ডুরান্ড কাপে গ্রুপ পর্বের গুরুত্বপূর্ণ ম্য়াচ খেলতে নামছে মেরিনার্সরা। প্রতিপক্ষ ডায়মন্ড হারবার এফসি (Diamond Harbour FC)। এই পরিস্থিতিতে সমর্থকদের মনে একটাই প্রশ্ন জাগতে শুরু করেছে, শনিবাসরীয় ম্য়াচে আদৌ খেলতে নামবেন তাঁদের প্রিয় দিমি?
Mohun Bagan Super Giant: কতটা গুরুতর আপুইয়ার চোট? আদৌ খেলতে পারবেন ডায়মন্ড হারবারের বিরুদ্ধে?
এদিন বিকেলবেলা একটি সাদা রংয়ের গাড়িতে মোহনবাগান তাঁবুতে হাজির হন দিমিত্রি পেত্রাতোস। পরনে ছিল নীল এবং হলুদ রংয়ের একটি টি-শার্ট। কাঁধে ছিল একটি স্লিং ব্যাগ। গাড়ি থেকে নামতে না নামতেই তাঁর মুখে হালকা একটা হাসির ঝলক দেখতে পাওয়া যায়। এতদিন পর মোহনবাগান ক্লাবে এসে যে তিনি খুশি সেটা পেত্রাতোসের চোখ-মুখ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল। এরপর জেসন কামিংস এবং দীপক টাংরিকে জড়িয়ে ধরেন তিনি। সেখান থেকে দেখা করতে যান সমর্থকদের সঙ্গে। সেখানে ভিড় কার্যত উপচে পড়ছিল। বেশ কয়েকজন সমর্থকের সঙ্গে করমর্দনও করলেন তিনি।
Mohun Bagan Super Giant: বড় সিদ্ধান্তের পথে মোহনবাগান! আরও অন্ধকারে ISL ভবিষ্যৎ?
এরপর অনুশীলন জার্সি গায়ে মাঠে নামলেন পেত্রাতোস। পাশে ছিলেন জেমি ম্য়াকলারেন এবং জেসন কামিংস। সবুজ-মেরুন সমর্থকদের আশা, এই ত্রিফলা আক্রমণে আবারও সেরার সেরা হবে মোহনবাগান। গত মরশুমে গঙ্গাপাড়ের এই ক্লাবটি জোড়া খেতাব জয় করেছিল। আইএসএল শিল্ড জয়ের পাশাপাশি ট্রফিও এসেছিল বাগানের ক্যাবিনেটেই। এবারও কি তেমনই কোনও চমক অপেক্ষা করছে? সেটা অবশ্য সময়ই বলবে।
Mohun Bagan Super Giant: আগুন জয় মোহনবাগানের, দুর্বল BSF-কে নিয়ে ছেলেখেলা করল মেরিনার্সরা
যাইহোক, মাঠে নেমে সতীর্থদের সঙ্গে হালকা গা ঘামালেন দিমি। এরপর বল নিয়েও বেশ খানিকক্ষণ অনুশীলন করলেন তিনি। শনিবাসরীয় লড়াইয়ে 'দিমি গড' তথা বাগান সমর্থকদের নয়ণের মণি খেলতে নামবেন কি না, সেই ব্যাপারে এখনও পর্যন্ত জানা যায়নি। তবে প্র্যাকটিস দেখে অন্তত মনে হল, আপাতত যথেষ্ট ম্য়াচ ফিট রয়েছেন তিনি। যদি ডায়মন্ড হারবারের বিরুদ্ধে মলিনা কিছুক্ষণের জন্যও পেত্রাতোসকে মাঠে নামান, তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না।