Durand Cup 2025: ডুরান্ড কাপের দ্বিতীয় ম্য়াচে আগুন পারফরম্য়ান্স করল মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giant)। সোমবার (৪ অগাস্ট) কলকাতার কিশোর ভারতী স্টেডিয়ামে তারা বিএসএফ এফটি-র বিরুদ্ধে খেলতে নেমেছিল। এই ম্য়াচে সবুজ-মেরুন ব্রিগেড ৪-০ গোলে জয়লাভ করেছে। ম্য়াচের প্রথমার্ধে একটি গোল করেছিলেন মনবীর সিং। আর দ্বিতীয়ার্ধে একটি গোল করলেন লিস্টন কোলাসো। এই টুর্নামেন্টে মোহনবাগান আপাতত ২ ম্য়াচ খেলে ৬ পয়েন্ট সংগ্রহ করেছে। তবে দুশ্চিন্তার বিষয় হল, এই একই গ্রুপে রয়েছে ডায়মন্ড হারবার এফসি। তারাও জোড়া ম্য়াচ খেলে হাফডজন পয়েন্ট সংগ্রহ করেছে। তবে ডায়মন্ড হারবার কিন্তু মোহনবাগানের থেকে ২ গোলের পার্থক্যে এখনও এগিয়ে রইল।
Mohun Bagan vs BSF: দুরন্ত হেড মনবীরের, প্রথমার্ধেই জ্বলে উঠল মোহনবাগান
জোড়া গোল করলেন লিস্টন কোলাসো
ম্যাচের দ্বিতীয়ার্ধে কার্যত জ্বলে উঠল মোহনবাগান সুপার জায়ান্ট। বলা ভাল, প্রথমে জ্বলে উঠলেন বাগানের তারকা উইঙ্গার লিস্টন কোলাসো। প্রথমার্ধের শেষবেলায় লিস্টন একটা গোলের সহজ সুযোগ মিস করেছিল। দ্বিতীয়ার্ধের শুরুতেই সুদে-আসলে সেই অভাব তিনি পূরণ করে দিলেন। ৫৩ মিনিটে তিনি প্রথম গোলটি করলেন তিনি। সাহাল-কোলাসো জুটিতে কাজের কাজটা করল মোহনবাগান। অবশেষে বক্সের মধ্যে বলের উপর সুন্দর নিয়ন্ত্রণ রাখলেন লিস্টন। ২-০ গোলে এগিয়ে গেল মোহনবাগান। ম্যাচের ৫৮ মিনিটে তৃতীয় গোল করল মোহনবাগান। এবারও সেই লিস্টন কোলাসো। বিএসএফ ডিফেন্সে তিনি কার্যত আতঙ্ক তৈরি করেছিলেন। কার্যত একক দক্ষতায় তিনি বক্সের মধ্যে প্রবেশ করেন এবং গোল করে বেরিয়ে আসেন।
Mohun Bagan Super Giant: বিয়ে করতেই বদলেছে ভাগ্য, ঘুরেছে সাফল্যের চাকা! স্ত্রী'কেই জয়ের কৃতিত্ব দিলেন লিস্টন
চতুর্থ গোল করলেন সাহাল আবদুল সামাদ
এরপর ৬১ মিনিটে জয়োৎসবে যোগ দিলেন সাহাল আবদুল সামাদ। বাঁ-দিক থেকে সাহাল বিপক্ষের বক্সে ঢুকেছিলেন। BSF গোলকিপার তাঁর সামনে এলেও, সাহাল সামান্য বাঁক খেয়ে ভিতর দিকে ঢুকলেন। এরপর অব্যর্থ লক্ষ্যে শট। কিন্তু, সীমান্তরক্ষী বাহিনীর একজন ফুটবলার গোল-লাইন ক্লিয়ারেন্স করতে যান। প্রায় করেও ফেলেছিলেন। কিন্তু, গোল-লাইন মার্কারের সামান্য ভিতরে তিনি ঢুকে যাওয়ার কারণে শেষপর্যন্ত মোহনবাগানের পক্ষেই রেফারি সম্মতিসূচক সিদ্ধান্ত দেন।
Mohun Bagan Super Giant: ১০ জনেই ডার্বি জয় মোহনবাগানের, ডুরান্ডে সবুজ-মেরুনের নায়ক কোলাসো
গোলের দরজা খুলেছিলেন মনবীর
ইতিপূর্বে ম্য়াচের প্রথমার্ধে মোহনবাগানকে ১-০ গোলে এগিয়ে দিয়েছিলেন মনবীর সিং। ২৪ মিনিটে মোহনবাগানকে ১-০ গোলে এগিয়ে দিলেন মনবীর সিং। বাঁ-দিক থেকে বক্সের মধ্যে দুর্দান্ত একটা ক্রস বাড়ালেন রোশন সিং। BSF-এর রক্ষণভাগ বলটা কেড়ে নেওয়ার আপ্রাণ চেষ্টা করেছিল। কিন্তু, সেই ক্রস থেকে বলটা শেষপর্যন্ত পেলেন মনবীর সিং। দুর্দান্ত একটি হেডে বিপক্ষের জালে তিনি বলটা জড়িয়ে দিলেন।
Mohun Bagan vs Mohameddan Live Streaming: ডুরান্ডে মিনি ডার্বিতে নামছে মোহনবাগান, কখন কোথায় দেখবেন ধুন্ধুমার ম্যাচ?
আগামী ৯ অগাস্ট ডায়মন্ড হারবার এফসি-র বিরুদ্ধে খেলতে নামবে মোহনবাগান সুপার জায়ান্ট। এই ম্যাচে বাগান ব্রিগেডকে যে কোনও মূল্যে জিততেই হবে। তাহলেই পরের রাউন্ডে কোয়ালিফাই করতে পারবে বাগান ব্রিগেড। সেই ম্য়াচে হোসে মলিনার দল কেমন পারফরম্য়ান্স পারে, সেটাই আপাতত দেখার।