Mohun Bagan Super Giant: বৃহস্পতিবার (৭ অগাস্ট) সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (AIFF) একটি বৈঠকের আয়োজন করেছে। এই বৈঠকে ইন্ডিয়ান সুপার লিগে অংশগ্রহণকারী প্রত্যেকটা দলকে থাকতে বলা হয়েছে। কিন্তু, শোনা যাচ্ছে যে ISL ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মোহনবাগান সুপার জায়ান্ট নাকি এই বৈঠকে অংশগ্রহণ করবে না।
বেশ কয়েকটি বিশ্বস্ত সূত্র মারফৎ জানা গিয়েছে, মোহনবাগান ক্লাবকে নাকি এই বৈঠকের কোনও আমন্ত্রণপত্র এখনও পর্যন্ত পাঠানো হয়নি। যদি সেই আমন্ত্রণ আসত, তাহলে অবশ্যই একটা ভাবনাচিন্তার জায়গা থাকত। এই পরিস্থিতিতে নয়াদিল্লিতে আয়োজিত এই বৈঠকে বাগানের কোনও প্রতিনিধি উপস্থিত থাকবেন কি না, তা এখনও পর্যন্ত অনিশ্চিত।
নাম প্রকাশে অনিচ্ছুক মোহনবাগানের এক আধিকারিক স্পোর্টস্টারকে জানিয়েছেন, 'বর্তমান পরিস্থিতি যে কতটা দমবন্ধকর, সেটা ক্লাব খুব ভাল করেই জানে। সুপ্রিম কোর্টের নির্দেশের পরই সবকিছু সমাধান হবে। এই পরিস্থিতিতে আলোচনা করে কোনও লাভ আদতে হবে না। কারণ পরিস্থিতি যেমন ছিল, ঠিক তেমনই থাকবে।'
Mohun Bagan Super Giant: আগুন জয় মোহনবাগানের, দুর্বল BSF-কে নিয়ে ছেলেখেলা করল মেরিনার্সরা
অন্যদিকে, কলকাতার অপর শতাব্দী প্রাচীন ফুটবল ক্লাব ইস্টবেঙ্গল (East Bengal FC) অবশ্য উল্টো পথে হাঁটা শুরু করেছেন। লাল-হলুদ কর্তারা অবশ্য ফেডারেশনের উচ্চপদস্থ আধিকারিক এবং বাকি ক্লাবগুলোর সঙ্গে আলোচনা করতে প্রস্তুত।
Mohun Bagan vs BSF: দুরন্ত হেড মনবীরের, প্রথমার্ধেই জ্বলে উঠল মোহনবাগান
ইস্টবেঙ্গল ক্লাবের শীর্ষ আধিকারিক দেবব্রত সরকার বললেন, 'আমরা আজই হাতে চিঠি পেয়েছি। এই বৈঠকে যোগ দেওয়ার জন্য মুখিয়ে রয়েছি আমরা। ক্লাবের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে ইতিমধ্যে আমাদের একপ্রস্থ আলোচনা হয়েছে। গোটা বিষয়ের একটা সমাধান সূত্র আমরা চাই।'
অনিশ্চিত ISL-এর ভবিষ্যৎ
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ইন্ডিয়ান সুপার লিগের ভবিষ্যৎ আপাতত অনিশ্চিত। এই টুর্নামেন্টের আয়োজক সংস্থা ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটের এবং সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের মধ্যে এখনও মাস্টার রাইটস এগ্রিমেন্ট নিয়ে কোনও চুক্তি স্বাক্ষরিত হয়নি।
Mohun Bagan Super Giant: ১০ জনেই ডার্বি জয় মোহনবাগানের, ডুরান্ডে সবুজ-মেরুনের নায়ক কোলাসো
ফলস্বরূপ, ইতিমধ্যে বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হচ্ছে। এই যেমন বেঙ্গালুরু এফসি সিনিয়র ফুটবলারদের বেতন ইতিমধ্যে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দিয়েছে। অন্যদিকে, জামশেদপুর এফসি ফুটবলারদের সঙ্গে স্বল্পমেয়াদি চুক্তি করছে।
Mohun Bagan Super Giant: বিয়ে করতেই বদলেছে ভাগ্য, ঘুরেছে সাফল্যের চাকা! স্ত্রী'কেই জয়ের কৃতিত্ব দিলেন লিস্টন
এই সমস্যার সমাধান খুঁজতেই বৃহস্পতিবার সর্বভারতীয় ফুটবল ফেডারেশন ওই বৈঠকের আয়োজন করেছে। জানা গিয়েছে, চলতি বছর শেষের দিকে সুপার কাপ আয়োজন নিয়েও আলোচনা করা হবে। কারণ যতদিন না পর্যন্ত সুপ্রিম কোর্টের আদেশ আসছে, ততদিন পর্যন্ত ক্লাবগুলোকে সচল রাখাই আসল লক্ষ্য।
সাধারণত, প্রতি বছর সুপার কাপের হাত ধরেই মরশুম শেষ হয়। তবে চলতি বছর এই টুর্নামেন্ট কিছুটা এগিয়ে আনা হতে পারে। সেক্ষেত্রে সুপার কাপের জায়গায় আয়োজন করা হবে ফেডারেশন কাপ।