Mohun Bagan Super Giant: কতটা গুরুতর আপুইয়ার চোট? আদৌ খেলতে পারবেন ডায়মন্ড হারবারের বিরুদ্ধে?

Mohun Bagan Super Giant: ২০২৫ ডুরান্ড কাপে মোহনবাগান সুপার জায়ান্ট এখনও পর্যন্ত ২ ম্য়াচ খেলেছে। জোড়া ম্যাচেই তারা জয়লাভ করলেও, পয়েন্ট তালিকায় তারা দ্বিতীয় স্থানেই রয়েছে।

Mohun Bagan Super Giant: ২০২৫ ডুরান্ড কাপে মোহনবাগান সুপার জায়ান্ট এখনও পর্যন্ত ২ ম্য়াচ খেলেছে। জোড়া ম্যাচেই তারা জয়লাভ করলেও, পয়েন্ট তালিকায় তারা দ্বিতীয় স্থানেই রয়েছে।

author-image
Koushik Biswas
New Update
Apuia Injury Update

ইন্ট্রা-স্কোয়াড ম্য়াচ খেলতে নেমে মারাত্মক চোট পেলেন আপুইয়া

Mohun Bagan Super Giant: মোহনবাগান সুপার জায়ান্ট আপাতত ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা করে চলেছে। ডায়মন্ড হারবার এফসি-র (Diamond Harbour FC) বিরুদ্ধে যেন খেলতে পারেন লালেনমাওইয়া 'আপুইয়া' (Apuia) রালতে। গত মঙ্গলবার (৫ অগাস্ট) অনুশীলন করার সময় আচমকা চোট পান বাগানের এই তারকা ফুটবলার।

Advertisment

মঙ্গলবার মোহনবাগান শিবিরে একটি ইন্ট্রা-স্কোয়াড টুর্নামেন্ট আয়োজন করা হয়েছিল। সেইসময় গ্লেন মার্টিন্সের সঙ্গে এই ভারতীয় মিডফিল্ডারের ধাক্কাধাক্কি হয়। আর এই ধাক্কাধাক্কির কারণেই আপুইয়ার বাঁ-হাঁটুতে চোট লাগে। খোঁড়াতে-খোঁড়াতে মাঠ ছাড়েন তিনি।

মোহনবাগান সুপার জায়ান্ট দলের চিকিৎসকরা ইতিমধ্যে আপুইয়ার চোট পর্যবেক্ষণ করেছেন। অবশেষে জানানো হয়েছে, আগামী ৯ অগাস্ট গ্রুপ পর্যায়ের অন্তিম ম্য়াচে কিছুক্ষণের জন্য তিনি মাঠে নামতে পারেন। তবে ম্য়াচের দিনই এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

Advertisment

Mohun Bagan Super Giant: মোহনবাগান যোগ দেবে না AIFF বৈঠকে? কারণটা শুনলে চমকে উঠবেন

এই বছরের শেষদিকে মোহনবাগান এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২ খেলতে নামবে। মোহনবাগানের ২০২৪-২৫ মরশুমের বর্ষসেরা ফুটবলারকে নিয়ে আলাদা করে ঝুঁকি নিতে চায় না বাগান ব্রিগেড। ২০২৪ সালে মুম্বই সিটি থেকে মোহনবাগান সুপার জায়ান্টে যোগ দিয়েছিলেন আপুইয়া। এরপর থেকে ইন্ডিয়ান সুপার লিগে তিনি মোহনবাগানের অন্যতম গুরুত্বপূর্ণ ফুটবলার হয়ে উঠেছেন। গত আইএসএল মরশুমে মোহনবাগানের 'দ্বিমুকুট' (কাপ এবং শিল্ড) জয়ের ক্ষেত্রে তিনি অনন্য ভূমিকা গ্রহণ করেছিলেন।

Mohun Bagan Super Giant: আগুন জয় মোহনবাগানের, দুর্বল BSF-কে নিয়ে ছেলেখেলা করল মেরিনার্সরা

মোহনবাগানের হয়ে আপুইয়া এখনও পর্যন্ত ২৮ ম্য়াচ খেলেছেন। গত ইন্ডিয়ান সুপার লিগের সেমিফাইনাল ম্যাচে জামশেদপুর এফসি-র বিরুদ্ধে ম্য়াচজয়ী গোল করেছিলেন।

সুহেল ভাটের চোট নিয়েও বাড়ছে দুশ্চিন্তা

পাশাপাশি দলের অপর স্ট্রাইকার সুহেল ভাটের ফিটনেস নিয়েও যথেষ্ট চিন্তিত বাগান ম্য়ানেজমেন্ট। গত ৪ অগাস্ট বর্ডার সিকিরিটি ফোর্স ফুটবল টিমের বিরুদ্ধে খেলতে নেমেছিল মেরিনার্সরা। এই ম্য়াচে সবুজ-মেরুন ব্রিগেড ৩-১ গোলে জয়লাভ করেছিল। এরমধ্যে একটি গোল করেছিলেন সুহেল ভাট। যদিও আগামী ম্য়াচে তিনি খেলতে পারবেন কি না, তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে।

Mohun Bagan Super Giant: বিয়ে করতেই বদলেছে ভাগ্য, ঘুরেছে সাফল্যের চাকা! স্ত্রী'কেই জয়ের কৃতিত্ব দিলেন লিস্টন

বুধবার সকালে অনুশীলন করলেন না সুহেল ভাট। ক্লাবের পক্ষ থেকে আশা করা হচ্ছে, আগামী ম্য়াচের আগেই তিনি সম্পূর্ণ ফিট হয়ে উঠতে পারবেন। হাতে এখনও পর্যন্ত ২ দিন সময় বাকি রয়েছে।

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ডুরান্ড কাপে সবথেকে সফল দল হল মোহনবাগান। ইতিমধ্যে তারা ১৭ বার এই টুর্নামেন্টের খেতাব জয় করেছে। যদিও এই বছর প্রথম দুটো ম্য়াচের পরও গ্রুপ পর্যায়ে তারা দ্বিতীয় স্থানে রয়েছে। 

Mohun Bagan vs BSF: দুরন্ত হেড মনবীরের, প্রথমার্ধেই জ্বলে উঠল মোহনবাগান

অন্যদিকে, ডায়মন্ড হারবার তাদের অভিষেক ম্য়াচেই বর্ডার সিকিরিটি ফোর্স ফুটবল টিমের বিরুদ্ধে ৮-১ গোলে জয়লাভ করেছিল। বাগানের প্রাক্তন আই-লিগ জয়ী কোচ কিবু ভিকুনার কোচিংয়ে তারা খেলতে নেমেছে। চলতি ডুরান্ডে মোহনবাগানের থেকে তারা গোল পার্থক্যে এগিয়ে রয়েছে।

এই টুর্নামেন্টের ফরম্য়াট অনুসারে প্রত্যেকটা গ্রুপ থেকে শীর্ষ স্থানাধিকারী দল সরাসরি কোয়ার্টার ফাইনালের যোগ্যতা অর্জন করবে। আর দ্বিতীয় স্থানে থাকা ২ সেরা দলকে শেষ আটের টিকিট দেওয়া হবে।

Mohun Bagan Super Giant Diamond Harbour FC Apuia